পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

「ミやv এতদ্ব্যতীত তার্কিকরক্ষা নামক গ্রন্থের একখানি টাকাও মল্লিনাথ রচনা করিয়াছিলেন ইহার নাম নিষ্কটিক । এই কয়খানি গ্ৰন্থই অধুনা প্রাপ্ত হওয়া ষায় । কিন্তু মল্লিনাথ আরও তিনখানি টীকা ও একখানি কাব্য রচনা করিয়াছিলেন তাহার বিশেষ প্রমাণ পাওয়া গিয়াছে । মল্লিনাথ নিজেই এই গ্রন্থগুলির নামোল্লেখ করিয়া এগুলি তহবি রচিত বলিয়া প্রকাশ করিয়াছেন, সুতরাং এই নামে যে র্তাহার কতিপয় গ্রন্থ ছিল সে বিষয়ে কোনও সন্দেহ হইতে পারে না | কিন্তু দুঃখের বিষয় এই যে, এ গুলি র সংক্ষিপ্ত উল্লেখ ব্যতীত বিশদ পৰিচয় কুত্ৰাপি প্রাপ্ত হওয়া যায় না। এই নামমাত্রাবশিষ্ট টাকাগুলিব নিম্নলিখিত উল্লেখ পরিদৃষ্ট হয় । 'qు মল্লিনাথ একবলীটীক তরলে লিথিয়াছেন “আমি তন্ত্রবাৰ্ত্তিব্দটীকায় এ বিষয় বিস্তৃতভাবে আলোচনা করিয়াছি।” (১০) মল্লিনাথের পুত্র কুমার স্বামী ও নিজ রচিত রত্নাপণ নামক “প্রতাপরুদ্রযশোভূখণ” গ্রন্থের টীকায় লিপিয়াছেন “পিতৃদেব একাবলী টীকা তরলে ও তন্ত্রবাৰ্ত্তিক টাকা সিদ্ধাঞ্জনে লিখিয়াছেন।” (১১) এই দুই উক্তি হইতে বুঝিতে পাবা যায় যে সিদ্ধাঞ্জন নামে তন্ত্রবাৰ্ত্তিক গ্রন্থের একখানি টীকা মল্লিনাথ রচনা করিয়াছিলেন । ভারতী অtষাঢ়, ১৩২১ এইরূপ স্বরমঞ্জরী পরিমল নামক একখানি গ্রন্থের টীকা মল্লিনাথ কর্তৃক রচিত হয়, তাহার প্রমাণ পাওয়া গিয়াছে। একাবলীটীকা তরলে মল্লিনাথ ইহারও উল্লেখ করিয়া বলিয়াছেন “আমি স্বরমঞ্জরীপরিমলটীকায় ইহার বিশদ আলোচনা করিয়াছি । (১২) নিষ্কটিক নামক মল্লিনাথ তার্কিক রক্ষা গ্রন্থের যে টীকা রচনা করিয়াছিলেন, তাহাতে আছে “দিক্কাল সাধনের বিস্তৃত বর্ণনা মৎপ্রণীত প্রশস্তপাদ ভাষ্য টাকায় দ্রষ্টব্য।” (.৩) ইহা হইতে প্রমাণিত হইতেছে যে প্রশস্তপাদভাষ্যেব একখানি টীকাও মল্লিনাথ বচনা করিয়াছিলেন । এই প্রশস্তপাiভাষা বৈশেষিকদর্শনেব ব্যাথা । মল্লিনাথ এই ভায্যের টীকা বচন কবিয়াছিলেন। এতক্ষণ আমরা মল্লিনাথ রচিত টীকা গুলিবই তালিকা দিতেছি । তাহার মৌলিক কোনও রচনাব পরিচয় দিই নাই । কিন্তু ঠfহার মৌলিক কলি প্রতিভা ও অসাধাবণ ছিল । তিনি টীকাগুলির মধ্যে মধ্যে মঙ্গলাচরণার্থ যে শ্লোক রচনা করিয়াছেন তাঙ্গ হইতেই তাহার কবিত্বেব সুস্পষ্ট নিদর্শন প্রাপ্ত হওয়া যায়। কিন্তু তাইবি প্রধান মৌলিক রচনা রঘুবীর-চরিত নামক কাব্য। এ গ্রন্থেব কিয়দংশমাত্র আবিষ্টত হইয়াছে। একবল টীকায় একস্থলে মল্লিনাথ উল্লেখ করিয়াছেন “যথ চন্দ্রোদয় ধর্ণনাত্মক একাবলীটক ] (১১) “তছুক্তং তত্বেপাদৈরেকবলীতরলে তন্ত্র বাৰ্বিক-ব্যাপানে সিদ্ধাঞ্জনে চ– স্বার্থত্যাগে সমানেহ পি সহ তেনাস্ত লক্ষণ । যত্রেরমভজৎস্বর্থ জহৎস্বর্থ তু তংবিন ॥ রহ্লাপণ। প্রতাপরুদ্র যশোভূষণটীক। ] (১২) “তদেতৎ সম্যক বিবেচিতমন্মাভিঃ স্বল্পমঞ্জরী পরিমলটীকায়ুম্।" (১৩) “দিক্কালসাধন প্রপঞ্চস্তু অন্মৎ এণত প্রশস্ত পাদভাষ্যটকায়াং দ্রষ্টব্যঃ " একবলীটীক । নিষ্কন্টিক ।