পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, তৃতীয় সংখ্যা গান—তার গুন গুন, মঞ্জীর রুণ, রুণ, বোল—তার ফিস ফিস, চুল তার মিশ, মিশ । সেই মোর বুল বুল,— · নাই তা ব পিঞ্জর,— চঞ্চল চুলবুল পাখনায় নির্ভর । পাথ নায় নাই ফাস মন তার নয় দাস, নীড় তার মোব বুক,— এই মোর—এই সুখ । • শোক সংবাদ ৩২৭ প্রেম তার বিশ্বাস , . . প্রেম তার বিত্ত প্রেম তার নিশ্বাস o 62भ उठांद्र निडj ! তুল তুল টুক্ টুকু 2 টুক্ টুকৃ তুল তুল তার তুল কার মুখ ? তার তুল কোন ফুল ? বিলকুল তুল তুল টুক্ টুক্ বিলকুল এল্‌-বসবাই গুল! • দেল্-রোশনাই ফুল ! ঐসত্যেন্দ্রনাথ দত্ত । শোক সংবাদ রাজা স্যর শৌরীন্দ্রমোহন ঠাকুর গত ৫ই জুন, রাঙ্গা স্তর শৌরীন্দ্রমোহন ঠাকুর ৭৪ বৎসর বয়সে ইহলোক ত্যাগ করিয়াছেন ;—এ সংবাদ আমরা মৰ্ম্মান্তিক দুঃখের সহিত প্রকাশ করিতেছি। শৌরীন্দ্রমোহন ধনীর সন্তান হইয়া, জীবন কেবল ভোগবিলাসে কাটাইয়া যান নাই ;–দেশ এবং দেশবাসীর গৌরব ও কল্যাণস্বচক কৰ্ম্ম তিনি বরণ করিয়া লইয়াছিলেন। লুপ্তপ্রায় হিন্দুসঙ্গীতকলা দেশের মধ্যে পুনরুজ্জীবিত করিয়া তোলাই ছিল শৌরীন্দ্রগোষ্ঠনের জীবনের একান্ত সাধনা। র্যাহার তাহার সংশ্রবে একবার আসিয়াছেন তাঙ্গারাই জানেন যে হিন্দুসঙ্গীতবিদ্যা সম্বন্ধে তাহার জ্ঞান কি অসাধারণ ছিল,—সার জীবন তিনি কি দীর্ঘ অধ্যবসায়ের সহিত ঐ সম্বন্ধে অনুসন্ধান করিয়াছেন—প্রাচীন শাস্ত্র সাগর যেন একা একহাতে মন্থন করিয়াছেন। সঙ্গীতবিদ্যা দেশময় যাকাতে বিস্তার লাভ করে তাহার জন্ত র্তাহার কি না উৎসাহ ছিল। নিজের তত্ত্বাবধানে সঙ্গীতবিদ্যালয় খুলিয়া তিনি শিক্ষাদানের ব্যবস্থা করিয়াছিলেন ; যে সমস্ত প্রাচীন ভারতীয় বাদ্যযন্ত্রের অস্তিত্ব পর্য্যন্ত এখনকার লোকের জানা নাই এমন অনেক মন্ত্র তিনি পুনঃনিৰ্ম্মাণের চেষ্টা করিতেন—এবং অনেক স্থলে কৃতকাৰ্য্যও হইয়াছিলেন ; সঙ্গীতবিদ্য যাহাতে সহজে, বিন ওস্তাদের সাহায্যে আয়ত্তাধীন হয় তজ্জন্ত তিনি বিবিধ গ্রন্থ রচনাও করিয়াছিলেন ;– এক্ষেত্রে আমাদের দেশে তিনিই একরূপ অগ্রণী বলিলে অত্যুক্তি হয় না। “জাতীয় সঙ্গীত বিষয়ক প্রস্তাব” “যন্ত্রক্ষেত্র দীপিকা” “মৃদঙ্গমঞ্জরী” “একতান” “যন্ত্রকোষ" প্রভৃতি