পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ চতুর্থ সংখ্যা বরাবর আকাশপথ হইতে সঞ্চারিত হইয়া নিমস্থ ভূখণ্ডেই সেই-আর্দ্রতার ধারা পুঞ্জীকৃত ও গাঢ় হইতে থাকে অথচ স্বৰ্য্যকিরণবৎ চতুষ্পর্শ্বে সঞ্চারিত হইবার জন্ত ইহার কিছুমাত্র প্রয়াস দৃষ্ট হয় না । স্বৰ্য্যরশ্মিতে যে বস্তুনিচয়ের সমবায় আছে উইতে সজীবতাব অংশই অধিক কিন্তু চন্দ্রকিরণে যে তরল বস্তুভাগ আছে উহা স্বতঃই চন্দ্র রশ্মিকে ভাবা ক্রান্ত করিয়া তুলে এবং সেই জলীয় অংশহেতুই চন্দ্রের রশ্মি বিকিরিত হইয় নিম্নভূভাগে আশ্রয় লইয়া পুঞ্জীকৃত হইতে আৰম্ভ হয়। এখন বৈজ্ঞানিকের চক্ষে এই চন্দ্র রশ্মিতে যে পরি মীণ তরল পদার্থ আছে তাহ দ্বারা এইরূপ প্রতীত হইয়াছে যে, চন্দ্রেব কিরণে সজীবতাব লেশমাত্র ও নাই কিন্তু উদ্ভিদাদির বর্দ্ধনশীল উপকরণ রহিয়াছে । এমন অনেক গাছ দেশ। যtয় কৃষ্ণপক্ষে বিশুষ্ক বিশীর্ণ হইয়া যায় কিন্তু শুক্লপক্ষের আগমেই উহাদের নষ্ট কান্তি ফিবিয়া - আসে । ইহা হইতে চন্দ্রের কিরণে উদ্ভিদাদির চিতকর জিনিস আছে বলিয়া সাধারণতঃ বুঝা যায়। সেইরূপ সুৰ্য্যের কিরণেও কোন গাছ বা দৃপ্ততঃ বিশুষ্ক গাছ যেমন কদলী প্রভূতি সজীব দেখায়। এখন কথা হইতেছে যে, সুৰ্য্যকিরণ যেমন আমরা নির পত্তিতে গ্রহণ কবিতে পাবি চাদের আলোকেও সেরূপ আপন করিয়া লইতে পারি কিন' ! এই সমস্তায় পড়িয়া বৈজ্ঞানিক ব্রায়ার কিছুকাল ইfবুডুবু থাইয়াছিলেন কিন্তু পরিশেষে একটি উত্তম সিদ্ধান্তে উপনীত হইতে পরিয়াছেন। ব্রায়ার বলেন, চন্দ্ররশ্মি জীবন সেই জন্ত চন্দ্ররশ্মি নাশক সাংঘাতিক উপায় স্বরূপ। তাহার এই মন্তব্যে দুই দল হইয়া পড়িয়াছে। আর একদল দল মুক্তকণ্ঠে প্রাচীন বিশ্বাস অনুসরণ করিয়া কহিতেছেন, আশঙ্কার কোন কারণ নাই, বরঞ্চ চন্দ্রালোকে জীবনী শক্তির স্ফৰ্ত্তিলাভ बाडौङ ख्ञांज्ञ कि छूझे झग्न नl । किङ् ७३ মতের প্রামান্ত ভিত্তি নাই তাই তাহীদের প্রতিপাদ বৈজ্ঞানিক সিদ্ধান্তের মধ্যে ডুবিয়া যাইতেছে । অষ্ট্ৰীয়ার বৈজ্ঞানিক আপনার সিদ্ধান্ত অনুসাবে কহিতেছেন চন্দ্রের প্রাথমিক উত্তেজনাই জীব প্রকৃতির বিকৃতিসাধন করে ; চন্দ্রলোকদীপ্ত প্রাস্তরে মাথ৷ পাতিয়া থাকিলে উহার আকর্ষণ প্রভাব প্রথমেই সন্মোহন জন্মাইয়া দেয় তারপর মস্তিষ্ক বিকার ঘটাইতে আরম্ভ করে । ংৰাজীতে 'লুনেসি’ (Lunacy) শব্দটবও বুৎপত্তি এইরূপ বিশ্বাসমূলক। ব্রায়ার বিরুদ্ধবাদীদেব প্রতি লক্ষ করিয়া বলিয়াছেন চন্দ্র রশ্মি যে ধবংস কারী তাহ উহার আলোক তরঙ্গের ভঙ্গীভেদ হইতেই স্পষ্ট প্রমাণিত হয় । কিন্তু ভঙ্গীহুেদ কি তাহাই জনসাধারণের দুৰ্ব্বোধ্য। ধাহ! হউক অবশেষে ইহারও সরলর্থে প্রতিপাদিত হইয়াছে। যেমন কোনও তাড়িতযন্ত্রে উত্তাপ দৃঢ়ীভূত হইয়া ইষ্টক দেওয়াল ভেদ করিয়াও অদূরবর্তী সজ্জিত কামানে অগ্নি সংযুক্ত হয় এবং তন্মুহুর্তেই কৃত্রিম প্রণালী অসুস্থত কামানে বহ্নিশলাকা প্রদানের দ্যtয় ধূমোৎদগীরণ পূৰ্ব্বক চতুর্দিক , প্রকম্পিত করিয়া অগ্নি গোল ধাবমান হয়, যেমন ভিন্ন দুই স্থানের তাড়িত যন্ত্রে সঞ্চিত সম সরঞ্জামের ফলে তা বহীন টেলিগ্রাফের কার্য্য অরিন্ধ 8እ ግ