পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ-বর্ষ, দ্বিতীয় সংখ্যা একজন ছিলেন ; চিত্রশিল্পী ঐযুক্ত রদেনষ্টাইন আর একজন । ভারতবাসীগণও তৎক্ষণাৎ এই সহজাত প্রীতির প্রতিদান কবেন। প্রেম পূর্ণমাত্রায় প্রেমের আহবানে সায় দেয়। এই যে প্রচ্ছন্ন ভালবাসা এক মুহূর্তেই জলিয়া উঠিতে প্রস্তুত, ইহা স্বযুপ্ত মনেব কোন গভীর প্রদেশে থাকে ? মনস্তত্ত্ববিদগণ হয়ত আমাদেব এই প্রশ্নের উত্তব দিতে অক্ষম ! কিন্তু যেখানেই থাকুক না কেন, আমাব বিশ্বাস ভাবতবর্ষ এবং যুরোপের মূলগত ঐক্য ইহা দ্বাবা স্বচিত হয় , এবং ঐতিহাসিক যুগেব পূৰ্ব্বে আমাদের পূর্বপুৰ্কর্যগণ এক বংশজাত ছিলেন বলিয়াই আজ আমরা এমন অবিলম্বে, এমন অভূতপূৰ্ব্বভাবে এই আত্মীয়তা অনুভব করিয়া থাকি,” * ভারতবর্ষের প্রতি প্রেম ও মমতাব দৃষ্টান্ত স্বরূপ আগেকার কালে ডেভিড হেয়ার ও একালে অ্যালেন হুম এই দুই মহাত্মার ও নাম উল্লেখ কব যাইতে পাবে ; একজন আমাদেব বিদ্যা গুক, অন্ত জন রাজনৈতিক মন্ত্রদাতা । জাপানের শিক্ষা ও বাণিজ্য S 8& য়ুবোপীয়দিগের মধ্যে ক্ষে সকল সহৃদয় মগজু। আমাদের হিতের জন্ত নিঃস্বার্থভাবে কাৰ্য্য করেন, আমরা তাহাদিগকে চিনিয়া লইয়৷ আত্মীয়ভাবে আলিঙ্গন দিতে প্রস্তুত , ভারত বন্ধু হাম সাহেবের মৃত্যুতে আমাদের হৃদয়ের গভীর শোকছুে,াস কি এ বিষয়ে সাক্ষ্য দিতেছে না ? তাঙ্গর স্তায় উদারচেতা মমতাবান্‌ কৰ্ম্মল বেবাই এই বাঞ্ছনীয় মিলন ঘটাইবাব পক্ষে অনেক করিতে পারেন । নিবাশ হইবার কোন কারণ নাই, কেননা পূৰ্ব্বপশ্চিমে যতই পার্থক্য থাকুক না কেৰু, মনুষ্যত্বেব উচ্চ শিখবে এমন একটা স্থান আছে যেখানে এই সমস্ত ভেদাভেদ বিলীন হঠয়া যায়। র্যাহার এই শিখরদেশে আবোহণ কবিয়াছেন, র্তাহীদের সম্বন্ধে বলা যায়— অয়ং নিজ পবোধেতি গণনা লঘুচেতসাং উদাৰ চবিতানাং তু বন্ধধৈব.কুটুম্বকং এ নিজ এ পর লঘুচেতাদেব এইরূপ গণনা ; উদারচরিত যাহাব, তাদের আত্মপর নাই, বসুধাই তাহাদেব কুটুম্ব সমান । & শ্ৰীসত্যেন্দ্রনাথ ঠাকুর - জাপানের শিক্ষা ও বাণিজ্য . জাপান অতি অল্পকাল মধ্যে শিক্ষাপাণিজ্যে যেরূপ উন্নতি দেখাইয়াছে এরূপ পৃথিবীর কোনজাতি কোন বিষয়ে দেখাইতে পাবে নাই। ইহাদের এই অভাবনীয় পবিবর্তনে অনেকেই বলিয়া থাকেন যেন • কৌশলে ইহার দৈব শক্তির প্রভাবে জাপানীর ভেল্কি বাণীর ছায়ু অসম্ভব কাৰ্যসমুদায় অতি সহজে নীরবে সুসম্পন্ন করিতেছে। সামরুিক চীন ও •রুষকে পরাস্ত করিয়াছে। কিন্তু শিল্পবাণিজ্য-যুদ্ধে জাপানী With Ravindranath in England—Modern Review for January 1913.