পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শু si, দ্বিতীয় সংখ্যা o গভীর রাত্রি, রাজার পটাবাসের সকলেই নিদ্রিত বারি উঠিয়া বাহিরে আসিল । গঙ্গার তীব বহিয়া কিছুদূর চলিল। সম্মুখে, এক প্রকাও বটবৃক্ষতলে দুইজন সন্ন্যাসিনী নিদ্রিত • ছিলেন, তাহদের কে ঠেলিয়া তুলিল, একজন উঠিয়া বলিলেন, “একি মা,তুমি আসিয়াছ ?” বারি বলিল, “ই মা, আসিয়াছি, গৃহবাস আমার অসহ্য হইয়াছে!” সন্ন্যাসিনী মৃদু হাসিলেন,—বছিলেন “মা, তুমি রাজনন্দিনী— পথের কষ্ট সন্ন্যাসের কষ্ট সহ করিতে পারিবে কি ?” “পারিব ! কি সুগে আছি মা ! পিত মাষ্ঠীকে কণদাষ্টয়া আসিয়াছি—আর নিজের এইটুকু সামান্ত কষ্টই কি এত বড়, বলিতে বলিতে বারি র্কাদিতে লাগিল । সন্ন্যাসিনী বলিনে লাইকাকে অামি প্রায়ই দেখিতে পাই ; এখন চল দেখি তোমার অদৃষ্ট যদি—” বাধা দিয়া বারি বলিল, “অদৃষ্ট আব কি মা ! যদি তাহাকে તાવિક নু পাই, এ দেহ আর রাখিব না । আমি যে রাজবাজেশ্বরের মুখ হাসাইয়া আসিলাম এ কথা কি ভুলিব p” .দ্বিতীয় সন্ন্যাসিনী যুবতী,—সে এতক্ষণ চুপ করিয়াছিল এইবার বলিল,—“আসিয়াছ, স্বামী অন্বেষণে, কিন্তু বার বার ভূমি নিজের পিতৃপরিচয় কেন দিতেছ ভগিনি —” বারি বিক্ষিত হয় তাহার প্রতি চাহিল— বয়োধিক সন্ন্যাসিনী বলিলেন, “ছি সাবিত্ৰী ! তুমি অঙ্গয় কথা বলিতেছ – এই বালিকা কি মনোকষ্টে গৃহত্যাগ করিয়াছে তাহা তোমাদের • বুদ্ধির অগম্য !" সাবিত্রী মৃদ্ধ হাসিয়া বারির হাত ধরিল हjहेक ১৬৫ বলিল, “না কিছু অদ্যtয় বলি নাই মা ! কি বল তুমি ভগিনি !—” - অতি কাতরস্বৰে বারি বলিল” “ন কিছু অন্তায় নয়—কিছু অন্তায় নয় ?—কিন্তু আমি অহঙ্কার করিয়া বলি নাই ভগিনি –কিন্তু আমি কি করিয়া ভুলিব যে আমার পিতামাতার আমি একমাত্র সন্তান !” o মৃদু হাসিয়া সাবিত্রী বলিল, “হিন্দু-কন্ত ! কেন ভুলিতেছ যে তুমি সাবিত্রী গৌরী সীতার দেশে জন্ম লইয়াছ ?—কেন ভুলিতেছ তুমি বেহুলার ভগিনি,—তাহদের পিতার কয় সস্তান ছিল রাজকুমারি । যাহার নামে ঘব ভুলিয়াছ তাহারই চরণ ধ্যান করিয়া আজি সব ভুলিতে হইবে । তোমার— পিতা-মাতা ?—তাহদের নিয়তির ফল তুমি কি কবিয়া খণ্ডন করিবে বল ?—তাই বলিয়া কি আপনার কর্তব্য বিস্কৃত হইবে ? —জান কি যে—“ • ... অপর সন্ন্যাসিনী এবারও তাহার কথায় বাধা দিলেন,—বলিলেন, “স্থির হও মা, রাজকুমারী এখন শোকাতুরী--- 馨 তখন সবেগে • বারি বলিল—“ন না জননি ! শোক ইহাতেই উপশম বোধ করিতেছি!—কে তুমি ? দেবী লাবিত্রী ?—কে তুমি আমায় ভগিনী সম্বোধন করিলে ? বল আবার বল তোলার এই তুমূতময় কথা আমি আবার শুনিতে চাই ** সাবিত্ত্ব হাসিয়া উঠিল!—বলিল, আমি মার মুখে তোমার কথা শুনিয়া অবধি ভগিনি, তোমায় বড় ভালবাসিয়া ফেলিয়াছি। ভোগৈখৰ্য্য-পালিত রাজকুমারীর চিত্তবৃত্তি এমন কৰ্ত্তব্যনিষ্ঠ —ইহা ভাবিয়া আমি বড় আনন্দিত