পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ e - o ৩৮শ-বর্ষ, প্রথম সংখ্য। | R @ • রাজ বান্ধবসমূহের পত্নীগণ প্রচ্ছন্ন ৰাতায়ন দিয়া উ কি দিতেছেন। দারুণ পীড়ার সংবাদে তাহাবা শৈাকবিধুব। চতুঃশালিকায় ডুদ্বিগ্ন পরিজন সকল দলে দলে দাড়াইয়া আছে। মন্ত্রীর বিমর্ষ। বিষমজবের প্রকোপ দেখিয়া ধুৈদ্যে বা ভীত । পুবোহিতগণ বিষঃ। বন্ধুবান্ধব অবসর । সামন্তবাজগণ সন্তপ্তচিত্ত । বাজার প্রিয় অধীনস্থ ভূপালগণ স্বামী ভক্তিতে আহার পবিত্যাগ করিয়া ক্ষীণদেহে অবস্থিত। . সমস্তু রাত্ৰি’জাগবণে দুৰ্ব্বলদেহ রাজপুত্ৰগণ ধরাতলে পতিত রহিয়াছেন। চামর্বধাবিণী * হতচেতনা হইয়া বিলুষ্ঠত, শিবোবক্ষণ দুঃখে ’পাণ্ডুবদন। বাজবি কক্ষেই.নিকটে কেবল অতিশয় । ঘনিষ্ঠ আত্মীয় . প্রবেশধি কাব পাইয়াছে। ● ● @ একদিকে বিমৰ্ষ বৈদ্যগণ পাকশালার, ” অধ্যক্ষকে পথ্যের বিষয়ে উপদেশ দিতেছেন,

  • > অপৰদিকে দ্রব্য গুণজ্ঞ জনসমূহ ঔষধসমূহ .

সংগ্রহে ব্যস্ত হইয়া ইতস্ততঃ ধাবিত হইতেছে । عات е - حي পীড়িত রাজা ধবল-গৃহে শায়িত। তাহাব . অতিশয় তৃষা । সেই তৃষাব কথঞ্চিং শান্তিব জন্য রাজাব সমক্ষে . একজন অনুচব আব একজন অনুচরের মুখে উচ্চ- হইতে জল প্রভাকরবর্ধনের মৃত্যু . s శీx স্থাপিত কপূর্বচূর্ণ লৈপিত হইতৃেছে। નવું적গ্রহণের জন্ত দধিমণ্ড সংগৃহীত, তাহ নর মৃন্ময়পাত্রে রক্ষিত হইয়াছে। “পুত্রের উপর পন্থলেপন করা হইতেছে। একধারে মৃণাল রাশি, সেগুলি জলী নলিনীপত্রে আবৃত। যে স্থলে পানীয়পাত্র সকল রক্ষিত ইয়াছে, সে স্থলটি নীলোৎপল সমুহে . আচ্ছাদিত । কোথাও উত্তাপে শোধিত সলিল বারিধারাপাতে শীতল করা হইতেছে। পাটল বর্ণের শর্কবাব গন্ধে কক্ষ আমোদিত । কাষ্ঠাধারে জলুপূর্ণ ‘বালুকানুিষ্মিত• e জলাধারের দিকে পীড়িত নরপতি দৃষ্ট নিক্ষেপ করিতেছেন। বহুচ্ছিদ্র জলপাত্রেব চতুর্দিকে "জলার্দ্র শৈবাল বেষ্টি ত করা হইয়াছে”। মণিপাত্রে লাজ, • শক্ত, ও কর্কশর্কর রক্ষিত। চারিদিকে শীতজনক ঔষধ প্রক্ষিপ্ত। স্ফটিক, শুক্তি, ও শখনিচয় বিবাজমান। মাতুলুঙ্গ, আমলকী,. দ্রাহ্মা, দড়িম প্রভৃতি বহু ফল সঞ্চিত হইয়াছে। নানা গ্রাম হটতে দলে দলে বুহ্মণগণ আসিয়া • কক্ষমধ্যে শjস্তিজন্ম ছিটাইতেছেন - দাসীবা বুলাটে লেপনার্থ পদার্থবিশেষ শিলাতলে চুৰ্ণ করিতেছে। , নরপতি . বিষম জুরজালায়..অনবরত্ব ঢালিয়া দিতেছে। - রাজার আজ্ঞায় বহু •পাশ্ব-পরিবর্তন কবিতেছেন। শ্যার আস্তরণু ব্যক্তিকে ভোজন করান হইতেছে। নিজে * পানভোজনে ক্ষম, অপরের পানভোজন দর্শনে কথঞ্চিং শান্তিলাভ করিতেছেন । রাঙ্গ ও অনবুরত শীতলজল পান করিতেছেন। ঠুহার পুনের জন্তু বিবিধ প্রকার পানীয় রক্ষিত হইয়াছে। জলপাত্রে তক্র ( ঘোল)” রাশিয়া পাত্রটি তুষারে ঢাকিয়া রাখা হইয়াছে। দেহে স্পর্শের জন্ত শলাকায় শ্বেত বস্ত্রখণ্ডে অনবরত লুণ্ঠনে ভজে হইয়। গিয়াছে।. পরি .চারিকাগণ চাহাঁর সর্বঙ্গে মুক্তাচুর্ণ ও চন্দন লেপন করিতেছে। অনবরত কমল, কুমুদ ও স্ট্রীবররাশি ,র্তাহার গাত্রে স্পর্শ করান হইতেছে । মস্তকে দারুণ যন্ত্রণা ; দৃঢ়ভাবে . শিরোদেশ বস্ত্রখণ্ড দ্বারা বেষ্টত। ললাটে নীল শিরারাশি প্রকটত, চক্ষুকোটর অন্তঃপ্রবিষ্ট, দস্তশ্রেণা অতিধবল,জিহবা কালিমাময় । নরপতি