পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

دوو হইয়াছে ; বিবাহের পরই যদি তাহাকে পত্নী ভাৰে পাইতাম তবে বুঝি সে এমন অপরূপ মূৰ্ত্তিতে মনোনয়নে প্রতিভাত হইত না ; ভারতী শ্রাবণ, ১৩২১ প্রান্তে 'লুটাইয়া পড়িল। বিগলিত হৃদয়ের অশ্রু নয়ন বহিয়া পড়িল । . অনেকক্ষণে সে চেতন পাইল, তখন সাধারণ মানবের স্তায় মানবীর আকারে সে - শত শত নর নারী বালকবালিকা সেই নদী তাহার স্ত্রীরূপে সহধর্মিণী ভাবে জীবন যাপন করিত। কিন্তু একি অপরূপ মূৰ্ত্তি ?—এ কি অভিনব অনুভব ?-লাইকা তখন মানস নয়নে দেখিতেছিল—যেন, পূৰ্ব্বাকাশ প্রান্তে এক অপূৰ্ব্ব শীতল জ্যোতিৰ্ম্ময় স্বৰ্য্যেদয় হুইয়াছে-- সাগরবেষ্টিত নদীমালিনী, শুাম কাননাঞ্চল তুষারগিরিকিরাটিনী ধরণী তাহার চরণতলে আবেশনত –চারিধারে নীল আকাশ যেন তাহাকে স্পর্শতাশায় অন্তরে অন্তরে শিকুরিতেছে।—ঘন পুঞ্জিত মেঘরাশি ললাটে রামধনুর সপ্তবর্ণ রেখা অঁাকিয় তাহার চরণ তলে লুষ্ঠিত।—কিন্তু সেই ধরণী সেই আকাশের, সেই মেঘের, সেই প্রার্থনার অনুভবের এবং স্পর্শের, সকল হইতে বিচ্ছিন্ন—বহুদূবে অতি উদ্ধে সেই আলোক কেন্দ্র ! কেহ তাহার নিকটে নাই —এক ভক্ত হৃদয় মাত্রে প্রতিভাষিত সে নবারু৭—অতি উদ্ধে জলিতেছে! তাহারই মধ্যে ও কে ?—কে ও ?—উদ্যৎ প্রদ্যোতন শতরুচি” ও কে পুরুষ না নারী?—”সবিতৃ মধ্যবৰ্ত্তিনী" ও কে দেবী ?— সে তখন বিষ্ক্যতনয়া নৰ্ম্মদার বিরাট প্রপাতের নিকট দাড়াইয়াছিল ! যেন সদ্যঃ প্রভাত দৃশু, তাহার উদ্ধে নিম্নে পার্শ্বে—, সৰ্ব্বত্র তখন মৰ্ম্মর প্লাষাণ দেহে নবেদিত স্বৰ্য্যালোক জলিয়া উঠিয়াছে—আর প্রবল ভৈরব জলোচ্ছাস রব জগতের সমস্ত শব্দকে छूवाहेब्र ब्रिांप्इ—, गाईक cनहे थनाङ স্রোতে মানে আসিয়াছে। চারিদিকে হাস্ত কলরব । সে উঠিয়া বসিল ; জলে উজ্জল রৌদ্র জ্যোতিঃ খেলিতেছে। সহসা লাইক যেন দেখিল হাস্ত জ্যোতিৰ্ম্ময়ী বালিকা আপনার বাদ্য ক্রীড়ায় চঞ্চল !—সে কে ?— ও হে! কি আনন্দ ! সে যে তাহারই পত্নী,— তাহার এই রক্তমাংসময় হস্তেই ত সেই পুষ্পকমনীয় হস্তখানি অপিত হইয়াছিল। আবার মহোৎসাহে সে চলিতে লাগিল । পথে অজস্র বাধা—সে সকলে বিন্দুমাত্র লক্ষ্য না করিয়া সে আপনার বাঞ্ছনীয় পথে চলিল । কিন্তু একটি গুরুতর বাধায় সে লক্ষ্যভ্রষ্ট झझेट, পথিমধ্যে দেখিল তাহার কল্পজন সন্ন্যাসী মিত্ৰ চলিয়াছে—তাহারা তাহকে ধরিলেন ; হরিদ্ধারে মুেলা अंबण्डज आज इंद्देशन दिर, র্তাহারা যাইতেছেন লাইকাকেও যাইতে হইবে । তখন অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও সে র্তাহাদের উপরোধ লঙ্ঘন করিতে পারিল ন,—র্তাহাদের সহিত শিবালিকের অভিমুখে চলিল !—গোমুখী ক্ষেত্রে বিরাট জ্ঞানধৰ্ম্মসভঘ, —দেখিয়া লাইক মুগ্ধ হইল। সেস্থানে আসিয়াছিল বলিয় আপনাকে কৃতাৰ্থ বোধ করিল –কিছুদিন সেই উৎসাহেই কাটল । শীতের অবসান, বসন্ত পঞ্চমী চলির গেল।-আনন্মোৎফুল্প লাইক ভাবিল যদিই • ৰ দোল পূর্ণিমায় তথায় উপস্থিত হইতে না পারি তবু মধু পূর্ণিমায় নিশ্চয়- আর বিলম্ব করিব না। মধুখতু সমাগমে প্রফুল্ল