পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্যামেরার সাহায্যে বন্যজন্তুর ছবি মিঃ এ র্যাডক্লিফ ডগমুর ক্যামের লষ্টয়া আফ্রিকা মহা প্রদেশে বৃহৎ বস্তজন্তুব ছবি তুলতে গিয়াছিলেন! আত্মরক্ষার্থে ভাঙ্গার সহিত বন্দুকও লইয়াছিলেন বটে, কিন্তু তাহার প্রধান উদেখা ছিল জীবিত বহুজন্তুৰ ছবি তোলা। সেখানে তিনি অনেক গুলি স্ব দর চিত্র তুলিতে সমর্থ ইষ্টয়াছিলেন। ফটো তুলিবার প্রণালী ইষ্টতে • পাঠক পাঠিকাগণ বেশ বুঝিতে পাৰিবেন যে, এইরূপ কাৰ্য্য , কতদূব বিপজ্জনক, ইহাতে পদে পদে প্রাণনাশেব সম্ভাবনা। এই নুতন বকমের শিকারে একজন সাধাধণ শিকারীব অপেক্ষা ও বেশী সাহস, ধৈর্য্য, সহিষ্ণুতা এবং দক্ষ ও থাক চাই। ডগমুব সাহেবের কথাই আমবা নিম্নে উদ্ধত করিতেছি । •e “প্রায় র্যাহারাই বহুজন্তুর বিষয় আলোচনা করেন, তাহারা সকলেই স্বীকার করিয়াছেন যে, সকল দেশের অপেক্ষ ব্রিটস ঈষ্ট আফ্রিকায় অধিকসংখ্যক বিভিন্ন প্রকপথ ধঠজন্তু পাওয়া যায় । আমি ও অনেকদিন ইষ্টতে এ বিষয়ের রঞ্জিত বিবরণ শুনিয়া সেই থানে ফাইতে মানস করিলাম । ক্যামের গঙ্গে লইয়া ১৯০৯ খৃঃ ৩০শে জানুয়ারী গন্ধৰ সহিত মোমবাসী হইতে যাত্রা করিলাম । " মতই ট্রেনপথে আমব দেশের অভ্যস্থরে গণেণ করিলে লাগিলাম ততই গাড়ীর "ণ হইতেই নানারকমের জন্তু দেখিতে "ী বিশেষ আনন্দিত হইলাম। প্রথম দেশভ্রমণে বাহির হইবার সময়ই এক আশ্চৰ্য্য ঘটনা ঘটিল । আমাদের পথচালক হঠাৎ একটা বিকট চীৎ কণর করিয়া উঠিল। যথার্থই অদূবে বিশগজের মধ্যেই সমীরণে আন্দোলিত তৃণরাশির উপর একটি প্রকাণ্ড গণ্ডারের ধুসরবর্ণ পৃষ্ঠদেশ দেখা যাইতেছিল। হঠাৎ ইহ। দেখিতে পাইয়াই অামি তাড়াতাড়ি সব প্রস্তুত কবিলাম । বন্দুকটি বারুদে ভৰ্বি করিতে ও ছবি তুলিবা ব জন্ত ক্যামের ঠিকঠাক করিতে আমার কয়েক মুহূৰ্ত্তমাত্র সময় লাগিল । কিন্তু সেই গণ্ডtরটি অতি দ্রুত আমাদের দিকে অগ্রসর হইতে লাগিল। এরূপ একটি প্রকাগু ভারী জন্তু এত দ্রুতগতিতে নড়িতে পাবে ইহা চক্ষে না দেখিলে কিছুতেই বিশ্বাস করিতে পারিতাম না । সে আমাদের আক্রমণ করিতে উষ্ঠত হইল। ( ১নং ছবি ) তাহার ফটোগ্রাফ তুলিবার সময় সে আমাদের নিকট হইতে ১০ গজ দূবে ছিল এবং পরমুহূর্তেই সে আমাদের দুই গুজের মধ্যেই আসিয়া উপস্থিত হইল। তারপর দুই তিনবার বন্দুক ছুড়িবার পর সে পলাই। গেল। সেইদিন এই পৰ্যন্ত । তারপর আমরা স্বকার্য্যে ব্ৰতী হইলাম । নানা বিষয় হইতে আমি বিচার করিয়া •দেখিলাম যে এ দেশে দিনের বেলা ছবি তোলা আদৌ সুবিধাজনক নহে। অতএব রাজেক্ট কার্য্য করিতে সিদ্ধান্ত করিলাম । রাত্রিকালে উজ্জল আলোকের (flash-light)