পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e - * f ভারতী হইতেছে। . কুলদেবতার পূজা আরম্ভ হইয়াছে। বোগশাস্তির জন্ত দেবগণকে যে চরু উপহার দেওয়া বিধি, সেই চরু রন্ধন হইতেছে। হোমানলে দধিযুক্ত ঘৃত দ্বারা লিপ্ত দুৰ্ব্বপল্লব নিক্ষিপ্ত হইতেছে। কোথাও মহামায়ূৰী মন্ত্রপাঠ, কোথাও ভূতপ্রেত যাহাতে না আসিতে পাবে, তজ্জন্ত উপহার প্রদান, কোথাও শাস্তিস্বস্ত্যয়ন বিধাম, কোথাও বা সংযমী ব্রাহ্মণেব বেদপাঠ হইতেছে । শিবমন্দিবে কলস দুগ্ধে শিবকে স্নান করাইতেছে— সকলেরই উদ্দেশ্য যাহাতে দেবতা প্রসন্ন হন । প্রায়ণে অধীন রাজমণ্ডলী উপবিষ্ট। প্রভুর অদর্শনে তাহাব দুঃখিত। মধ্যে মধ্যে প্রভাকরবর্ধনের কক্ষ হইতে পরিচাবকবর্গ, নির্গত হইলে তাহদের নিকট হইতে রাজাব ংবাদ জানিতেছেন। . নিজেদের মান, ভোজন, শয়নের কথা আব মনে নাই। নিজেদের দেহসংস্কারের প্রতিও দৃষ্টি নাই। বসন মলিন। নি রাত্রি এইরূপে কাটা । যাইতেছে। t পরিজুন সকল বিভিন্ন কক্ষে, দ্বারপ্রান্তে দলবদ্ধ হইয় অনুচ্চস্বরে মলিন বদনে কথোপকথন করিতেছে। কহ কোন চিকিৎসকের দোষ বাহির করিতেছে, কে অসাধ্য রোগের লক্ষণ সকল বলিতেছে, কেহ ছঃস্বপ্লেব বর্ণনা করিতেছে, কেহ পিশাচের বৃত্তান্ত । বর্ণনা করিতেছে। কেহ বা জ্যোতিৰ্ব্বিদগণ কি গণনা করিয়াছেন তাহার " আলোচনা করিতেছে, কেহ বা অমঙ্গলস্থচক কি কি লক্ষণ দেখা যাইতেছে তাহার প্রসঙ্গ উত্থাপন কুদ্রৈ কাদশী মন্ত্র ' দাড়াইয়া আছে। হইয়াছে। রাজার বন্দিগণ বৈশাখ, ১৩২১ করিতেছে । " কোথাও বা একজন ‘সংসা অনিত্য’ ‘কলিকালের মহাদোষ দৈব :ি নিৰ্দ্দয়’ এইরূপ মন্তব্য প্রকাশ করিতেছে তখন আর একজন ‘ধৰ্ম্ম কি আব আছে ? ‘রাজকুলদেবতাই বা কি করিতেছেন ? বলিতেছে। কোথাও বা আশ্রিত কুলপুত্ৰগ আশ্রয়-নাশ-শঙ্কায় নিজ নিজ ভাগ্যের নিন করিতেছে । অন্তঃপুরের মধ্যে বিবিধ ঔষধের গন্ধ অগ্নিতে বিবিধ ঘৃত, তৈল ও কাথের পা হইতেছে। তৃতীয় মহলে রাজার কক্ষ । সেখা.ে পীড়িত রাজা কক্ষমধ্যে শয্যায় শায়িত সে মহলের ধারপথে বহু বেত্রধাবী পুরু তিনগুণ পর্দা দ্বারা কক্ষে কক্ষে যাইবাব , গথগুলি ঢাকিয়া দেওয় হইয়াছে। পক্ষুদ্রাব সকল রুদ্ধ। গবাক্ষ রন্ধ দিয়। প্রবল বেগে বায়ু-প্রবেশ বন্ধ কর হইয়াছে। কবাট উন্মোচন বা বন্ধ করিবা শব্দ নিষিদ্ধ। কাহারও সোপানে উঠিবা সময় পদশব্দ হইলে প্রতিহারী ক্রুদ্ধ হইতেছে সকল কাৰ্য্য ইঙ্গিতে সম্পন্ন হইতেছে । বাক ব্যয় নিষিদ্ধ হইয়া গিয়াছে। পাছে শব্দ হ: বলিয়া বৰ্ম্মধারী পরিচারক বহুদূরে অবস্থি আচমন জল লইয় পরিচারক এককোণে বসিয়া, আছে, ইঙ্গিত্ব মাত্রেই চকিত হইয়া উঠিয়া আসিতেছে। অন্তঃপুবে বীরাঙ্গনাদের অধর আও তাম্বলরাগহীন। কফুকীর শোকে সঙ্কুচিত নিরানন্ম। আশাহীন নিকট পরিচারক নিঃশ্বাস ফেলিতেছে। চন্দ্রশালিকা প্রধান ব্যক্তিবর্গ স্তব্ধভাবে বসিয়া আছেন