পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

واجي لا মুন্দর কাব্য পরিদৃষ্ট হয় । পক্ষান্তরে তামুল ভাষায় সিত্তরদিগের গ্রন্থাদি রচিত হয়, মারাট্টা দগের মধ্যে ধৰ্ম্মসম্বন্ধীয় গ্রন্থের গ্রন্থকার সমূহ এবং পরে জনপ্রিয় কবি তুকারাম ( ১৫৮৮—১৬৪৯) আবিভূত হন ; রাজপুত কবিগণের মধ্যে একজন কৰি বিহারী তাহার প্রেমাসক্ত রাজকুমারকে, এক নবযুবতীর কথা বলিতেছেন ঃ “যখন ফুলটি ফুটিয়া উঠিবে, তখন ভ্রমরের কি দুর্দশা! কেননা তখন তাহাকে সৌরভ হীন, বর্ণহীন, মাধুর্য হীন এক মুকুলের উপর বসিতে হইবে।” ' বঙ্গদেশ হইতে মুকুন্দরাম প্রস্থত হয় । (সপ্তদশ শতাব্দী) অসম্ভব অদ্ভূত ঘটনার বর্ণমার মধ্যে র্তাহার রচিত পারিবারিক জীবনের বর্ণনাই অতীব মধুর! এইরূখ শ্ৰীমস্তের ইতিহাস । ধনপর্তি নামক, এক বণিকের দুই পত্নী ; একটি বয়স্থ, আর একটি-তরুণী—আর এই .তরুণী অপূৰ্ব্ব রূপসী । ইহা হইতে দুই পত্নীর মধ্যে বিবাদকলছ। পতির অনুপস্থিতি কালে, এই "তরুণী নিৰ্য্যাতন সহ করিয়া পতির প্রত্যাগমনে র্তাহার ভালবাসা পাইবে বলিয়া মনকে, সাত্বনা দিল শ্ৰীমন্ত নামে তাহার একটি পুত্র জন্মিল। কিন্তু বণিক ধনপতি সিংহলে যাত্রা, করিয়া সেখানে ১৪ বৎসর কাল কারাবদ্ধ ছিল। বয়ঃপ্রাপ্ত হইয়া শ্ৰীমন্ত পিতৃ-অন্বেষণে বাহির হইল। বিচিত্র অদ্ভুত কাণ্ডের পর, বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী চণ্ডীর কৃপায় ক্ৰীমন্ত 'পিতাকে কারাগার হইতে উদ্ধার করিতে সমর্থ হইল। খাস হিন্দুস্থানে তিনজন লোক-গুরু — ভারতী દેઃકે; ર૦ স্বরদাস, কেশবদাস, তুলসীদাস। স্বয়ম্বাল (১৫২৮ খৃষ্টাব্দে জন্ম) “বল লীলা”র গ্রন্থকার। এই গ্রন্থে বিষ্ণুর উদ্দেশে কতকগুলি দোহ রচিত হইয়াছে। কেশবদাস ( ষোড়শ ও সপ্তদশ শতাব্দী) ইনি একজন নীতি-উপদেশলেখক এবং পারসীক গ্রন্থকারদিগের দ্বারা অকুপ্রাণিত। তুলসীদাস ) 8 ه لا s--ه 8 من لا ( হিন্দু লেখকদিগের মধ্যে সৰ্ব্বাপেক্ষ লোকপ্রিয়। তুলসীদাসের গুরু ছিলেন নাভাজী। নাভাজী একজন দরিদ্র ভগবদভক্ত, ক্ষীণকায়, ও অস্পৃশু জাতিভুক্ত। ইনি বৈষ্ণবধৰ্ম্ম ংক্রান্ত ভক্তমাল গ্রন্থেব রচয়িত । কাশী রাজের মন্ত্রী হইয়া তুলসীদাস কাশী নগরে বাল্মীকি রামায়নের স্বাধীন অমুকরণে এক রামায়ণ ੋਜ করেন । সপ্তকাও :–প্রথম বালকাণ্ড ; গ্রন্থকার এই বালকাণ্ডে, রাম বিষ্ণুরই অবতার এইরূপ ব্যাখ্যা করিয়াছেন ; তাহার পর অযোধ্যা কাণ্ড ; এই অযোধ্য কাণ্ডে, ইচ্ছাপূৰ্ব্বক রামের আত্মনিৰ্ব্বাসন, বনে রাম ও সীতার জীবনযাত্রানিৰ্ব্বাহ, ও সীতাহরণ বর্ণিত হইয়াছে ; যুদ্ধকাণ্ডে পরস্পর বিচ্ছিন্ন দম্পতিযুগলের অক্ষুন্ন অটল প্রেম, সীতা উদ্ধার, রাবণের মৃত্যু এবং পরিশেষে, জনসাধারণ সীতার সতীত্বে সর্দেহ করায়, রামকর্তৃক গীতার প্রতি বনবাসের আদেশ বর্ণিত হইয়াছে। বনে গিয়া সীতা দুইটি, যমজ সন্তান প্রসব করিলেন। পরে রাম অমৃতপ্ত হইয়া স্বীয় পত্নী ও পুত্র যুগলের অন্বেষণে বাহির হইলেন। এবং ১৮ বৎসর • ব্যাপী বিচ্ছেদের পর তাহাদিগকে পুনঃপ্রাপ্ত হইলেন। o নবযুগের প্রকৃত কবি তুলসীদাস,