পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е е 劇 সমাজে তিনি র্তাহার, মৃত পতিব সুযোগ্য উত্তরাধিকারিণী। উচ্চশ্রেণী বালিকাবিদ্যালয়, বিধবাশ্রম • প্রভৃতি যে সকল প্রতিষ্ঠান স্ত্রীদিগের শিক্ষা ও উন্নতিকল্পে পুণায় প্রতিষ্ঠিত হইয়াছে তিনি তাহদের অধ্যক্ষত৷ ওঙ্কণ করিখ যোগঠিাসহকারে, কায্য চলাইতেছেন। এই ক্ষেত্রে এমন কোন সৎকাৰ্য্য নাই যাহাব সহিত তিনি সংশ্লিষ্ট নছেন । রামকৃষ্ণ গোপুলি ভাণ্ডাবকব ভারতী f માર્ક, ১৩২১ সিদ্ধ দেশেও ব্রাহ্মসমাজ স্থাপিত হইয়াছে। হাইদ্রাবাদে তাহার গোড়া পত্তন করেন—“ নবলরাও আভুবাণী । আমি সে সময়ে হাইদ্রাবাদে ডি ষ্টুষ্ট জজের কৰ্ম্ম করি ও নবলরাওকে তাহার কার্য্যে যথাসাধ্য সাহায্য কবিতে ক্রট করি নাই । তাহার বিনয় নম্রতা ও সাধুতাগুণে সিন্ধির সকলেই র্তাহাকে ভক্তি শ্রদ্ধা করিত । জেলের কয়েদীদের মধ্যে গিয়া ধৰ্ম্মোপদেশ দিবার অমুমতি আনাইয় তিনি প্রতি সপ্তাহে জেল পরিদর্শনে যাইতেন। সেখানে র্তাহার উপদেশ প্রার্থনাদির সুফলও ফলিয়াছিল। নবলরাওয়ের পরবর্তী কার্য্যাধ্যক্ষ তাহার ভ্রাতা হারানন্দ । ইনি কলিকাতায় গিয়া বিদ্যাভ্যাস ও নববিধান শাখার ংস্রবে আসিয়া ব্রাহ্মধৰ্ম্ম গ্রহণ করেন। দেশে ফিরিয়া আসিয়া তিনি ব্রাহ্মসমাজের কার্য্যে জীবন উৎসর্গ কবেন। ইহার হায় পরোপকারী * সেবাপরায়ণ নিৰ্ম্মল চরিত্র সাধুপুরুষ ঐ প্রদেশে অতি বিরল । সাধু হীরানন্দের স্মৃতি এখনও পর্য্যন্ত ং অঞ্চলে গগন্ধক রহি* য়াছে। র্তাহার মৃত্যুব