পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, তৃতীয় সংখ্যা to

  • এত-বড় ডাক্তার,—এতখানি মানসন্ত্রম যাহার, দে একটা গণিকার সংস্পর্শে সদৰ্পে মাথা তুলিয়া সমাজে দাড়াইয়া আছে! এতটুকু লজ্জা নাই ! আর এই নবাব জামলে— ঐশ্বৰ্য্যের যাহাব সীমা নাই, সে একজন নিঠুব দস্থ্যমাত্র ! গেরির প্রাণে যেন কতকগুলা তপ্ত লোহার শিক্‌ বিধিতেছিল । প্রাণ তাহার জ্বলিয়া থাকৃ হইতেছিল । এখান হইতে ছুটিয়া দূরে – কোন সুদূবে পলাইতে পাবিলে তবে যেন সে বাচিতে পারে । ডিউকের সহিত আলাপ হইয়াছে – সেটু আনন্দ্রে আকুল-চিত্ত নবাব পথে চলিয়াছিলেন। গেরিব প্রাণে যে ক্ষোভেব ঝড় বহুিয়াছে, তাহার এতটুকু পরিচয়ও তিনি পাইলেন না। এত সুখ নবাবেব ভাগ্যে কখনও ঘটে নাই ! এমন সম্মান-এ যে র্তাহার আশব অতীত

ছিল ! ফেলিসিয়া তাহার মূৰ্ত্তি গড়িতে চাহিয়াছে—ডিউক তঁহাকে আপনাব প্রাসাদে নিমন্ত্ৰণ কবিয়াছেন । নবাবেব চিবদিনকণব সাধ এতদিনে আজ চবম সার্থকতা লাভ করিতে চলিয়াছে। নবাবের প্রাণে আনন্দ যেন ধরিতেছে না ! ছুইজন্নে পাশাপাশি পথে চলিয়াছে ! একজনের প্রাণ আনন্দে নাচিযু চলিয়াছে, অfব একজন ক্ষোভে জালায় একান্ত সঙ্কুচিত হইয়া পড়িয়াছে। হঠাৎ নবাব কহিলেন, “এ কি—এরই মধ্যে বাড়ী এসে গেলুম ! এস গেরি, আরও একটু বেড়ানো যাক্ !* গেরি কহিল, “বেশ ত !” নবাব কছিলেন, “আজকের ভোজট ভারী বলেছিল। জেঙ্কিন্স খাসা লোক। ফেলিসিয়ার নবাব ף מס\ কি রূপ—কি শাস্ত স্বভাবটুকু ! ডিউককে বেশ দেখলুম। এতটুকু " দেমাক নেই! .পাংি—মুন্দর পারি—কি বল, গেরি ?” গেরি রুদ্ধ কণ্ঠে কহিল, “আমি ত বড় ঘোবাল দেখচি । আমার কেমন আতঙ্ক হয় ।” 鮮 "আতঙ্ক !” নবাব হাসিলেন ; হাসিয়৷ কহিলেন, “তা মনে হতে পারে। তুমি সবে পাড়াগ থেকে আসছ কি না ! থাকে{— একমাস যাকৃ—তখন তুমিও দেখবে, পারি কেমন মুন্দর ! আমারও প্রথম প্রথম তোমাব মত মনে হত !” 源 “কিন্তু আপনি না পারিতে আগেও একবাব ছিলেন ?” 驗 so "আমি ! না,—কখনও না । কে বললে তোমায় ?” “আমার কেমন মনে হল—“গেরি সংস৷ থমকিয়া থামিয়া পড়িল, পরে আবার কহিল, “ব্যাবণ হেমাবলিঙেব সঙ্গে আপনার কোন গোল আছে কি ? আপনাব উপর লোকটার ভারী আক্রোশ !” to হেমারলিঙেব নামে নবাবের প্রাণে যেন একটা বাধা লাগিল । আনন্দের স্রোতে কে যেন বিষাদের আবর্জন ঢালিয় দিল । নবাব কহিলেন, "হঁ1– আক্রোশ আছে বটুে ! কিন্তু আমি তার কখনও ক্লোন অনিষ্ট করিনি, বরং ভালই করেছি। যেদিন ভাগ্যলক্ষ্মীর সন্ধানে বেরুই, সেদিন দুজনে আমরা পুরস্পরের সঙ্গী ছিলুম-পৰ্বম্পরের বন্ধু ছিলুম । আমি তাকে অনেক সাহায্য করেছি। আমিই তাকে টিউনসে কণ্ট ক্টের কাজ পাইয়ে দি—সে কাজ দশ বৎসর চলে ।