পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5टूर्थ ग१९ji /* ون যাহা হউক ফরমিকার কপালট ভাল বলিতে হইবে। বেশীদূর ঘোরাফিরা করিবার পূৰ্ব্বেই সে দেখিতে পাইল—একটা মৃত মৌমাছি পড়িয়া রহিয়াছে। বেশ লোভনীয় খাদ্যটী! • তখনও মৌমাছিটর উদরে মধু ভরা রহিয়াছে —মৃত্যুর পূৰ্ব্বে সংগৃহীত শেষ পুষ্প সুষমাটুকু তখনও ব্যয়িত হয় নাই ; মিষ্ট মধু আমাদের ছেলে মেয়েদের নিকট যেমন লোভনীয় পিপীলিকাদের নিকটও সেইরূপ। ফরমিক বেশ পেট ভরিয়া মধু পান করিল আর দেহটা তাহাদের পরিবারের অন্তান্ত পিপীলিকার জন্য বহন করিয়া লইয়া চলিলন নিজের দেহের তুলনায় মৌমাছিটব দেহ কিন্তু অনেকগুণ ভারী ছিল তথাপুি ফরমিক তাহ অনায়াসেই পিঠে করিয়া লইয়া চলিল । নিজের দেহের যতগুণ ভারী জিনিস সে বহন করিয়া লইয়া চলিয়াছে আমরা কিন্তু আমাদের দেহের ততগুণ ভারী জিনিস তুলিতেই পারি না। অন্ত কোন প্রাণীও পারে কিনা সন্দেহ। একটা কুকুরের পিঠে যদি একটা মৃত ঘোড় চাপাইয়া দেওয়া যায় তবে কেমন হয় তার অবস্থাটা ! কিন্তু পিপীলিকার আশ্চৰ্য্য ভারবহনশক্তি ! তাহারা নিজ দেহের তিন শতগুণ ভারী জিনিস একপায় তুলিয়া ধরিতে পারে। 聽 এতক্ষণ একটু বেলা হইয়াছে ; বিবর হইতে বাহির হইবার জন্ত সমস্ত গর্তের মুখই খুলিয়া দেওয়া হইয়াছে। অসংখ্য পিপীলিকা ব্যস্তভাবে বাহিরে কাজে লাগিয়৷ গিয়াছে ! কেহ গৃহ নিৰ্ম্মাণ জন্য তৃণখণ্ড • ও ছিন্ন পত্রাদি একত্র করিয়া রাখিতেছে । কেহ ঘাসের গোড়া কাটিয়া কাটিয়া— পিপীলিকা రిస్సీ গৃহের বড়গা ইত্যাদির সংস্থান করিতেছে, আবার কেহ বা নানাপ্রকার খাদ্য সংগ্ৰহ করিয়া ভাণ্ডারে সযত্নে রক্ষা করিতেছে । ফরমিকা সংগৃহীত খাদ্য ভাণ্ডারে রাখিয়াই রাণীর, প্রকোষ্ঠে গমন করিল। সেখানে অসংখ্য শ্রমিক পিপীলিকা রাণীর সপ্তপ্রস্থত সহস্ৰ সহস্র ডিম্বের তত্ত্বাবধান করিতেছিল । প্রস্থতির ডিম্বগুলির কোনও সংবাদ নিতে হয় না। সে গুলি পর মুহূৰ্ত্ত হইতে শ্রমিক পিপীলিকাদের তত্ত্বাবধানে সংরক্ষিত ও সংবৰ্দ্ধিত হইয়া থাকে। শ্রমিক পিপীলিকার রাণীর প্রকোষ্ঠ হইতে এক একটি করিয়া ডিম্ব বহন করিয়া অন্ত প্রকোষ্ঠে স্থানান্তরিত করিতে লাগিল। এই কাজে প্রায় দুইঘণ্ট। ব্যাপৃত থাকিয়া সুকলেই শিশুগৃহে (nursery) চলিয়া গেল। সেখান হইতে টোপগুলিকে পিপীলিকা বিবরের উচ্চাংশে বিমল স্বৰ্য্যকিরণে উত্তপ্ত করিবার জন্ত বহন করিয়া লইয়া যাইতে লাগিল। কিছুক্ষণ সেস্থানে রাখিয়াই তাহাদিগকে পুনবার শয়ন প্রকোষ্ঠে লইয়৷ গিয়া যত্নের সহিত তাহদের গা চাটিয়া চাটিয়া প্রসাধন কার্য্যে ব্যাপৃত হইল । তাহাদিগকে "ঘুমপাড়াইবার” পূৰ্ব্বে প্রত্যেককে যত্নের সহিত 'খাওয়ান’ হইলু | ইহার পর ‘পিউপ’দের প্রতি মনোযোগ । ইহাদিগকেও স্বৰ্য্যোত্তাঁপে উত্তপ্ত করা হইল। সেখানে "খোলস’ ভাঙ্গিয়া কত pupaই না নূতন পিপীলিকা জীবন প্রাপ্ত হইল। এইগুলিকে শ্রমিক পিপীলিকার যত্নের সহিত চাটিয়া থাকে এবং উহাদের মধ্যে কোনটী নিজ খোলস’ ভাঙ্গিয় বাহির (larva)