পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বধ, পঞ্চম সংখ্যা लांश्ऊिँौ प्रशं*ञ्च श्रमिt८मब्र वांज़ाँ व्üनिम्नांছিলেন, তাহাৰ সঙ্গে একটি নোটুবুক্‌ থাকিত, যাহা কিছু নুতন তাহার নজরে পড়িত তাছাই সেই নোটু বুকে টুকিয় রাখিতেন । সেই বৃদ্ধের অপরিসীম জ্ঞান পিপাস ছিল। পিয়ানোর সহিত হাৰ্ম্মেনিয়মের কি তফাৎ জিজ্ঞাসা করিয়া, সমস্ত তথ্য তিনি তাহাব নোটবুকে টুকিয়া রাখিলেন। *f; “good day,” “bad day” for তিনি যখনই আমাদের এখানে আসিতেন, এক পেয়াল চা খাইতেন। জবে কঁাপিতে কঁাপিতে “উঃ”—“আঃ” করিতে করিতে যথন তিনি আসিতেন তখনই দুখিতাম, সেদিন তাব “bad day” । • তবু এমুনি র্তার জ্ঞান-পিপাসা, জবে কা তরাইতে কাতরাইতেও, নুতন কিছু দেখিলেই প্রশ্ন • করিতে ছাড়িতেন না, এবং যাহা কিছু জ্ঞানলাভ করিতেন তখনি . তাহার নোটবুকে টুকিতেন। তিনি ছেলে মেয়েদের সঙ্গে বা ক্যালাপ করিতে বড় ভাল বাসিতেন । যখনই তিনি আসিতেন, বাড়ীর ছেলেমেয়েদিগকে কাছে ডাকিয়া গল্প যুড়িয়া দিতেন। আমার সঙ্গে যখনই দেখা হইত, তিনি আমাকে বলিতেন,—“তোমার ঠাকুরদাদা v দ্বাধিকানাথ ঠাকুর মেডিকাল কলেজ স্থাপনের জন্ত কত ষত্ব ও সাহায্য করিয়াছিলেন, 5tal Medical College of Record খোজ কবিলে জানিতে পারিবে।” হাৰ্ম্মোনিয়ম প্রবর্তনেৰ পূৰ্ব্বে সমাজে বিষ্ণু রাবুর গানের সঙ্গে মান্না নামে একজন হিন্দুস্থানী সারঙ্গ বাজাইত। এই মাল্লার মত নিপুণ সারেঙ্গী কলিকাতায় তখন আব জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি g evo কেহই ছিল না। পরে হাৰ্ম্মোনিয়ম মাগিল্পে সারঙ্গ উঠিয়া গেল। ‘জ্যোতিবাবু বলিলেন ; “ইহা আমাদেব দুর্ভাগ্যের বিষয় । হাৰ্ম্মোনিয়ম যন্ত্রে হিন্দু রাগরাগিণী ঠিকমত বাজান একরূপ অসম্ভব।” - মান্নার একটা অদ্ভূত শখ ছিল। বাড়ীতে সে সদা সৰ্ব্বদা মহাদেবের মত সাপ জড়াইয়ু বসিয়া থাকিত। সাপ ও সব কেউটে গু্যেক্ষবা প্রভৃতি বিষাক্ত সাপই ছিল । সাপগুলিকে গায়ে জড়াইবাব আগে সে তাহীদের বিষদাতগুলি ভাঙ্গিয় দিত । কিন্তু ভাঙ্গিয়া দিলেও নাকি আবার ਾਂ, তই সাপের ংশনেই অবশেষে তাহাব মৃত্যু হয়। - মহাত্ম রামমোহনু রায় মহাশয়ের আমল হইতেই কৃষ্ণ ও বিষ্ণু দুই ভাই সমাজের গায়ক ছিলেন। কৃষ্ণকে জ্যোতি বাবু কখনও দেখেন নাই—র্তাহীদের সময়ে বিষ্ণুই গান করিতেন। অন্তান্ত ওস্তাদদেব গানের চেয়ে বিষ্ণুর গানই সকলে পছন্দ করিত। বিষ্ণুর গান করার একটা বিশেষত্বও ছিল । ওস্তাদের যেমন রাগিণীকে তান-অলঙ্কারে ছেয়ে ফেলে, তাহাতে রূপের চেয়ে অলঙ্কারেরই প্রাধান্ত হয়, বিষ্ণু তেমন কিছু করিতেন না। তিনি অল্প-স্বল্প তীৰ্ন দিতেন বটে, কিন্তু .তাহাতে রাগিণীর মূল রূপটি বেশ ফুটিয়া উঠিত, গানকে আচ্ছন্ন করুিয়া' ফেলিত না। ইহা ছাড়া, গানের কথার যে একটা মূল্য আছে, সেটও পূর্ণ মাত্রায় রক্ষিত হইত। সকলেই গানের স্বর এবং পদ দুইই বুঝিতে পারিত। বিষ্ণু ধ্রুপদ অপেক্ষ খেয়ালই cवनी आहण्डनं । বিষ্ণুব এই হিন্দি গান ভাঙ্গিয় সত্যেন্দ্রনাথ প্রথম ব্রহ্মসঙ্গীত রচনা