পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, পঞ্চম সংখ্যা o তাহা বুঝিতে ফেলিসিয়ার বিলম্ব ঘটিল ন৷ -সে নভেল পড়িয়াছিল, রঙ্গমঞ্চে অভিনয়ও দেখিয়াছিল—ঘূণায় তাহার আপাদ-মস্তক জলিয়া উঠিল। তাহার ঘন-কম্পিত দীর্ঘ- * শ্বাসে ডাক্তারের দুরভিসন্ধি মেঘের মত বিচ্ছিন্ন হুইয়া পড়িল ৭ "ডাক্তার আপনার অবস্থা বুঝিয়া তখনই জামু পাতিয়া ফেলিসিয়ার কাছে ক্ষমা ভিক্ষা করিল। এ শুধু ক্ষণিক মোহ মাত্ৰ ! ভ্রাস্তি,-দুর্বল,ভ্ৰাস্তি শুধু ! এমন স্নিগ্ধ সন্ধ্য, মধুর’ বাতাস, —আর সম্মুখে অপুৰ্ব্ব-রূপিনী তরুণী,—মুহূর্তের জন্ত তাহার চিত্তে বিকার ঘটিয়াছিল! সংযমের বাধ ভাঙ্গিয়াছিল! ক্ষমা,ক্ষমা কর, ফেল্লুিসিয়া ! যদি সে জানিত, ডাক্তার তাহাকে কতখানি, ভালবাসেন ! আপনার প্রাণের অধিক, জগতে তাছার যাহা-কিছু আছে, সেই সৰ্ব্বস্বেরও অধিক ভালবাসেন! দৃষ্টিতে অবজ্ঞা হানিয়া ফেলিসিয়া গর্জিয়া উঠিল,— নিলজি কাপুরুষ, এ কথা কোন মুখে বলিতেছ, তুমি ! তুমি না পিতার বন্ধু— চলিয়া যাও—এখনই আমাকে গৃহে পৌছাইরা দাও । যন্ত্র-চালিতের মত জেষ্কিন্স ফেলিসিয়াকে গাড়ীতে তুলিয়া দিল—গাড়ীতে সে উঠিয়া বসিলে, গাড়ীর মধ্যে মুখ পুরিয়া ক্ষম চাহিয়া মুছ স্বরে ডাক্তার কহিল, “এ সম্বন্ধে অার একটি কথা না । তোমার বাপের কাণে গেলে এখনই সে বেচার মারা যাবে।” ve এমন্সই করিয়া পুরুষ র্যাদ পাতে,—সরল মারী না জানিয়া সে যাদে ধরা দেয়! ফেলিসিয়া দীর্ঘ-নিশ্বাস ফেলিল। তাছার মাথা হইতে ब्रदर & 8ఫి' পা পৰ্য্যন্ত তখনও কঁাপিতেছিল। সে কোন কথা কহিল না । 蠍 3. ফেলিসিয়ার প্রকৃতি ডাক্তারের জানা ছিল। তাই সে পাষণ্ড পরদিন—যে-মুখে পূৰ্ব্বদিন বন্ধু কস্তাকে দুৰ্ব্বাক্য বলিয়াছিল, সেই মুখেই হাসি ফুটাইয়া সিবাস্তিয়নের সঙ্গে দেখা করিতে আসিল । সিবাস্তিয়ন সহজভাবে অন্ত দিনের মতই কথা পাড়িল ; ফেলিসিয়ু কথাটা তবে সত্যই তাহাকে বলে নাই ! জেঙ্কিন্সের প্রাণ জুড়াইয়া বাচিল। পিতাকে ফেলিসিয়া সে কথা বলে নাই, সত্য। নাই বলুক, সেই দিন হইতে কিন্তু তাহার চিত্তে একটা পরিবুর্তন আসিল । পুরুষকে সে ঘৃণা করিতে শিখিল, অবিশ্বাস করিতে শিখিল! পুতার উপর রাগ হইতে লাগিল, কেন তিনি তাছাকে সন্মান-রক্ষার উপযোগী শিক্ষা দান করেন নাই ! এতদূর দুঃসাহস একটা বৃদ্ধ বৰ্ব্বরের, যে তাহার অঙ্গে সে হাত দেয় ! কন্যার এ চাঞ্চল্য লক্ষ্য করিয়া পিতা ডাক্তারকে কহিল, “দেখ ত ডাক্তার,— ফেলিসিয়ার মেজাজটা ক’দিন ভাল দেখছি ন, ওর কোন অমুখ-বিমুখ ছুল না ত!” নির্লজ্জ ডাক্তার আচপল কণ্ঠে• জবাব দিল, “একটু হজমের গোলমাল হয়েছে-ওষুধ দিয়ে ঘাচ্চি, ব্যস্ত হয়ে ম৷” ৰান্ত হুইবার প্রয়োজনও ছিল না। সিবাস্তিয়নের জীবনের মেয়াদ ফুরাইয়৷ আসিয়াছিল—দুই-এক * দিনের মধ্যেই সে ইহলোকের সহিত সকল দেনা-পাওনা झुकाहेब्र णि । श्रृङ्काब्र गबच्न ७ख्ब्रट्क ডাকাইয়া কস্তাকে তাহাঙ্গ হন্তে সমর্পণ"