পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8 o মশায়। মুখে উচ্চারণ না করি মনে মনেও ত দিব্যি করেছি। তার কপালে যা আছে তাই হবে । " ভট্টাচাৰ্য্য চক্ষুমুদ্রিত করিয়া দীর্ঘনিশ্বাস ফেলিয়। বলিলেন— নারায়ণ ! q. খুড়িমা গলবস্ত্র হইয়া নারায়ণকে প্রণাম করিলেন। তারপর হৃদয়ের উচ্ছসিত রুদ্ধ ভারতী জ্যৈষ্ঠ, ১৩২১ বেদনার অশ্রুজল মুক্ত করিয়া দিবার জন্ত আপনার নিভৃত কক্ষটির উদ্দেশে প্রস্থান করিলেনু । সঙ্গে সঙ্গে সমস্ত ব্যাপারটা অতিরঞ্জিত হইয় গিন্নিব নিকট নিবেদিত হইয়া গেল । ( ক্রমশ ) চারু বন্দ্যোপাধ্যায় । আমার বোম্বাই প্রবাস (v) বোম্বাই ও বাঙ্গলাদেশ আমাকে অনেকে জিজ্ঞাসা করেন আমি বাঙ্গলাদেশ ছাড়িয়া বোম্বাই প্রেসিডেন্সিতে আমার কৰ্ম্মস্থান কেন পছন্দ করিলাম ? তাহার উত্তর এই যে বঙ্গদেশ নিৰ্ব্বাচনেব অধিকার আমার আদৌ ছিল না। পরীক্ষেণতীর্ণ সিবিলিয়ানদের মধ্যে যে শ্রেণীতে যচ্চার নাম সেই অনুসাবে তাহার নিৰ্ব্বাচন ক্ষমতা ; আমার নাম যেখানে পড়িয়ছিল তাহাতে আমার বাঙ্গলাদেশ লইবার অধিকার হইল না । মন্দ্রিাজ ও বোম্বাই এই দুয়ের মধ্যে বাছিয়া লণ্ডয়া, এইটুকু আমাব অধিকারের সীমা,এই দুয়ের মধে। মামি বোম্বাই বরণ করিলাম। তাতে আস্থার কোন দুঃখ নাই। আমার বিশ্বাস যে বাঙ্গলাদেশের তুলনায় বেম্বায়ের আবহাওয়া উৎকৃষ্ট। গ্রীষ্মকালে দুই তিন মাস যা গরম, ভোগ করিতে হয় তাহ। ধর্তব্য নহে r বিশেষতঃ দক্ষিণ ত্য যেখানে আমি অনেক বৎসর ধরিয়া বাস করিয়াছি সেখানে সকল ঋতুই উপভোগ্য । বর্ষবি ত কথাই নাই । গ্রীষ্মকালও কষ্টদায়ক নহে*l. তা ছাড়া বোম্বাই মফস্বল কোর্টেব গ্রীষ্মাবকাশেব যে নিয়ম তাঙ্গতে অন্ততঃ ছয় সপ্তাহ কাল গ্রীষ্মেব প্রচণ্ড উত্তাপ ইষ্টতে অনায়াসে দুবে থাকা যায়। বোম্বায়ে ভিন্ন ভিন্ন স্থান ভিন্ন ভিন্ন ঋতুতে স্বাস্থ্যনিবাস , বলিয়) ধার্য্য । শীতেব সময় নিজ বোম্বাই সঙ্গ ব, বর্ষায় পুণ, গ্রীষ্মে মঙ্গবলেশ্বব, গবর্ণমেণ্টেব কর্তৃপুরুষেবা এই তিন স্থানে পালায় পা লায় অধিবেশন করেন । আমরা অনেক সময় গ্রীষ্মকালে মহাবলেশ্বর পাহাড়েব আশ্রয় লই তাম । সে অতি মনেবম স্থান । পশ্চিমঘাট শ্রেণীর মধ্যে অনেক সুশোভন পাহাড় দৃষ্ট হয় কিন্তু মহাবলে খুব সকলের সেরা । এই পৰ্ব্বতের শিখর পঞ্চনদীর আকর স্থান । তথায় মহাবলেশ্বর নামে শিব মন্দির আছে, তাহ হইতেই এই পাহাড় স্বনাম গ্রহণ করিয়াছে। এই পাহাড় বোম্বাই প্রেসিডেন্সির বিহার ভূমি, हेछ। ८०** शैः डफ़ देन नग्न। आनारभन्न