পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و Se দিনের জন্ত স্থানান্তরিত হয়। সেই সময়ে একদিন টিফিনের ছুটিতে জ্যোতিবাবু দেখিলেন যে একটা লোককে স্কুলের হাতার ভিতর হইতে জনৈক কনেষ্টবল ধরিয়া টানাটানি করিতেছে- থানায় লইয়া যাইবে । প্রথমোক্ত লোকটা নাকি কি একটা অপরাধ করিয়াছে তাই তাহাকে ধরিতে কনেষ্টবল স্কুল,ঘর পর্য্যন্ত আসিয়াছিল। জ্যোতি বাবু ঐসত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতী জ্যৈষ্ঠ, వీఇ; - প্রমুখ কয়েকজন ছাত্র প্রথমতঃ তাহাকে ছাড়িয়া দিতে বলেন, কিন্তু কনেষ্টবল মহাশয়। যখন কিছুতেই সন্মত হইলেন না, তখন সকলে , মিলিয়া নিকটের একটা ইটের ঢিবি হইতে ইট লইয়া কনেষ্টবলের দিকে ছুড়িতে লাগিলেন। শেষে পুলিশের সিপাহী মহাশয় এমনি জর্জরিত হইয়া পড়িলেন যে তিনি তাহার কর্তব্যপালন না করিয়াই পৃষ্ঠ প্রদর্শন করিলেন—আর এই ফাকে সে লোকটাও পলাইয়া গেল। জ্যোfতবাধু একবার তাহার মেজদাদ৷ ষ্ট্ৰীযুক্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর মহাশয়েব সঙ্গে স্বপ্রসিদ্ধ বাtfরষ্টার yমনোমোহন ঘোষের কৃষ্ণনগরের বাড়ীতে কিছুকাল অবস্থান করেন । সে ও তাহাব একটি মুখের স্মৃতি । তথন মিষ্টাব ঘোষের মাতা উভয়েই • জীবিত ছিলেন । র্তাহার। যেরূপ যত্ন করিতেন ੋਂ ভুলিবার নহে। তথন ঘোষ-পরিবারের মধ্যে অপবোধ প্রথা পূর্ণ মাত্রায় থাকা সত্ত্বেও অন্তঃপুরে তাহাদের অবাধগতি ছিল। মিসে ঘোষ তখন বালিকা বধু। বারাওয়ে -> মাদুর পাতিয়া তাহার পিত