পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७४४ वर्ष, दिँडौश् ग१था আমারও অার বেশী দিন টিকতে হবে 'না, ভটচায্যি মশায় তার পরিচয় আমিও যথেষ্টই পাচ্ছি । O ভট্টাচাৰ্য্য আশ্বাস দিয়া বলিলেন—ত ভগ্ন কি মা। আর দুমাস পরেই বিপিন বাড়ী ফিববে, তখন তার ভয়ে তোমাদেব ওপর কেউ কোনো অত্যাচাব করতে পাববে না । খুড়িম বলিলেন—ত বটে, কিন্তু গিন্নিব মেজাজ ত বোঝবার জো নেই, কখন কিসে বিগড়ে যায়। একবাব বেঁকে বসলে তখন র্তাকে বোঝানো কাকব সাধ্যে কুলোয় ਜ, এমন সময় বাহিব হষ্টতে গিন্নি ক্ৰোধকর্কশ স্ববে ডাকিলেন – ছোটবোঁ । খুড়িমাব মুখ শুকাইয়া গেল, ৰুক কঁাপিতে লাগিল, গিন্নি যদি আড়ি পতিয়া তাহার কথা শুনিয়া থাকেন তবেই ত সৰ্ব্বনাশ ! গৃহিণীর আহবান শুনিয়া খুড়িমা হরিরলুট মানসিক করিতে করিতে, ঠাকুরঘর হইতে বাহির হইয়া বলিলেন—কেন দিদি ? খুড়িমা দেখিলেন যে গিন্নি ঠাকুরঘরের দিকেই আদিতেছেন, সুতবাং তিনি তাহার কথা শুনেন নাই, ইহাতে খুড়িম একদিকে স্বাশ্বস্ত হইয়া নুতন অজ্ঞাত আশঙ্কায় ব্যাকুল হইয়া উঠিলেন। গিন্নি ঠাকুবঘরের দ্বারের কাছে আসিয়া গর্জন করিয়া বলিলেন—বোনঝিব কথা বাবুর কাছে যখন নিজেই বলানো হয়েছে, তখন ঢং করে আবার আমার কাছে বলতে যাওয়া হয়েছিল কেন ?......শুনেছ ত ছোটগিন্নি, বাবুর হুকুম হয়েছে ! নিয়ে এস এইবার* স্বন্দরী বোনঝিকে, তোমার আর কোন কষ্ট থাকবে না। 齡 স্রোতের ফুল '; 'ల్సి এই কথার প্রচ্ছন্ন বিদ্রুপটি খুড়িমার মৰ্ম্মে গিয়া বিঁধিল । তিনি ক্রোধে গর্জন করিয়া বলিলেন—দিদি ! 静 গিন্ধি খুড়িমার তেজস্ব স্বভাব খুব ভালো কক্লিয়াই চিনিতেন। খুড়িমার একটি কথায় সংক্ষিপ্ত প্রতিবাদের উগ্রতা অনুভব করিয়া গিরি তাড়াতাড়ি সেখান হইতে প্রস্থান করিলেন । তখন খুড়িমা উচ্চকণ্ঠে গিন্নিকে শুনাইয়া বলিলেন-আমি এই ঠাকুরঘরে দাড়িয়ে বলুছি, আমি যদি মালতীকে এবাড়ীতে আনি W5び{・・・・・・ ভট্টাচাৰ্য্য তাড়াতাড়ি দরজার কাছে আসিয়া বলিলেন–ছি বেীমা, শপথ করতে নেই, থাম থাম, অনর্থক ক্রোধ কবে? একজন *নিরাশ্রয়াব সৰ্ব্বনাশ কোরো না মা ! করুণা ও স্নেহের স্পর্শে খুড়িমার ক্রোধ চোখের জলে গলিয়া পড়িল । তিনি সরোদনে বলিলেন—আমি তার ছন্দাংশে আর থাকব না ভটচায্যি মশায় ; পোড়কপালীর আদেষ্টে যা থাকে হবে । নারায়ণ ! কতকাল আর আমায় এমন যন্ত্রণ ভোগ করতে হবে ! ভট্টাচুর্য বলিলেন–ছিাম, মৃত্যুকামনা করা ভগবানের ইচ্ছার বিরুদ্ধ আচরণ করা, মহা পাপ। নারায়ু ভক্তি রেখ মা, সকল দিকেই কল্যাণ হবে । তুমি গিরির মন ত জানে, তিনি মাটির মানুষ, তাকে তুরি একবার তুমি বলেই তার রাগ জল হয়ে যাবে । s * খুড়িমা চোখ মুছিয়া দৃপ্তকণ্ঠে বলিলেনআমি মালতীকে আনবার মধ্যে নেই ভটচাৰ্য্যি