পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রকান্ত মৰি । উৎক্ষিপ্ত করিতেছেন। কখনও কখনও বা ३९ অনবরত উষ্ণ নিশ্বাস ত্যাগ কবিতেছেন। উাহার বক্ষে মণি-মুক্তাহার, চন্দন, ও বেদনায় মধ্যে মধ্যে হস্ত মূৰ্ছিত হইয় পড়িতেছেন। বৈদ্যের সড়য়ে তাহাকে দেখিতেছে। তাহার কান্তি আর নাই। দেহ ক্ষীণ, নিদ্রাহীন নিশীযাপনে বিবর্ণ। জুম্ভ ও গাত্রসন্ধিতে বেদন তাঙ্গকে ব্যাকুল করিয়া তুলিয়াছে। সৰ্ব্বাঙ্গ নান রসে লিপ্ত', সজলনয়নে চামরধারিণী চামর ব্যঞ্জন করিতেছে। রাজমহিষী দেবী যশোবর্তী মুহূমুহুঃ মস্তক ও বক্ষঃস্থল স্পর্শ করিয়া জিজ্ঞাসা করিতেছেন “আর্য্যপুত্র! ঘুমাইলে কি ?" " o t নৃপতি প্রভাকরবর্দ্ধনের পুত্র হর্ষবৰ্দ্ধন পিত্নীর পীড়ারম্ভের সময় নগবে "ছিলেন না । দূতমুখে সংবাদ পাইয়া আহার নিদ্রা পরিত্যাগ করিয়া অনবরত অশ্বচালনীয় মগরে উপস্থিত হইলেন। রাজভবনদ্বারে উপস্থিত হইয় ভারতী । t অশ্ব হইতে নামিয় রাজপুৰী প্রবেশ করিতে , i 氫 , যাইতেছেন এমন সময় দেখিলেন সুষেণ নামক বৈদ্যকুমার রাজপুৰী হইতে অপ্রসন্নমুখে বুঙ্গির হুইন্স অসিতেছে । সুষেণ হর্ষবৰ্দ্ধনকে , সমস্কার করিলে হৰ্ষবৰ্দ্ধন তারাকে জিজ্ঞাসা করিলেন “মুষেণ • বাবা একুটু ভাল ত?" সুষেণ বলিল “এখনও ভাল লক্ষণ কিছু নাই। তবে আপনাকে দেখে যদি কিছু ভাল হয় ।” হৰ্ষবৰ্দ্ধনু একেবারে পিতার কক্ষে উপনীত হইয়া পিতার অবস্থা দেখিয়া শোকে মুহমান হইলেন। মস্তক ভূমিতে স্পর্শ করিয়া পিঙ্গকে প্রণাম করিলেন। ' বৈশাখ, ১৩২১ সেই ಇi হাত বাড়াইয়া “আয় বt আয়” বলিয়া শয্যা হইতে অৰ্দ্ধশরীর উত্তোল করিলেন। হর্ষবৰ্দ্ধন সসন্ত্রমে নিকটে গি। বিনয়ে অবনতশীর্ষ হইলে প্রভাকরবর্দ্ধন বল পূৰ্ব্বকৰ্তাহাকে তুলিয়া বক্ষে ধরিলেন , এব অঙ্গে অঙ্গ ও কপোলে কপোল স্পর্শ করিয়া অশ্রুপূর্ণ নয়ন নিমীলন করিয়া জবজাল ভুলিয়া , গিয়া অনেকক্ষণ ধরিয়া আলিঙ্গ করিলেন। পরে হর্ষবৰ্দ্ধন পিতৃবাহুপাশমুত্ত হইয়া মাতাকে প্রণাম করিয়া পিতার শয্যা পার্শ্বে আসনে উপবেশন করিলেন। নরপতি নিমেষবঙ্কিত নয়নে পুংকে দেখিতে লাগিলে এবং কম্পমান কর দ্বাবা পুনঃপুনঃ তনয়ে অঙ্গ স্পর্শ করিয়া ক্ষণিকণ্ঠে বলিলেন “বোগ হয়ে গেছ।” তখন হর্ষবৰ্দ্ধনের মাতুলপুত্র ভংি বলিলেন “দেব! রাজকুমার আজ তিনদি কিছু আহার করেন নাই।” তাহা শ্রবণ কবিয়া বাপরুদ্ধকণ্ঠে দী নিশ্বাস ত্যাগ করিয়া নরপতি বলিলে “বংস—তুমি পিতাকে ভালবাস তাহী,জানি তোমার হৃদয়ও অতি কোমল । তোমাতে। আমাৰ মুখ, রাজ্য বংশ ও প্রাণ অবস্থিত কেবল আমার কেন সকল, প্রজার প্রা 1 \ স্বধও. তোমার উপরই নির্ভর করিতেছে যাও, স্নানাহার কর । তুমি আহার কমিয়ে তবে আমি পথ্য গ্রহণ করিব।” হর্ষবৰ্দ্ধন কিছুক্ষণ নীরব রহিলেন। পরে পিতা পুনরায় আহার করিতে আদেশ করিলে সেই ধবলগৃহ হইতে নির্গত হইয়া নিজ গৃ:ে গিয়া কয়েক গ্রাস অনিচ্ছার সহিত আহাৰ করিলেন। আচমন করিতে করিতে চামর -:tיזאd dצה<rrotf* המאלץ לfאל alעז:tיהם אל7וק <ar+f