পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి: e আষাঢ়, ১৩২১ ১নং চিত্র—গ গুরি সাহায্যে ইহাদেব ছবি তোলা বড় আমোদজনক । এক রকম উপায়ে জন্থ'ম। নিজেদের ছবি নিজেরাই তোলে, অন্ত উপায়ে একজনকে সমস্ত রাত্রি জাগি থাকিতে হয় এবং জন্তুর নিকট1ন্তী হইলেই আলোকরশ্মি ফেলিয়া স্থানটকে আলোকিত কবিতে হয়। আমরা একটি ছোট খালের ধারে আমাদের ‘ কার্ষ্যক্ষেত্র নিৰ্দ্দিষ্ট করিলাম । সেখানে তাবু খাটাইয়া সিংহ ও চিতাবাঘেব আকস্মিক আক্রমণ হইতে আপনাদিগকে সুবক্ষিত কবিলাম । সেইথান হইতেষ্ট ছোট খালটি বেশ দেখিতে পাওয়া যায়। সেখানে রাত্রিকালে বঙ্গজস্তুবা জল পান করিতে আসে। ইহাব একটু দূরে আমরা দুইটি ক্যামেব লুকাইয়া রাখিয়া দিলাম এবং আলোকরশ্মির ও সবিশেষ বন্দোবস্ত করিলাম । ২নং চিত্ৰ—হরিণের দল