পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২১.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, সপ্তম সংখ্যা ব্রাউনিং-পত্নী বলিতেছেন “যদি আমার স্বামীর কোন বিষয়ে দুৰ্ব্বলতা থাকে তো সে আমার সম্বন্ধে কথায় ; আমার কথা উঠিলেই তিনি উৎসাহের সঙ্কিত অমনি বলিতে থাকেন আমি তার সঙ্গে কোন কোন জায়গায় গিয়াছি, কতটুকু রাস্ত হঁটিয়াছি ইত্যাদি ইত্যাদি— যেন আমার পায়ে হঁটিয়া চলাটা জগতের এক মহা আশ্চর্য্য ব্যাপার ।” ব্রাউনিংয়ের মন সব সময়ই তার পত্নীর জন্ত চিন্তিত থাকিত ;—তিনি মনে করিতেন হঠাৎ তাহার স্বাস্থ্য ভাঙ্গিয়া যাইতে পারে। সামান্ত একটু অমুখ হইলেই তাহার ভাবন হইত এই বুঝি তাহার মৃত্যু ঘনাইয়া আসিল । যে ১৫ বৎসর তাহার একত্রে কাটাইয়াছেন সে সময় ব্রাউনিংপত্নী সৰ্ব্বদাই অধ্যয়ন, খেলা, ভ্রমণ, সন্তান-রক্ষণ প্রভৃতি কার্য্যে ব্যস্ত থাকিতেন, এবং ইটালীর স্বাধীনতা লাভের চেষ্টা গভীর মনোযোগের সহিত পর্য্যবেক্ষণ কৱিতেন । ১৮৬১ খৃঃ ৬ই জুন ইটালীর প্রধান মন্ত্রী ক্যাভাত্তর (Cavour) মৃত্যুমুখে ব্রাউনিংপত্নী তাহার শেষ চিঠিতে লেখেন—“ইটালীর স্রষ্টী মহাপুরুষ স্বৰ্গে চলিয়া গিয়াছেন। যদি অশ্র ও শোণিত তাহাকে রক্ষা করিতে পারিত তবে তিনি আমাদেরই থাকিতেন।” ইহার কিছু দিন পরেই তিনি হঠাৎ মৃত্যু :খ পতিত হন। তাছার স্বামী তাহার "যমুহূর্বের যে বর্ণনা করিয়াছেন তাহ। " মৰ্ম্মস্পশাঁ । “সমস্ত রাত্রি সে এপাশ ওপাশ রিল, তারপর উঠিয়া ঔষধ খাইল— *भिन्न निकछे कङ कथा वणिण, उॉब्र श्रृंब्र পতিত হন। রবার্ট ব্রাউনিং כאל पूमाहेब भफ़िन । ब्राजि • काब्रि प्रक्रिांत्र नमग्न चदशं वक्ल थांबां* cवांश इहेरण श्रांनि ডাক্তার আনিতে পাঠাইলাম। তার পরের कथl बणि८ङ श्रांभांब झनग्न झांछिब्र! शांब्र, বালিকার স্তায় সরল মুখে হাসিত্বে হাসিতে তার মাথা আমার মুখের উপর রাখির সে মুখে ঘুমাইয়া পড়িল –কোনো ’ কষ্ট, কোনো যন্ত্রণা—কিছু সে পায় নাই। যেমন ছোট্ট শিশুটিকে আঁধার হইতে কোলে তুলিয়া লইয়া যায়—তেমনি ভাবে ভগবান তাহাকে তুলিয়া লইয়৷ গেলেন–ধন্ত ভগবান ।” ১ কবির বিবাহিত জীবন ১৫ বৎসর মাত্র ; কিন্তু এই অল্প সময় মধ্যে আমরা কধির সমস্ত জীবনকাব্য দেখিতে পাই। মিস ব্যারেটকে না দেখা পৰ্য্যন্ত অল্পীষ্ঠ বহু আনন্দের মধ্যে কবি প্রেমকেই উচ্চ স্থান দিয়া আসিয়াছেন। তার পর পত্নী পাইয়া প্রেমই তাছাদের একমাত্র উপাস্ত হইয় ওঠে। এই কবি দম্পতীর কাব্য আলোচনা করিলে দেখা যায় তাহার কৰ্ম্ম ও প্রেমকে যেন প্রণয়-শৃঙ্খলে বাধিয়াছিলেন ;– কৰ্ম্ম প্রেমকে মধুর করে, উজ্জল করে, প্রেমের মহিমায় কৰ্ম্ম মহিমাম্বিত, এবং কৰ্ম্ম না থাকিলে প্রেমও নিজীব, তাহার প্রাণও নাই মাধুৰ্য্যও নাই। । মিসেস্ ব্রাউনিং *ists “Aurora Leigh” নামক কবিতায় লিথিয়াছেন – “Beloved, let us love so well. Our work shall still be better for our love, And still our love be sweeter for our work.”