পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, তৃতীয় সংখ্যা সমস্তই বৈদ্যুতিক বন্দোবস্তের দ্বারা পরস্পৰ সংলগ্ন। আমরা সন্ধ্যাকালে আমাদের নির্দিষ্ট স্থানে উপবেশন করিলাম এবং রাত্ৰি * প্রায় নটীর সময় দেখিতে পাইলাম যে কতকগুলি হরিণ আলিতেছে ; তাহার। অতীব সাবধানের সহিত অগ্রসর হইল । হয়ত কোন সিংহ তাহীদের ঘাড়ে লাফাইয় পড়িবার জন্ত পাহাড়ের ছায়ার মধ্যে লুক্কায়িত থাকিতে পাবে সেইজন্ত গোল হইয়া দাড়াইয়া তাহারা ক্রমশঃ একটু একটু নিকটে আসিতে লাগিল। প্রায় এক ঘণ্টার বেশী তাহারা সব বেশ করিয়া অনুসন্ধান করিল। সেই সময় আমাদের উৎকণ্ঠার সীমা ছিল ন । তারপর তাহার ডোবার নিকট অগ্রসব হইয়া জলপান করিতে লাগিল। তখন আর আমাদেৰ আনন্দের সীমা রহিল না । কম্পি তহস্তে আমি কলটি টিপিয়া দিলাম। সমস্ত স্থানটুি আলোকিত হইয় গেল। তাহারা ভয়ে ইতস্ততঃ ছুটাছুটি কবিতে লাগিল। তাহাদের ফোটো ও প্লেটে অঙ্কিত হইয় গেল । ইহাই আমাদের আলোকের Fileio &iqa för (flash-light photo) ক্যামেরার সাহায্যে বহুজন্তুর ছবি ৩২১ পরবর্তী রাত্রে আমরা হয়েনার (গোবাঘ!) ছবি তুলিয়াছিলাম। সেবার কতকগুলি জেব্রা আমাদের সম্মুখীন হইলেও আমরা তাহীদের ছবি তুলিতে পারি নাই। তারপর আমরা র্তাবু উঠাইয়৷ উত্তৰ দিকে অগ্রসর হইলাম। সেখানে এক স্থানে সিংহের অনেক পদচিহ্ন দেখিতে পাইয়া একটি শুষ্ক নদীগর্ভের নিকটেই র্তাবু ফেলিতে মনস্থ করিলাম। প্রথম রজনী, সিংহের অবিশ্রান্ত গর্জন শুনিয়া আনাদের খুব আমোদ হইয়াছিল । পরদিন একটি সপ্তঃনিহত জেব্রা হইতে প্রায় বাবগজ দূরে দুইটি ক্যামেরা স্থাপন করিলাম। রাত্রিতে বিশেষ কিছুই ঘটিn ন। পরবর্তী রাত্রে এক আশ্চৰ্য্য ঘটনা ঘটয়াছিল । রাত্রি নয়টাব কিছুপরে একটা কৃষ্ণবর্ণ আকৃতি হঠাৎ আমার চক্ষুর সম্মুখে উদিত হইল । কোথা হইতে ইহা আসিল তাহ। আমি আদৌ বুঝিতে পারিলাম না। কিন্তু ইহা যথার্থ ই একটা প্রকাগু সিংহ । সে জেব্রার পার্শ্বে পাথবের প্রতিমূৰ্ত্তির হ্যায় নিশ্চল ভাবে দাড়াইয়া রহিল। (৩নং ছবি) ৩ নং চিত্র—জেব্রার পাশ্বে সিং

  • २ o *