পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, পঞ্চম সংখ্যা স্নেহের নীড়ে আশ্রয় দিল ; আসল্প বিপদের হাত হইতে তাহাকে রক্ষা করিল। ফেলিসিয়া সম্বন পাইল। তাহার মূৰ্ত্তি-গঠন অীৰার পূৰ্ব্বের স্থায়ই চলিতে লাগিল। এই কলা-" চর্চাই তাছার জীবনের একমাত্র মুখ, একমাত্র অবলম্বন। একদিন জেস্কিন্স আসিয়া ফেলিসিয়াকে সাহায্য-দানে অগ্রসর হইলে রুক্ষ স্বরে ফেলিসিয়া সে সাহায্য প্রত্যাখ্যাম করিল। ডাক্তার ধীরপদে প্রস্থান করিলেন। ডাক্তার চলিয়া গেলে, ক্রেনমিজ মৃদ্ধ স্বরে ফেলিসিয়াকে কছিল, “বেচার ডাক্তার তোমার বাপের বন্ধু ছিল, ফেলি । তাকৈ অমন কড়া কথায় বিদেয় করাটা তোমার ভাল হয়নি—একজন পুরুষ অভিভাবক থাকাটা মঙ্গলের কথা ! হাজার হোক, তোমার বাবার বন্ধু ত ।” “বন্ধু ! ইl, বদমায়েল—” ফেলিসিয়া সহসা আপনাকে সংযত করিয়৷ ফেলিল। তাহার মনের মধ্যে রোষের যে আগুন জলিতেছিল, সে তাহাকে জোর করিয়া নিব।ইয়া দিল । ইহার পর হইতে ডাক্তার এ গৃহে আসা একেবারে রহিত করিলেন না। মাঝে মাঝে বন্ধু-কন্যার তদ্বির করিতে • আসিতেন। শিষ্টাচারের অনুরোধে ফেলিসিয়া তাহার প্রতি রোধটাকে আর উচ্ছসিত হইতে দিল না— সহজভাবেই সে কথাবাৰ্ত্ত কহিবে, স্থির করিল। ডাক্তারের মনের উপর যে পাষাণখান বন্ধুই বটে ! একটা ভণ্ড চাপিয়া বসিয়াছিল, এ ব্যাপারে সেখান অল্পে * অল্পে সরিয়া গেল । একদিন সকালে ডাক্তার আসিয়া ●नयt६ 嘎 e 8 సె) দেখিলেন, ফেলিসিয়ার है,ज्sिज्ञ পাশ্বের ঘরে ক্রেনমিজ বসিয়া আছে।" ডাক্তার তাঁহাকে অভিবাদন করিয়া ফেলিসিয়ার কক্ষে প্রবেশ করিতে যাইবেন, এমন সময় ক্রেনমিজ বাধা দিয়া কহিল, “যেয়ো না, ডাক্তার। ও ঘরে কেউ না যায়,-ফেলি মান করে দিয়েছে। আমি ভাই চৌকি দিচ্ছি ” “তার মানে ?” TDs “মান, ফেলি কাজ করছে। কেউ যেন এখন তাকে বিরক্ত না করে !” ডাক্তার নিষেধ ন মানিয়া এক প{ অগ্রসর হইলেন। ক্রেনমিজ কহিল, ন, না, যেয়ে না। আমায় তাহলুে ভারী বকবে, ফেলি * 證 “ও ত একলাই আছে ?” • “न। भवाद चैरिइन। नवाय्वत्र नृखेिं গড় হচ্ছে ।” “আশ্চৰ্য্য ! মুৰ্ছি গড়ছে ত আমার যেতে কি-” ডাক্তার গর্জিয় উঠিলেন। র্তাহার বুকে যেন একটা খোচা ফুটিল। ফেলিসিয়ার বয়স হইয়াছে, সে ত আন্ধ এখন কচি খুকীটি নহে, একটা পুরুষের সহিত নির্জন ঘরে সে একেল ! তিনি সবলে দ্বার ঠেলিয়৷ ভিতরে ঢুক্লিয়া খড়িলেন। ক্রেনমিজও,শশুকৃন্তে র্তাহার অনুসরণ করিল। .. দ্বার খোলার শৰে চুকিত হইয়া ফেলিসিয়া মুখ তুলিয়া চাহিল, তীব্র স্বরে কছিল, “এর মানে কি, ডাক্তার ? মা— ক্রেনমিজ কহিল, “আমি টের মান করেছি মা-ত না গুনে ডাক্তার জোর করে ঘরে ঢুকলেন।” - ফেলিসিয়া গৰ্জ্জিয় উঠিল, “ডাক্তার→**