পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, চতুর্থ সংখ্যা না করিয়া থাকিতে পারিত না । Lt. Ives ইংরেজী পরাইতেন । সাহেবের গলা খুব উচ্চ ছিল, যখন তিনি পড়াইতেন তখন সমস্ত হলথানি তাহার কণ্ঠস্বরে কঁাপিতে • থাকিত। একদিন কি একখানি বইয়ে Mont Blanc zool of oil Coso | Ives সাহেব একে একে সমস্ত ছাত্রকে উক্ত বাক্যের শুদ্ধ উচ্চারণ জিজ্ঞাসা করিলেন কিন্তু সকলেই বলিল, “মণ্ট ব্ল্যাঙ্ক", শেষে জ্যোতিবাবুকে যখন জিজ্ঞাস কবিলেন, তিনি বলিলেন, “ম ব্লী",—শুনিয়াই Ives সাহেব খুব প্রীত হইলেন –এবং জ্যোতিবাবু যে ফরাণী ভাষা জানেন, সাহেবের এ ধারণ জন্মিয়া গেল। কিন্তু জ্যোতিবাবু তখুন পর্য্যন্ত ফরাশীর এক বিন্দুবিসর্গও জানিতেন না। তবে তিনি কি করিয়া এ উচ্চারণ জানিলেন ? তাহার উত্তরে তিনি বলিলেন, “মেজদাদা ( সত্যেন্দ্রনাথ ) তখন নুতন বিলাত হইতে আসিয়াছেন, তাহার নিকট বিলাতের গল্প শুনিতে শুনিতে ঐ কথাটির প্রকৃত উচ্চারণ শুনিয়াছিলাম—তাহাই আমার মনে ছিল ।” যাহাই হউক, জ্যোতিবাবুব ক্লাসে একটা খুব প্রতিপত্তি হইয়া গেল। Ives সাহেবের ও জ্যোতিবাবুর উপর খুব একটা ভাল ধারণা জম্মিয় গেল। তিনি জ্যোতিরিন্দ্রনাথকে রীতিমত শিক্ষা দিবার জন্ত কত দিন তাহার বাড়ী যাইতে বলিয়া ছিলেন, কিন্তু যাওয়া ॐॉश्tज्ञ श्हेम्ना खेळ नोहे । Ives সাহেবের বাড়ী গিয়া পড়া ত দূরের কথা ক্লাসেই তিনি নিয়মিতরূপে যাইতেন • না, যদিবা যাইতেন ত পলাইয়া আসিতেন। তখন গুণেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের নীচের Ives জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি ©ፃ » একটা ঘরে ইহাদের আড বসিত, সেখানে গান বাজনা গল্পগুজব খুব পুরাপুরিই চলিত। First Year এমনি করিয়া গান বাজনা &Räfsts; otioi cool I Second Year 8 যায় যায়। পরীক্ষার সময় যখন খুব নিকটবৰ্ত্তী হইয়া আসিল, তখন খুব মনোযোগ দিয়া পড়া আরম্ভ করিয়া দিলেন । এই সময়ে শ্ৰীযুক্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিলিয়ান হইয় এবং শ্ৰীযুক্ত মনোমোহন ঘোষ ব্যারিষ্টারী পাশ করিয়া আসিয়া কাশীপুর বাগান-বাড়ীতে অবস্থান করিতে- , ছিলেন। জ্যোতিরিন্দ্রনাথও আসিয়া এই খানে ইহাদের সহিত মিলিত হইলেন। পরীক্ষা দিবাৰ ইচ্ছা ক্রমশ তাহার শিথিল হইয়া আসিল । তিনি মিষ্টার ঘোষের নিকট ফ্লরাসী শিক্ষা আরম্ভ করিয়া দিলেন। র্যার : অক্লান্ত লেখনী বাৰ্দ্ধক্য জরীর ভীষণ ভাৰ । অবহেলা করিয়া আজিও ফরাসী ভাষা হইতে অমুল্যরত্নরাজি আনিয়া বঙ্গভারতীর । সাহিত্য-মঞ্জুষ পরিপূর্ণ করিতেছে, সেই ফরাশী ভাষায় জ্যোতিরিন্দ্রনাথের শিক্ষারম্ভ হইল এই কাশীপুর-উদ্যানবাটিকায়। • মনোমোহন ঘোষমহাশয় প্রথমেই ভল্টেয়ার কৃত নাটক "সাঁজার" (Cesar) তাহাৰুে পড়ান ঃতিনি বলিলেন, তাহার প্রথম চরণের একটু অংশ এখনও তাহার কর্ণেমেন ধ্বনিত হইতেছে — 錢 “Ceasar tu vas regnier”—cierto তুভ রেঙিয়ে ; অর্থাৎ—সিজার তুমি রাজত্ব করিতে যাইতেছ—ইত্যাদি ৷ ” যাহাই হউক এইখানে জ্যোতিবাবু তাহার । মেজ বৌ-ঠাকুরাণীর নিকট বোম্বায়ের অনেক