পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, প্রথম সংখ্যা গেলেন, যেন নগরের একটি ख्खगोभनी१ স্থস্থল। তাহার পুণ্য স্থতি আহমদাবাদ ইষ্টতে শীঘ্ৰ বিলুপ্ত হইবার নহে। তাহার মৃত্যুর পর মহীপতরাম সমাজের সম্পাদকরূপে কাৰ্য্য করেন ; মহীপতরাম পরলোকগত হইলে তাহার সুযোগ্য পুত্র রমণভাই ও পুত্রবধূ সমাজের কার্য্যভার গ্রহণ কৰিয়াছেন। এই প্রসঙ্গে অাব একটি মহাত্মাব নাম উল্লেখযোগ্য- লালশঙ্কব উমিয়াশঙ্কব । ভোলানাথ ভায়ের পর ইনি আহমদাবাদ প্রার্থনা . সমাজের নেতৃদলের মধ্যে গণ্য । সম্প্রতি তিনি আ স্ট্রীয় স্বজন বন্ধুবৰ্গকে শোকসাগরে ভাসাইয়া পরলোকগত হইয়াছেন । লালশঙ্কব একজন স্বদেশের পরম হিতৈষী সাধুপুরুষ ছিলেন। দেশহিতকর এমন কোন সংকীৰ্য্য ছিল না যাহার অনুষ্ঠানে তিনি উৎসাহের সহিত যোগ না দিতেন। তিনিই পশুরপুব অনাথাশ্রমের প্রতিষ্ঠাতা, ব্রাহ্মসমাজের অগ্রণী, সুরাপান নিপাবণী সভীর প্রধান উদ্যোগী, সৰ্ব্ব প্রকার সামাজিক উন্নতি সাধনে তিনি সতত যত্নবান ছিলেন। ধর্মবিষয়ে মতভেদ বশতঃ যদিও হিন্দুসমাজ তাহাকে স্ব গণ্ডীর ভিতর স্থান দিতে সঙ্কুচিত হইত তথাপি তিনি সকলকেই তাহার ভ্রাতৃআলিঙ্গন দিতে প্রস্তুত ছিলেন। তাহার কৰ্ম্মক্ষের , জাতিনির্বিশেষে এত প্রসারিত ছিল যে তিনি আপামর সকল লোককেই আপনার জালে আকর্ষণ করিতেন, কাহাকেও আপন টুতে দূবে রাখিতেন না। তাহার ধৰ্ম্মনিষ্ঠ সরল সাধুচরিত্রগুণে সকলেরই চিত্ত র্তাহার প্রতি আকৃষ্ট হইত। তাহার কোন শক্র ছিল না, সকলকেই তিনি ཁན་གtརྨ་ বোম্বাই প্রবাস 梦 సెన মিত্ররূপে বরণ করিড়েন। তাহার অকাল মৃত্যুতে প্রার্থনা সমাজ, এমন কি গুজরাটের সমগ্র হিন্দুসমাজ ক্ষতিগ্রস্ত হইয়াছে । গুজরাটে যে ব্রহ্মোপাসনার রীজ প্রক্ষিপ্ত হইয়াছে তাহ অল্পে, অল্পে অঙ্কুরিত হইতেছে ; কালক্রমে ফলবান বৃক্ষরূপে সমুখিত হইবে, এরূপ আশা করা দুরাশী নহে। * সাতার, যেখানে আমার সব্বিসের শেষ ভাগ অতিবাহিত হয়, সেখানেও একটি প্রার্থনা সমাজ ছিল । সেখানকার কতিপয় উৎসুহী ব্রাহ্ম মিলিয়া সমাজের কার্য্য নিৰ্ব্বাহ করিতেন ও তাহার y সাম্বৎসরিক উৎসবে বোম্বাই পুণা প্রভৃতি স্থান হইতে বাছিরের লোকের ও সমাগম হইত। তাহীদের মধ্যে একটি মুগায়ক ইহুদী ব্রাহ্মকে আমার বেশ মনে পড়ে। চিন্তুমণ নারায়ণ ভট, আমার একটি বন্ধু, এই সকল কার্য্যে সহায়তা করিতেন। সমাজু-সংস্কার-ব্ৰতী উন্নতিশীল যুবকবৃন্দের তিনি একজন অগ্রগণ্য ছিলেন। শুধু মুখে নয়, অনুষ্ঠানেও তিনি তাহার দৃঢ়ত ও সাংসের পরিচয় দিছিলেন। হা, তিনিও আর এক্ষণে নাই। পুণপ্রার্থনাসমাজের অধিনায়ক আমাদের স্থবিজ্ঞ অধ্যাপক, ডাক্তার ভাণ্ডারকরা তাঙ্গর উপদেশ ও দৃষ্টাস্তুবলে সেখানকার সমাজ উন্নতির মার্গে পরিচালিত হইতেছে। শ্রদ্ধেয় ভাণ্ডারকর যতদিন হাল ধরিয়া আছেন ততদিন সে সমঙ্গের ভবিষ্যতেৰ জন্ত কোন ভাবনা নাই। একদিকে যেমন ভাণ্ডারকর, অন্ত দিকে তেমনি স্বৰ্গীয় মহাদেব গোবিদ রাণাডেৰ পত্নী স্ত্রীমগুলের মধ্যে কাৰ্য্য করিতেছেন । পুণা