পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>S ゲ হইলে সে র্তাহার উপব বাগ ত করিবেই, হয়ত বা কাহারও মতেব অপেক্ষা না করিয়া মালতীকে আনিয়া উপস্থিত করিবে । অতএব মালতীকে আশ্রয় দিতে স্বীকার করাই ভালো । কিন্তু এত অপত্তিব পর "কেমন করিয়া হঠাৎ স্বীকাব করা যায় তাহারই উপায় তখন ভাবিতে লাগিলেন। উত্তব পাইতে বিলম্ব দেখিয়া খুড়িমা মনে করিলেন গিন্নিব মত নাই। খুড়িমা ফিরিয়া যাইতে উদ্যত হইতেছেন দেখিয়া গিন্নি তাড়াতাড়ি বলিয়া উঠিলেন—ছোট বেী, তোমাব দেখছি একটুতেষ্ট রাগ হয়ে যায়। ওঁয়াকে একবাব বলে দেখি, উনি কি বলেন... খুড়িম গিরির ধাত বুঝিতেন। তাহাকে একটু নবম হইতে দেখিয়া তিনিও নরম স্থবে বলিলেন–দিদি, छूमिहे ত কর্তা। তুমি যা হুকুম করবে তাতে বড়ঠাকুব কখনো না বলবেন না। তোমার দয়া হলেই সব হবে. ং গিন্নি এই কথায় প্রসন্ন হইয়া মনে মনে সন্তুষ্ট হইয়া বলিলেন—তবু ওঁকে একবার বলা ত উচিত, হাজার গেক একজন কর্তা যখন মাথার ওপরে বসে আছে...বিকেলে ঘা হয় হবে । t * —যা হয় না দিদি । মেয়েটাকে তোমাব পারে আশ্রয় দিড়েই হব।' পোড়াকপালী মেয়েটা একে সোমথ, তায় রূপের ডালি, তুমি আশ্রয় না দিলে তার জাতধৰ্ম্ম থাকৃবে না। দিদি তোমার দুটি পুয়ে পড়ি।—বলিয়৷ খুড়িমা গিরির পারে ধরিলেন। গিন্নি একেবারে গলিয়া গিয়া বলিলেন – আঃ ও কি কবিস ছোট শে, তোব বোনঝি ভারতী । জ্যৈষ্ঠ; ১৩২১ আর আমার বোনঝি কি পৃথক। কিছু ভাবতে হবে না, যা । গ্লুড়িমা অন্দরের দিকে ফিরিলেন। তোর কাছারে মুখের দিকে চাহিতেও তাহার অত্যন্ত লজ্জা বোধ হইতেছিল তাহার মনে হইতেছিল সকলের দৃষ্টি যেন তাহার উদঘাটিত হীন দীনতাকে উপহাস করিতেছে। নিজের দৈন্তের লজ্জা তাহার কাছে যত তীব্র হইতেছিল, তাহার মন মালতীর প্রতি ততই অপ্রসন্ন হইয় উঠতেছিল। সেই সৰ্ব্বনাশীর জন্তই যে র্তাহাকে এত লাঞ্ছন, এত অপমান সহা করিতে হইল, এই ধারণা প্রবল হইয়া গ্রেহকেও অতিক্রম করিয়া তাহাব মন অধিকার করিতে লাগিল । (9) সন্ধ্যার সময় স্মৃতিরত্ন মহাশয় লক্ষ্মীজনাৰ্দ্দনের আরতি করিতে ও শীতল দিতে আসিয়াছেন। ঠাকুরঘরে ঘণ্টার শব্দ শুনিয়া খুড়িমা ঠাকুরদর্শন করিতে আসিলেন । র্তাহাকে দেখিয়া ভট্টাচাৰ্য্য জিজ্ঞাসা করিলেন —রাণীমাকে বলেছিলে মা ? খুড়িম বলিলেন—ই বলেছি। তিনি ত রাজি হচ্ছিলেন না ; অনেক করে’ বলতে শেষে বললুেন বড়ঠাকুরকে বলে যা হয় করবেন । —আমি হরিবিহারীকে বলেছি। সে খুব সহজেই রাজি হয়েছে। এতে কিন্তু আমার মনটা দমে গেছে—কোনো ভালো কাজে তার উৎসাহ ত কখনো দেখা যায় না । তোমার 'বোনঝি এ বাড়তে টিকতে পারবে কি মী তাই ভাবছি। খুড়িমা কাতর স্বৰে বলিলেন—এ বাড়ীতে