পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, তৃতীয় সংখ্যা , • নেপোলিয়ান বল্লেন, হায় আমার মনে কষ্ট হচ্ছে ;-কর্ণেল স্বদেশভক্ত বীর পুরুষ ছিলেন । o সম্রাট আবার হ্রদের দিকে চেয়ে দেখলেন, আর এক দল কামানের সৈন্তকে সম্মুখে নিয়ে আসবার হুকুম দিয়ে, আপন ঘোড়ার উপর পাষাণ-মূৰ্ত্তির মত অটল হয়ে বসে রইলেন। নিমেষে নিমেষে মৃত্যু যে শত শত রুষ-সৈন্ত গ্রাস করছিল, তা দেখে তিনি কিছুমাত্র বিচলিত হননি, কিন্তু আপন সেনাপতিদের মধ্যে কেবলমাত্র একজনের অভারে মনে কষ্ট বোধ করলেন ! অপরের জন্তে কোনো ব্যথা কিম্ব সমব্যথায় কাতর হবার মানুষ তিনি ছিলেন না—আজি যে বেদন মনে অনুভব করছিলেন—মৃত কৰ্ণেলের জন্যে নয়—জীবিত আপনার জন্তে ! কৰ্ণেলের অভাবে তার যে কত ক্ষতি হল তাই কেবলি মনে করছিলেন ! e হেক্টর, মারি পিয়ের, আবৃনে প্রেভষ্ট সেন্ট ক্রোয়ার মাকুইসের বয়স সবে মাত্র চল্লিশ । সম্রাটের কোনো সেনাধ্যক্ষই এ বয়সে এতটা উচ্চ পদবী পায়নি–র্তার বংশ-গেীববও অনন্তসাধারণ, ফ্রান্সের প্রাচীন কোনও শ্রেষ্ঠতম অভিজাত কুলে তার জন্ম। র্তার,পিতা যখন শুনলেন,তিনি নেপোলিয়ানের অধীনে সৈন্ত্যপদ স্বীকার করেছেন তখন তাকে ত্যজ্য-পুত্র করলেন। বৃদ্ধ ডিউক তখনও অষ্টাদশ লুই এর একান্ত অমুগত ভূত্যরূপে তারি নিকটে- রুষ গগ্রাজ্যtধীন মিটাও নগরে বাস করছিলেন। ক্টেরও রুষ-সেনাবিভাগে কাজ নিয়েছিলেন, শণ তিনি মস্কাও এর প্রসিদ্ধ “নোবল "গ"এর.কপ্তেন। তার মত অভিজাত দ্বন্দ্ব যুদ্ধ ২৭৯ সস্তানের মনে নেপোলিয়ানের প্রতি যেরূপ দারুণ বিদ্বেষ থাকা সম্ভব তা তিনি সম্পূর্ণ ভাবেই পোষণ করতেন। তবুও অকস্মাৎ রুষকাপ্তেনের পদ ত্যাগ করে গোপনে সেন্টপিটার্সবুর্গ ছেড়ে চঙ্গে এসেছিলেন। জনশ্রুতি র্তার বিদায়ের কারণ, কোনও इंच যুদ্ধে রুষসম্রাটের অনভিমত । হেক্টৰ পারিস নগরীতে উপস্থিত হয়ে ফবাসী সম্র টের সাক্ষাৎ প্রার্থনা করলেন । ঋজু, উন্নতবপু, স্বত্র সেই যুবা পুরুষ সম্রাটের সম্মুখে উপস্থিত হয়ে অতি সপ্রতিভ ভাবে বল্লেন, রাজেন্দ্র আমার এই তরবারি ফ্রান্সের সেবায় উৎসর্গ করলাম। আজ হতে আমি, আপনার সৈন্যদলভুক্ত হয়ে যুদ্ধ কুরতে ইচ্ছুক। আমি জানি আজ হতে আমার জীবনের সম্মুখে প্রতিদিনই মৃত্যুভয় জেগে থাকৃবে। আমীর নাম মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তিদিগের তালিকাভুক্ত। যারা দেশ ছেড়ে চলে গিয়েছিল, দেশে ফিরলে যারা মৃত্যুদণ্ড ভোগ কববে, আমি সেই নিৰ্ব্বাসিত দিগেরই একজন। তবুও আমি ভীত নই। আমার ভাগ্য-বিধান আমি আপনার হাতেই সমৰ্পণ করলাম। O কর্সিকান, আবেদনকারীর কথা শুনলেন, মুহূৰ্ত্তকাল স্থির ভাবে চিন্তা করলেন। সম্রাটের সম্মান, পদবী সবে অল্পদিনমাত্র তার হস্তগত হয়েছে ; তারি অঙ্গুলিনির্দেশে রাজা রাজ্যচুক্তি, . দরিদ্র ঐশ্বৰ্য্যবান, সামান্ত সৈনিক সেনাপতি পদে, গৃহস্থবধু সাম্রাজ্ঞীর সখীত্বের গৌরবে উন্নীত হচ্ছিল, তবুও তার মনে সন্তোষ ছিল না। পদগৌরবের সঙ্গে সঙ্গে যদি বংশগৌরব দান করা মানুষের সাধ্যায়ত্ত হত ! ভদ্র সন্তান