পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦ હ তার পরে মাষষ্ঠী যেমন করে বলে দিয়ে ছিলেন তেমনি করে "ষাটুর্বাচিয়ে” গে বস্তর বেী ছেলে মানুষ করে তুলতে লাগল,— ছেলে লোকের হাজার নষ্ট অপচয় করলেও কেউ কিছু আর বলতে পারভন ! ছেলের বিয়ের সময়ও ফেঁচার গেরস্তর ীে শোল করমচার অম্বল বেধে তীর ধনুক “কোল বায়ন” ক্ষীরের ভাট নিয়ে নৌকার খোলের ভেতর লুকিয়ে থেকে ছেলেকে মাঝ সমুদ্রে বায়ন জুড়ে দিলে ! ডাঙ্গায় নেীক লাগলে ছেলে ডাঙ্গায় উঠেই এক গেরস্তর বাড়ীর মাচী ভবা ফলস্ত কুমড়ে মৃদ্ধ কুমড়ে গাছ কেটে নিলে, গেরস্তর বেরিয়ে গাল দেবার আগেই মা তাদের কাছে সোনার কুমড়ে নিয়ে হাজির করলে । তার খুসি হয়ে বললে “কে কেটেছে কুমড়ে গাছ { ষাটের বাছ ষষ্ঠীর দাস • বেশ করেছে, বেঁচে থাকুক শতেক বছর পরমায়ু হোকৃ।” মাষষ্ঠী যথন দেখলে যে র্হ্য গেরস্তর বেী -ছেলে মানুষ করতে পারবে, আর কোন জলক্ষণ হবে না তখন একে একে তার সব গুলি ‘ফেরত দিলেন। পোয়াতির ছেলে মরে না বেড়াতে যায় । গের স্তর বে এর ঘর ছেলে মেয়েতে ভরে গেল মাধঠর বরে ধনে পুত্রে লক্ষ্মীশ্বব হুয়ে গেরস্তর ঘর ঘরকন্ন করতে লাগ ল’– “জয় দেবী জগদানন্দ কারিণী প্রসাদ \; কল্যাণী ষষ্ঠীদেবী নম্নোংস্তুতে " ঘর মৃদ্ধ লোক डूनई श्झेब्र ষষ্ঠদেবীকে প্রণাম কৃষিলেন। মাতাদের সভক্তি ও সভীত প্রণাম শেষ হইতে না হইতে শিশু অশ্ব দলের মুখের সংযম রশ্মি শিথিল হইয়া গেল। "আমার কোল বায়ন ভারতী আমার তীর ধনুক “ওম আমার ওই টুকুটুকে বেরিয়ে যায় ! জ্যৈষ্ঠ, ১৩২১ আমটা” প্রভৃতি রবে মাতার যুগপৎ আক্রান্ত' হইয় গড়িলেন। কেহ কেহ মাতাদের অঞ্চল • ও হস্ত ধরিয়া টানাটানি বাধাইয়া কিঞ্চিৎ তিরষ্কার লাভ করিব মাত্র তাছাদের মাতার দিদিমা ঠাকুরমাদিগের দ্বারাও আক্রান্ত হইলেন। “এই এখুনি শুনলি বাপু তবু তোদের দুদণ্ডও তা মানতে নেই ৷ একালের মেয়েদের এ সব কথা এ কাপ দিয়ে ঢুকে ও কাণ দিয়ে প্রাণে ভয় থাকূলে তো !” “দেখ দেখি কি জালাতন কচ্চে একটু তর সয় না যে ওদের !” বলিয়া নবীন মাতার অপ্রতিভ ভাবে চুপ কবিলেগ । গৃহিণী বল্লিলেন আর একটু থামে তো দাদুরা ! “ষষ্ঠী যাচাই” দ্যাথ ! তার পবে সব দেব-চুপ কর এখন একটু!”—সেই বংশ ও দুৰ্ব্বাগুচ্ছ সমন্বিত তালবৃন্ত খানিতে খানিক দধি ও জল দিয়া গৃহিণী মাষষ্ঠীর গাত্রে বাতাস দিতে দিতে দিতে বলতে লাগিলেন— “জ্যোষ্টি মাসে অরণ্য ষষ্ঠ ষাটু ষাটু ঘাটু, শ্রাবণ মাসে খণ্ড ষষ্ঠ ষাট ষাটু ষাটু, ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠ ষাটু ষাটু ষাটু, আশ্বিন মাসে দুর্গ ষষ্ঠ ষ্টু ষাটু ষট্ ; অঘ্রাণ মাসে মূলে ঘৃষ্ঠা যটু ষাটু ঘাটু, পৌষ মাসে নোটন ষষ্ঠ ষাট, যাট, ষাট, মাঘ মাসে শেভল ষষ্ঠ ষাট ষাট ঘাট । চৈত্র মাসে অশোক ষষ্ঠ ষাট, যাট ষাট । বারো মাসে তের ষষ্ঠ যাট, ষাট ষাট ।” তার পরে নিজ পুত্ৰকস্তাদের জ্যেষ্ঠ হইতে আরম্ভ করিয়া সকলের নামে "আমার অমুকের ষাটু অমুকের ষাটু, বলিয়া "ধাই যাচাইতে লাগিলেন। পুত্রকন্যার পরে জামাত পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী বধুদের