পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°C@够 বন্ধু, তোমার এ গুপ্ত আননের মুহূর্তে তোমারই সহিত আনন্দের কণা উপভোগ করিতে অসিয়াছি। এই অযুত দর্শকবৃন্দের মুগ্ধ স্তুতি-কণ্ঠের সহিত আমিও আপনার কণ্ঠ মিলাইতে আসিয়াছি! কিন্তু হায়, সে কথা কেমন করিয়া সে বলে! সে কথা কে মানিবে ? রাজাসনে কবির পাশ্বে ত आवं उशिज ?ाहे নাই ! সে যে আজ এই সাধারণ দর্শকের মত নিতান্তই একজন এক টাকাব দর্শক । 国t车1 , পট উঠিল । , একটা আনন্দ-সম্ভাবনায় দর্শকের দল স্তব্ধ হইল। অভিনয় আরম্ভ হইল। প্রতি অঙ্কের প্রতি দৃষ্ঠের মধ্য দিয়া দর্শকের মন তন্ময়ভাবে চলিয়া কোন অদৃশু স্বপ্নলোকে বিলীন হইয় গেল । যখন অভিনয় থামিল, মুগ্ধ দর্শকদল সঙ্গী তখন চেতনা-লাভে ক্ষুব্ধ হইল। ইহারই মধ্যে শেষ হইল এ গান এখনই থামিল! এ যেন কোন নিপুণ ঐন্দ্রজালিক আপনার মায়া ‘যষ্টির বলে স্নান ধরণী-তলে স্বর্গের এক উজ্জ্বল অংশ ছিড়িয়া মানিয়াছিল! দর্শকের দল মুগ্ধ ক্ক গুজ্ঞ চিত্তে নাট্যকাবের জয়-গানে নাট্যশাল মুখরিত করিয়া তুলিল। . বিপিন আবার উপবের পানে চাহিল। কমল চলিয়া যাইতেছে--সার্থকতার বিরাট আনন্দে মুখ তাহীর ভূরয় গিছে! বিপিন দীর্ঘ-নিশ্বাস ত্যাগ করিল সে" বাহিবে আসিল । t নাট্যশালার সমূপে দাড়াইয়া একখান মোটর গাড়ী বিজয়-গৰ্ব্বে যেন ফু সিতেছিল !" কমল অঁাসিয়া গাড়ীতে বসিল, সঙ্গে আরও তিন চারিজন ভক্ত আসিয়া উঠিল। জমৃকালে ভারতী জ্যৈষ্ঠ, ১৩৭১ পোষাক-পরা কয়েকজন দর্শক আসিয়া কমলের কণ্ঠে পুষ্পমাল্য পরাইয়া দিল। প্রশংসার ঘটা পড়িয়া,গেল। বিপিন দূরে দাড়াইয়া সকলই “দেখিতে লাগিল। তাহার মনে একটা দারুণ জালা গৰ্জ্জিয়া উঠিতেছিল ! চোর ! চোর ইহার! কমলকে তাহার কাছ হইতে ইহারাই চুরি করিয়া রাখিয়াছে! প্রশংসা ইহাদের ওষ্ঠাগ্রেই শুধু লাগিয়া আছে। হৃদয়ের গোপন তল অবধি তাহার শিকড়টা পৌঁছিয়াছে কি না, সন্দেহ । ইহাদেরই কথাতে, ইহাদেরই অলস চাটুবাণীতে কমল এতখানি ভুলিয়া রহিয়াছে। বিপিনের মনে হইল, দুরন্ত রোষে ইহাদের মধ্যে বাপাইয়। পড়িয়া সকলকে সে তাড়াইয় দেয়—কমলকে আপনাব দুই বাহুর নিবিড় বন্ধনে চাপিয়া ধরিয়া সে বলে, বন্ধু, কাহীদের কথায় তুমি ভুলিয় রহিয়াছ ? ইহার তোমার হৃদয়ের কি খপর রাধে ! শুধু বাহিরের একটুখানি দেখিয়াছে বৈ নয়! তুমি এস আমার কাছে, তুমি এস আমার বাহুর নিবিড় বাধনে —তুমি এস আমার হৃদয়ের মধ্যে ! যে হৃদয়ে শুধু তোমারই আসন, তোমারই ঠাই! ইহাদের কাজ আছে, কলরব আছে, আরও অনেক আছে, কিন্তু আমার শুধু তুমি আছ, শুধুই তুমি ! কবি তুমি, মানুষ তুমি, কমল তুমি,— . কিন্তু কিছুই বলা হইল না! মোটর গাড়ী কমলকে বুকে লইয়া চলিয়া গেল। বিপিনেব যখন চেতন হুইল, তখন সে দেখিল, দর্শকের দলে গাড়ী ভাড়া করিবার বিষম গণ্ডগোল চলিয়াছে—এবং কাঠের পুতুলের মতই নিম্পর্ণভাবে সে নাট্যশালার গাড়ীবারওয়ি