পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38ty আলোচনা করেন। ১৮৯৫ খৃষ্টাব্দে মে মাসে হাকোদাতে নামক স্থানে যে মহাসভার অধিবেশন হয় তাহাতে মিঃ কাণেকো বলেন— “ষে ষে কারণে দেশ শিল্প বাণিজ্যে উন্নত হইতে পারে আমাদের সে সমস্তই আছে। ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ কবিতে পারিব এইজন্তই বুঝি পরমেশ্বর কৃপা কবিয়া ক্ষুদ্র দেশের তুলনায় জাপানে বেশী লোকের স্বজন করিয়াছেন। জাপানীদেব কার্য্য কবি বার শক্তি এবং বুদ্ধিবৃত্ত্বি অতীব প্রখবা। তাহাবা সব বিষয়েই সূক্ষ্মদৰ্শী এবং পৃথিবীব মধ্যে সব জাতির চেয়ে চতুব। এই জন্তই সুচতুর মার্কিন জাতি পর্ষ্যস্ত আমাদিগকে ভয় কবিয়া চলে’ । কৃষি ও শিক্ষা বিভাগীয় ভাইস মিনিষ্টাব বলেন, { “মেইজি অন্ধের (১৮৬৮ খ্ৰীঃ) প্রবর্তনেব সঙ্গে সঙ্গেই শিল্প বাণিজ্য বিষয়ে সব লেব , চক্ষ উল্মীলিত হইতে থাকে। দেশে অনেক কুসংস্কাব ছিল। প্রাদেশিক শাসনকর্তাদের ( দাইমিয়োর ) ক্ষমতা তখন অসাধারণ ছিল । তাহীদের জন্তই ১৮৬০ খৃষ্টাব্দে দেশে রাজবিদ্রোহ উপস্থিত হয়, আবাব তাঙ্গদের চেষ্টাতেই উহার অবসান, হয়। এবং প্রায় ঠিক সেই সময়ই স্ত্বাহীদের যন্ধে দেশের যাবতীয় লোক কুসংস্কার उाओं कब्रिग्न डिभ डिग्न ব্যৱসায় অবলম্বন করিতে আরম্ভ কবে। ৫৩ বৎসর পূৰ্ব্বে কাই চামারের ব্যবসা অবলম্বনকারীগণ লমাজচ্যুত হইত, কালচক্রের আধর্তনেসে ভাব এখন কিছুই নাই । এখন কোন ব্যবসা উচ্চ, কোন ব্যবসা নীচ এবং ভারতী & জ্যৈষ্ঠ, ১৩২১ কোন ব্যবসা ছোট কোন ব্যবসা বড় তাহ নিৰ্দ্ধারণের একমাত্র মাপকাঠি মূলধন। কল কারখানা সম্বন্ধে যে জাপানে পঞ্চাশ বৎসব’ পূৰ্ব্বে কোন জ্ঞানই ছিল না, যে জাপানীরা ১৮৫৩ খৃষ্টব্দে কমোজোর পেরির জাহাজ জাপানউপকূলে দেখিয়া অবাক হঃ য়াছিল, সেই জাপানীরা এ কয়েক বৎসরে বলকারখানায় দেশকে ঢাকিয়া ফেলিয়াছে। তোকিও কিম্ব ওসাকা সহরের কোন উচ্চস্থানে দাড়াইয়। চতুর্দিকে তাকাইলে কাবপানাব অসংখ্য চিম্‌নি দেখিয়া সহজেই অনুমিত হয় যে জাপান শিল্প বাণিজ্যের দেশ । পুব ১২টা বাজিলে কারখানার বাশীর ধ্বনিতে ঘরে বসিয়াই টেব পাইতাম জাপানে শিল্প বাণিজ্যের সংগ্রাম কি তুমুল ভাবেই চলিতেছে। শুধু বড় বড় সহরে নহে গ্রামে গ্রামে পল্লীতে পল্লীতে, এমন কি ঘৰে ঘরেই কাবখান । ওসাকা সহর প্রশান্ত মঙ্গসাগরস্থ ম্যাঞ্চেষ্টার বলিয়৷ খ্যাত । জাপানের কত সহর কত গ্রাম কত রকম শিল্প জাতেব জন্ত বিখ্যাত । ক্রমেই আরো কতস্থান নুতন নূতন শিল্পের জন্ত প্রসিদ্ধি লাভ করিতেছে। ভাব আমাদের ভারতেব প্রাচীন শিল্প এবং শিল্পপ্রধান স্থান গুলির নাম পৰ্য্যন্ত লোপ পাষ্টতে বসিয়াছে। থাকিবীর মধ্যে আছে শুধু বৰ্দ্ধমুনের সীতাভোগ, বাগবাজীবের রসগোল্লা, ভীমনাগের সন্দেশ, জয়হরির কুল্লি বরফ, ফতুল্যাব চিড়া, বিক্ৰম পুরের পাতক্ষীর এবং এই জাতীয় কিছু। বাণিজ্যে লক্ষ্মী বাস করেন, আমরা সকলেই বলিয়া থাকি বটে, কিন্তু বুঝিতে