পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, তৃতীয় সংখ্যা নিকট এ কথা জানাইলেন । অধ্য श्रेकै ՎԶ কথা শুনিয়া মল্লিনাথের বুদ্ধির উদং হইয়াছে বুঝি মহাআনন্দে তাহাকে সমীৰ্ষ্টে আহবান কবিলেন ও প্রাণপণে শিক্ষা দিতে fাগিলেন | সপ্তকর অসীম চেষ্টায় মল্লিনাথ মহাপণ্ডিত চষ্টয় স্বদেশে প্রত্যাগমন করিলেন, তারপব প্রতিপক্ষ পণ্ডিতগণকে পবাস্ত করিঃ অল্প দিনের মধ্যেই তিনি অক্ষয় গৌরব অর্জন কবিয়াছিলেন । 總 দক্ষিণাত্যের উপাখ্যান এষ্ট । ই হ{ কালিদাসের জীবনেব অনুরূপ। কালিদাস সম্বন্ধেও প্রবাদ অাছে প্রথমে তিনি ছিলেন পবে সবস্বতীব কৃপায় জ্ঞানলাভ কবেন। টীকাকাব মল্লিনাথ সম্বন্ধেও এইরূপ প্রবাদ প্রচলিত হইয়াছে । বলাবাহুল্য ঈe আদেী বিশ্বাসযোগ্য নহে। এখন মল্লিনাথেব বিশ্বাসযোগ্য কিছু পরিচয়েব অনুসন্ধান করিতে.প্রবৃত্ত হইব । মল্লিনাথ প্রায় সকল টীকাতেই . নিজনাম উল্লেখ করিবার সময় লিথিয়াছেন “মঙ্গেপাধ্যায়কোলাচলমল্লিনাথস্থবি ।” কোলাচল, কোলচল বা কোলচলম্ কাহার ও মতে মল্লিনাথের বংশনাম কাহাব ও মতে মল্লিনাথেৰ বাসস্থলের নাম। ভোজবাজ প্ৰণাত চম্পূবামায়ণ নামক একখানি গ্রন্থ আছে। পদযোজনা নামক তাহ{ব একখানি બૈન જાહમાં મિશઃ । ફ્રેફાર દકિો দেটনাবায়ণ। এ টাকা অদ্যপি মুদ্রিত হয় নাই । পুথির পরিচয় Hultzsch সম্পাদিত Repolts on Sanskrit Mss. &g &log ছে। বেটনারায়ণ মল্লিনাথের বংশে মল্লিনাথ, දී එදා জন্মগ্রহণ করিয়াছিলেন। পদযেteনার প্রারম্ভ শ্লোক হইতে জানিতে পারা যুয়ে যে কোলচলম্ মল্লিনাথের বংশ-নাম। পদযোজনার

  • ষষ্ঠ শ্লোকে আছে—

“কেঞ্চলচলুমন্বয়ান্ধীন্দুমল্লিনাথে মহাযশীঃ।” নিজ পরিচয় দানকালে বেঙ্কট লিখিয়ছেন “শ্রীমৎকোলচলমান্বয়দুৰ্ত্তান্ধি বোস্তভেন ঐনাগেশ্বরষজস্বলুন বেঙ্গটনারায়ণেন ।” এই গ্রন্থেরই এক পানি পুথিতে আছে, “নারায়ণেন বিদুষ কোলচলমান্বয়েন্দুনা।” এই সকল পংক্তি হইতে স্পষ্টই বুঝা ঘাইতেছে যে কোলচলম্ নামে একটি বংশ ছিল । ঐ বংশেই মল্লিনাথ জন্মগ্রহণ করেন। কে, পি, ত্রিপেী কোলচল বা কোলাচলকে মল্লিনাথের বাসস্থল বলিয়া উল্লেখ করিয়াছেন। এখনও মল্লিনাথের দুইজন বংশধব জীবিত আছেন । দুইজনেই বেলারি জেলার কাদাপ্পা নামক ' স্থলের উকীল । তাহাদের নাম কোলচলম্ বেঙ্কটরাও ও কোলচলম্ শ্রীনিবাস রাও । তাহাদের একজনেব কথাব উপব নির্ভর করিয়া • কে, পি, ত্ৰিবেদী বলিয়াছেন; কোলচল বা কোলtsল একখানি গ্রামের নাম। (২) কিন্তু এই গ্রামখানি যে কোথায় এ পর্য্যস্ত কেহ তাই নির্ণয় করিতে পারেন নাই । কাজেই এ মতে আমরা ততদূর অস্থিা স্থাপন করিতে পারিলাম না। তবে ইহা সম্ভব হইতে পারে যে কোলচলম্ বংশ যেখানে বাস করিতেন সেই স্কুল ই পরে কোলচল

  • বা কোলাচল প্রভৃতি নামে প্রসিদ্ধ হয়।

[8”༣ ইহা অনুমান মাত্র । আমরা পূৰ্ব্বোক্ত (R) “Kolachala is tle ran e of a village. i > iso callcd Kola-challa.”