পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮ণ বর্ষ, গপ্তজ সংখ্যা उाब ७थब्र अङाख अछात्र अञाझाब हुइ। সে জামা পরে বলে কেউ তাকে ছোয় না, কাছে বলতে দেয় না, কোনো কাজ করতে দেয় না । তা ছাড়া সকলে তাকে নানা রকম অকথা কুকথা বলে’ অপমান করছে। —ছোট বোঁ কি করছেন, নিজের বোনঝিকে তিনি সামলাতে পাবেন না ? , —খুড়িমাও দেখলাম সকলের ওপর রাগ করে” মালতীকেষ্ট নির্যাতন করছেন । —তুমি মালতীকে কি বলে এলে ? নিয়ে যেতে স্বীকৃত হয়েছ ? —ন বাবা, তাকে কোথায় নিয়ে যাব ? সেখানে তাকে কে দেখবে ? আমি বললাম, বিপিন আসা পর্য্যন্ত সহ করে থাকুক, সে এলে সব ঠিক হয়ে যাবে। —কেমন করে ? —বিপিন সৰ্ব্বদা বাড়ীর মধ্যেই থাকবে, তখন তার ভয়ে মালতীর ওপর কেউ কিছু উৎপাত করতে সাহস করবে না। আর মালতীও বিপিনের সঙ্গ পেয়ে নিতান্ত একলা বোধ করবে না । —কিন্তু এটা ত রোগ প্রতিরোধ হল, রোগের প্রতিকার ত হল না। বিপিন একদিন বাড়ী থেকে অন্তত সরে গেলেই সকলের রুদ্ধ আক্রোশ যে একদিনেই সমস্ত শোধটা তুলে নেবার জন্তে প্রচণ্ড হয়ে উঠবে ; যদিই বা না ওঠে, তবু মালতী ত কাণে কাছে একটু স্নেহ যত্ন সহানুভূতি পাবে না । সকলের বিরাগভাজন হয়ে থাকা কি সহজ ? এর প্রতিকারের কি উপায় ঠাওরেছ ? –এর প্রতিকার ত সহজ নয় । স্ত্রীশিক্ষা বতমি ন স্ত্রীলোকের চিন্তাকে প্রসারিত করে শ্ৰেীভের ফুল © ቈmፃ उi८॥्रह्म शांक्ष८न क्षश्९ एषi॥८ुब्र श्रश्नः খুলে দিচ্ছে ততদিন ত তার ক্ষুদ্রত নীচতা ত্যাগ করে” ভিন্ন মতের লোককে ক্ষমার উদার চক্ষে দেখতে পারবে না । —তবে সেই স্ত্রীশিক্ষারই ব্যবস্থা করতে হবে। তোমরা যদি রোগ বুঝেও প্রতিকারের চেষ্ট না কর তাহলে তোমাদের শিক্ষা যে ব্যর্থ झुम्न शृुन् । 射 —কিন্তু এই অসাধাসাধন কি আমার একলংকে দিয়ে হবে ? আমি ত ঠিক করেছি গ্রামে গ্রামে টোল করে ছেলেমেয়েদের শিক্ষা দিয়ে বেড়াব । তারপর আমার ছাত্রের আশদা টোগ করে শিক্ষা দেবে। কিন্তু জমিদারের বাড়ীর বিলাস-দন্তে-পুষ্ট লেখাপড়ার বিরুদ্ধবাদিনী বয়স্ক মেয়েদের শিক্ষা দেবার ভার কে নেবে ? —বিপিনের নিজের বাড়ীর ভার বিপিনকে নিতে হবে। ভগবান সে পক্ষে অনেকটা মুবিধেও করে এনেছেন—সুশিক্ষিতা মালতীকে তিনি যখন এই ক্ষেত্রে এনে ফেলেছেন তখন তার কল্যাণ হস্তের মঙ্গল সঙ্কেত ত স্পষ্ট বোঝা যাচ্ছে । —কিন্তু মালতী বিপিনের সঙ্গে কাজ করবার অবসর পাবে কি ? পুরস্ত্রীর শিক্ষিত৷ হয়ে তার কদর বোঝবার আগেই হয়ত মালতীর ভিতরকার সমস্ত কল্যাণভাব তারা অত্যাচার করে” নষ্ট করে” ফেলবে । ভট্টাচাৰ্য্য নীরবে কুবার পাল্পচারি করিয়া বলিলেন-আচ্ছা বলত, তুমি যতখানি দেখেছ শুনেছ তাতে মালতীর স্বভাৰ চরিত্র কেমন cदा५ झम्न ? নবকিশোর উৎসাহিত হইয়া বলিল—খুব