পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩: বর্ষ, দ্বিতীয় সংখ্যা ও রেলের সংখ্যা ১৯১১ খৃষ্টাব্দে ৭৪৪০ খানায় দাড়াইয়াছিল। ১৯০১ খৃষ্টাব্দের রিপোর্টে দেখিয়ছিলাম কারবার এবং গতায়াতের সহায়তার জন্ত সেই বৎসর উমর ও জাহাজs লাইনের সংখ্যা ছিল ৭১টি । বলা বাহুল্য এ কয়েক বৎসরে ঐ লাইনের সংখ্যা অনেক বাড়িয়া গিয়াছে । জাপানে নেশন্যাল ব্যাঙ্ক স্থাপন মানসে প্রিন্স ইতো ১৮৭২ খৃষ্টাব্দে আমেরিকা হইতে তথাকার ব্যাঙ্কেব নিয়মাবলী সংগ্ৰহ করিয়া ' জাপানে প্রেবণ কবেন । ১৮৭৫ খৃষ্টাব্দে নেশনাল ব্যাঙ্ক সম্বন্ধীয় আইন জাবি ইয়। উছাব পর হইতেই স্থানে স্থানে উৎসাহী কৰ্ম্মবীরগণ ব্যাঙ্ক স্থাপন করিতে আবস্তু করিলেন । ১৮৯৫ খৃষ্টাব্দে জাপানে ৯৫০টি ব্যাঙ্ক ছিল, ১৯০৬ খৃষ্টাব্দের বিপোর্টে ২২৩১টি ব্যাঙ্কের উল্লেখ রহিয়াছে। ১৮৭০ খৃষ্টাব্দে গবর্ণমেণ্টের অনুমোদনে ব্যবসা বাণিজ্যের উন্নতি করে স্থানে স্থানে মৃদু > (t? কোম্পানী গঠিত হইতে আরম্ভ হয়। ১৯০৫ খৃষ্টাব্দে কোম্পানীর সংখ্যা ৯০০৬ ছিল ; ১৯১০ খৃষ্টাব্দে ঐ সংখ্যা ১২৩.৮ দাড়াইয়াছে ! ১৯০১ খৃষ্টাব্দে কৃষি-শিল্প-জাত দ্রব্যের ব্যবসাবাণিজ্য প্রসারণের সহায়তা কল্পে się:{{N-B Businee; "guilds *f*= *īņēts আইন প্রণয়ন কবেন । দেখিতে দেখিতে ১৯১১ খৃষ্টাব্দে উক্ত সভার সংখ্যা হইয়াছে । অনেক দিন পুৰ্ব্ব হইতে কে অপারেটিভ সোসাইটির প্রচলন থাকিলেও উহার প্রসারণ অতি ধীবে ধীরে হইতে থাকে। ১৯• ০ খৃষ্টাব্দে কোঅপাবেটিভ সোসাইটি সম্বন্ধীয় আইন প্রণয়ন হয় । উহার পর হইতেই সোসাইটির সংখ্যা বৃদ্ধি পাইতে থাকে। ১৯০২ খৃষ্টাব্দে কোঅপারেটিভ সোসাইটির সংখ্যা ১৬৭১ ছিল। ১৯১০ খৃষ্টাব্দে উহার সংখ্যা १००४ श्ट्रेझ में क्लाइंप्रां८छ् । ক্রযদুনাথ সবকার । ዝyግ o ● ● সুদূর 繪 © (*). © 羈 পাঠক-লাভ অল্প সৌভাগ্যের বিষয় নহে। কমলের সে সৌভাগ্য ঘটিয়াছিল। বিপিন ছিল কমলের আশৈশব বন্ধু। এক গ্রামে উভয়ের বাস। কমলের পিত। গ্রামের জমিদার, বিপিন সেই গ্রামেরই এক গৃহস্থের পুত্র । গ্রামের স্কুলে “ বিপিনের নবীন কবির পক্ষে ভক্ত শিরে সরস্বতীর o অকুষ্ঠিত ধারে বর্ধিত হইলেও, কমলের ভাগে তাহার অভাব ঘটে নাই । বিপিনের জন্ত অনেকখানি কৃপা বর্ষণ করিয়া অবশিষ্টটুকু কমলকে দান সরস্বতী দেবী প্রসন্নই ছিলেন। ক্লাসে বিপিন প্রথম স্থান অধিকার করিত, কিন্তু দ্বিতীয় স্থানটিতে কমলেরই অপ্রতিহত অধিকার