পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমেরিকার বিশ্ববিদ্যালয় বাংলা দেশের কোনো অখ্যাত গ্রাম থেকে কোনো নিরক্ষর লোক কলকাতায় পৌছলে তার কাছে এখানকার ট্র্যাম্ বৈদ্যুতিক আলো, রাস্তাঘাট, গাড়ীঘোড়া, মৃবৃহৎ অট্টালিকা সমস্তই অতীব আশ্চৰ্য্য বলে মনে হয় । তার কাছে এ সমস্তই এক কল্পনাতীত রাজ্য,—সে স্বপ্নেও এত বড় বিরাট ব্যাপারের সম্ভাবনা মনে করতে পারে নাই। নিউইয়র্ক বন্দরে পৌছে Custom house কর্তাদের হাত থেকে নিস্কৃতি পেয়ে রাজপথে এসে বিদেশীকে উক্ত গ্রামবাসীর মতনই কিছুক্ষণ স্তব্ধ হ’য়ে উচ্ছসিত জনতাৰ স্রোত লক্ষ্য করতে ६छ्रे ! সহরের যে দিকেই চলি, রাজপথের স্থ ধার দিয়ে সারি সারি দোকান—তার সাজসরঞ্জাম বা চাকচিক্য দেখে বিস্মিত না হয়ে থাকা যায় না। রেল ষ্টেশনে যাই, শুনি এত বড় বৃহৎ ষ্টেশন পৃথিবীতে আর একটি নাই ; সিকাগো থেকে গাড়ী এল, শুনি বিংশশতাব্দীর লিমিটেট এই ট্রেন হচ্চে সব চেয়ে দ্রুত রেল গাড়ী ; বৈদ্যুতিক কারখানা দেখি—সেখানে খবর পাই, এত বড় বিপুল কারখানা পৃথিবীতে আর নাই ! এমনি করেই লক্ষ্মী তার ভক্ত সেবকগণের প্রাঙ্গণে আশীৰ্ব্বাদ ছড়িয়ে রেখেছেন। " সহরের সমৃদ্ধি ও বাণিজ্যের বিস্তার এক বিরাট সাধনের ফল । সমস্ত উন্নতির পশ্চাতে এক মহান সাধন ক্ষেত্র বিদ্যমান— এবং এ ক্ষেত্রে প্রতি মুহূর্তেই মহাশক্তি কাজ করচে। এখানে দেশের সহস্ৰ সহস্র যুবক বুকভর আশা ও স্বদেশপ্রেম নিয়ে কৰ্ম্মক্ষেত্রের জষ্ঠ প্রস্তুত হচ্চে ; এবং এখান থেকেই সমস্ত দেশে নবজীবনের সঞ্চাব হতে থাকে। স্বদেশের অন্তপ্রকৃতি পরিপূর্ণতা লাভের জন্ত যখন যা দাবী কবেছে, যখন যার অভাব ঘটেছে, সে সমস্ত সমস্ত য়ুনিভার্সিটি থেকে মীমাংসা করবার চেষ্ট হয়েছে। য়ুনিভার্সিটি হচ্চে দেশের হৃদপিণ্ড—এখান থেকেই রক্ত দেশের সর্ব অঙ্গ প্রত্যঙ্গে সঞ্চারিত হয়। যেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়— University town atto èso aféfos করা হয়। বিস্তীর্ণ প্রাঙ্গণ ও বাগানের মাঝে মাঝে এক একটি মুরম্য বিশ্ববিদ্যালয় অট্টালিকা স্থাপিত। বাগানের ভিতর দিয়ে একে বেঁকে রাস্তা চলেছে ; নানা প্রকার লতাগুল্ম বুক্ষে বাগানটি শোভিত —অসংখ্যক কাঠবিড়ালী নিঃসঙ্কোচে বাগানে বিচরণ করচে। চারিদিকে প্রকৃতির মধ্যে এমন একটি স্তব্ধ সৌন্দর্য্যের নিবিড় আনন্দ প্রকাশ পাচ্চে যে এই রমণীয় স্থানটি সরস্বতী বন্দনারই উপযুক্ত। এই রমণীর স্থানে শিল্পমন্দিরগুলি প্রতিষ্ঠিত। য়ুনিভার্সিটি-প্রাঙ্গণের চারিধারে ক্লাব, হোটেল, ছাত্রাবাস ; থাবার দোকান, ও গিজ্জর্ণ। দূরে কৃষিবিদ্যালয় ও ইহার অন্তর্গত স্ববৃহৎ কৃষিক্ষেত্র ; কোথাও দুগ্ধবতী গাভীগুলি বিচরণ করচে, কোথাও ছাত্রগুণ অধ্যাপকগণের