পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, তৃতীয় সংখ্যা so দেখিতে আসিল। (৪নং ছবি) । আমি প্রায় অৰ্দ্ধঘণ্টা ধরিয় তাহাদের নানাপ্রকার ছবি তুলিলাম। এমন সুবিধা আমাদের ভাগ্যে খুব , কমই ঘটিয়াছিল। (৫নং ছবি) । ঐ জন্তু দর পিঠেব উপর যে পার্থীরা বসিয়া রহিয়াছে, তাহাবা তাহদের পিঠের জোক ধরিয়৷ থায় এইরূপ অনেকের ধাবণ । ক্যামেরার সাহায্যে বহুজন্তুর ছবি \రివరి একদিন একটি মৃতভুক্তাবশিষ্ট মৃগ দেখিতে পাইলাম। দেখিয়া মনে হইল যে গতরাত্রে সে নিহত হইয়াছে। আমরা সন্ধ্যার সময় সব ঠিকঠাক করিয়া সিংহের আগমন প্রতীক্ষায় বসিয়া রছিলাম। আমরা মৃত জন্তুটি হইতে দশগজ দূরে ছিলাম । ইহাপেক্ষা দূরে থাকিলে আমরা কিছুই দেখিতে পাইতাম ৫নং চিত্ৰ—সিন্ধুঘোটক না । সন্ধ্যার অন্ধকবি ঘনাই। আসিতে না আদিতে আমরা অদূরে তৃণগুন্মের মধ্যে অঙ্কুট খস্থ শব্দ শুনিতে পাইলাম। এবং শীঘ্রই কত্র সিংহের লঘু ছায়াকৃতি দেখিতে পাইলাম। তারপর অপর দিকে আর একটি সিংহ উপস্থিত হইল। এবং তারপর আর একটি। তিনটী সিংহই আমাদের নিকট হইতে ১৫গজ দূবে ছিল। আমি বৈদ্যুতিক ৬নং চিত্র—মৃতজন্তুর পার্থে সিংহী