পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8१३ g প্রাপ্ত হই তাহীও উত্তর কুরুবাসী আৰ্য্যদিগের নিকট বসন্তকালের সুৰ্য্যোজ্জল আকাশ দৃপ্তের ইতিহাসই আমাদিগের নিকট প্রকাশ করিয়া থাকে। মাধব শব্দ মধু শব্দ হইতে উৎপন্ন। মধু শব্দের অর্থ বসন্ত বা চৈত্রমাস। সুতরাং মাধব শব্দের অর্থ বসন্তকালের বা চৈত্রমাসের দেবতা । ইহার ‘নীল’ বিশেষণের দ্বারা ইনি যে নীলবর্ণ আকাশের দেবতা তাছাই বুঝিতে পারা যায়। এই “নীলাকাশ দেবতা” আমরা বসন্তকালে বা চৈত্নমাসে নীলাকাশে লক্ষিত স্বৰ্য্য বলিয়াই বুঝি। স্বৰ্য্য ও বিষ্ণু যে অভিন্ন তাহ “তদ্বিষ্ণোঃ পরমংপদং সদাপগুস্তি স্বরস্থঃ দিবীৰ চক্ষুরাততম্”—“জ্ঞানিগণ বিষ্ণুর সেই পরম স্থান আকাশে বিজ্ঞ চক্ষুব হায় সৰ্ব্বদা দর্শন করিয়া থাকেন," এই প্রসিদ্ধ বেদমন্ত্র হইতেই প্রমাণিত হয়। "নীললোহিত,’ ও ‘নীলমাধব’ শিবও বিষ্ণুবাচী হইলেও এই প্রকারে বসন্তকালীন স্বৰ্য্যেয়ই নামান্তর হইতেছেন। এই তত্ত্বট স্মরণ রাখিলে আমরা যেমন নীলপুঞ্জার প্রকৃত রহস্তোদ্ভেদে সমর্থ হইব—তেমনই দৌলোৎসব প্রভৃতি অপর উৎসবের রহস্তোদ্ভেদেও সমর্থ হুইব, , • . নীলপুঞ্জ। সাধারণতঃ চড়ক নামেই প্রচলিত। একটা গাছের মাথায় আড়াআড়ি ভাবে কাষ্ঠখণ্ড জুড়িয়া ঘুরান হয় তাহাকেই "চড়ক’ বলে বা চড়ক ঘুরান বা গাছ ঘুরানও বলে। পূৰ্বোক্ত চড়কে ঝুলিয়া যেমন গাছের চারিদিকে ঘুরা হয় তেমনই মাটীতে থাকিয়াও গাছের চারিদিকে মৃত্যগীত বাদ্যাদি করিয়া ঘুরা হয়। এই ভারতী• 極 ভাদ্র; ১৩২১ চড়ুকোৎসবটা যে বহু প্রাচীন বসন্তোৎসবেরই লুপ্তাবশেষ ; শীতপ্রধান পাশ্চাত্য দেশের May Pole বা বসন্তযুপ নামক সুপরিচিত বসন্তোৎসবের বর্ণনা হইতেই তাহার প্রমাণ পাওয়া যায়। এস্থলে আমরা ইংরেজী হইতে May Poleএর একটা বর্ণনা উদ্ধত করিয়া দিতেছি : “According to Bourne, the after part of May-day, was chiefly spent in dancing round a tall pole, which is called a May Pole, which being placed in a convinient part of the village, stands there as it were Consecued to the goddess of flower without the, least violation offered to it in the whole circle of the year.” Ref. Hone's Everyday Book-Beeton's Dictionary of Universal Information. “বেীরণের বর্ণনানুসারে বসন্তোৎসবদিবসের শেষাংশ "বসন্তযুপ নামক উচ্চমূপের চতুর্দিকে নৃত্যে অতিবাহিত হইত। এই যুপ গ্রামের স্ববিধাজনক অংশে স্থাপিত হইয়৷ তথায় বসন্তদেবীর নিকট উৎসর্গীকৃত হুইয়াই যেন দণ্ডায়মান থাকে। সমগ্র বৎসরাবৰ্ত্তনের মধ্যে ইহার পৰিত্রত অণুমাত্রও লঙ্ঘিত হয় না।" পাশ্চাত্য পুৰ্ব্বোক্ত May Pole উৎসবের উৎপত্তি সম্বন্ধে ইংরেজীতে এইরূপ বর্ণনা *ों७ग्न शांध्र--* - The celebration of Mayday probaly had its origin in the worship of Flora, who was supposed to be the goddess of flower, and whose rites were solemnized at that Season by the ancients. The earliest notice of the celebration of Mayday in this country was by the Druids, who used,