পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ويوناني জোড়াসকোর বাড়ীতে এদের বন্ধু বান্ধবগণ অথবা বন্ধুপুত্রেরা অনেকে থাকিয় লেখা পড়া করিতেন। শ্ৰীযুক্ত মনোমোহন ঘোষ মহাশয়ও ইহাদের বাড়ীতে থাকিয়৷ কলিকাতায় পড়িয়াছিলেন। শ্ৰীযুক্ত রসিক লাল পাইন নামে তখন একজন ছাত্র থাকিতেন। জ্যোতিবাবু স্বপ্ন দেখিলেন যে, তিনি যেন রসিক বাবুদের বাড়ী গিয়াছিলেন, এবং দেখিয়া আসিয়াছেন যে তাহীদের বাড়ী ঘোঁসিয়া একটা আতা গাছ উঠিয়াছে ; কখনকখনও আতা শুকাইয়া শুকাইয়া তাহাঁদের ছাদের উপর পড়ে। রসিক বাবুকে এ স্বপ্নের কথা বলায় তিনি আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিলেন, “তুমি কি কবে জানলে ?” জ্যোতিবাবু একথা তাহাব বড়দাদাকে च्॥ - মনোমোহন ঘোষ ভারতী শ্রাবণ, ১৩২১ ( দ্বিজেন্দ্ৰ নাথ ) বলেন। দ্বিজেন্দ্রবাবু আবার এই কথা প্যারীচাঁদ মিত্র মহাশয়কে বলেন। প্যারীবাবু তখন খুৰ spiritualism-এর অনুশীলন করিতেছিলেন। র্তাহার মতে আত্মা শরীর ছাড়িয়া বাহির হইয়৷ কখনকখনও অন্যত্র যায়। এ স্বপ্ন বৃত্তান্তটি তিনি র্তাহার মতের পোষক প্রমাণ বলিয়া গ্রহণ করিয়াছিলেন। ঐযুক্ত মনোমোহন ঘোষ মহাশয় সম্বন্ধে জ্যোতিবাবু আবও যে দুই একটা কথা বলিয়াছিলেন তাহা এইখানে বলি।—“আমাদের যোড়াসাকো বাড়ীতে তিনি যে ঘরটিতে থাকিতেন, সেই ঘর ( তিনি চলিয়া গেলেও ) অনেক দিন পৰ্য্যন্ত “মনমোহনের ঘর” বলিয়া অভিহিত হইত। সকালে দেখিতাম, একটা ধুতি পরিয়া ও গায়ে একটা গুলবাহার চাদর জড়াইয়া তিনি পাঠা ভ্যাস করিতেছেন। কখন কখন দেখিতাম, বারাওtয় বেড়াইতে বেড়াইতে এক জায়গায় থমকিয় দাড়াইয়া মস্তক উন্নত করিয়া, পকেটে দুই হাত দিয়া, ভাবে ভোর হইয়া অ-ফুট স্বরে সেক্সপিয়ার আবৃত্তি করিতেছেন। একটা আবৃত্তির দুই একটু কথা আমার এখনও মনে পড়ে— sqi–“Nor poppy nor Mandagora" ইত্যাদি। এই কথাগুলা তিনি কতকটা সংস্কৃতছন্দের টানে পড়িতেন ;—“নর” এই শব্দটির বৃকে অকারান্ত করিয়া “নর” এইরূপ পড়িতেন, এবং সমস্তই একটু টান দিয়া পড়িতেন যথা,—“নরপপী নরম্যান্‌ ডাগোরা” —আমার বেশ লাগিত। * তখন হইতেই আমাদের রাষ্টিক উন্নতিসাধনের দিকে তার প্রবল বোকু ছিল, এবং এই উদ্বেপ্তে