পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अvं ,ि श्रश्च ग्रश९१।। দাদারও খুব অনুরাগ ছিল। তাহার। দুজনে মিলিয়া বাড়ীতেই একটি নাটকীয় দলের স্বষ্টি করিলেন । অভিনয়, তাহার আয়োজন, অভিনয়োপযোগী নাটকনিৰ্ব্বাচন কাৰ্য্যের জন্ত একটি সমিতি গঠিত হইল । সমিতির গৃহ হইল, তাহদেরই "ও-বাড়ী”তে। assifs: alm oal Committee of five কৃষ্ণবিহারী সেন, গুণেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিবাবু, অক্ষয়বাবু (চৌধুরী; জ্যোতিবাবুর ভগিনীপতি ৮ যথ্রনাথ মুখোপাধ্যায়'এই পাচ জনে এই নাট্য সমিতির সভ্য হইলেন । কৃষ্ণবিহারী সেন মহাশর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের ভ্রাতা । জ্যোতিবাবু,পুৰ্ব্বে যখন কেশববাবুদের বাড়ীতে যাতায়াত. করিতেন, তখন হইতেই কৃষ্ণবিহারী বাবুর সঙ্গে তাহার আলাপপরিচয় । “কৃষ্ণবিহারী বাবু ইতিপূৰ্ব্বে “বিধবা বিবাহ” নাটকে পড়ুয়ার, পাঠ গ্রহণ করেন। তাই এই বিষয়ে তাস্থার একটু অভিজ্ঞতা থাকায় তাহাকে ওস্তাদ বলিয়া আমরা মানিতাম । তিনিই আমাদের অভিনয়-শিক্ষক ছিলেন ।” প্রথমে মহাকবি মধুসূদনের “কৃষ্ণকুমারী” নাটক অভিনীত হইল। জ্যোতিরিন্দ্রনাথ কৃষ্ণকুমারীর জননীর ভূমিকা অভিনয় করিয়াছিলেন। অভিনয় খুব ভালই হইয়াছিল। সকলেই অভিনেতা ও অভিনয় পারিপাট্যের খুব প্রশংসা করিয়াছিল। ইহাতে র্তাহাদের উৎসাহ আরও বাড়িয়া উঠিয়াছিল। নীচের ঘরে অহোরাত্রই—হয় নাচ, নয় গান,নয় বাঙ্ক, নয় “পঞ্চজনে”র নাট্য-সমিতিতে বাদাম্ববাদ কিছু না কিছুর একটা গোলমাল জ্যোতিরিন্দ্রনাথের জীবনস্মৃতি• প্রভৃতি ” চলিতই। বাড়ীখানি সারাদিন হান্তকলরবে ও গানগদ্যে মুখরিত হইয়াঁ থাকিত। মধ্যে মধ্যে বামাচরণ বলিয়। একজন যাত্রীদলের ছোকৃর আসিয়া নাচগানে তাহদের আমোদ বৰ্দ্ধন করিত্ব। তাহদের একটা “Eating Club”ও ছিল। সে ক্লবে পাল করিয়া এক একজনের খাওয়াইতে হইত। সে ভোজের বেশী আড়ম্বর ছিল না। লুচি কচুস্ট্র সন্দেশাদি খাইয়াই সকলুে পরম পরিতৃপ্তি লাভ করিত। ক্রমশঃ একতলার ঘরে, এইরূপ আমোদ ও রিহার্শালের মাত্রা, এত অধিক’ চড়িয়া উঠিল যে গণেন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি দোতালাবাসী অভিভাবকগণ একেবারে অতিষ্ঠ হইয়া উঠিলেন । , ফলে রিহার্শ্যালের মাত্রী কিছু কমিয়ছিল, কিন্তু ভিতরের উদ্দীপনা পূৰ্ব্ববৎই রহিয়া গেল। পরে মধুসূদনের আরও একখানি নাটক “একেই কি বলে সভ্য তা”র অভিনয় হুইয়া গেল। জ্যোতিবাবু সার্জন সাজিয়া ছিলেন। এ সব অভিনয়ে প্রধান শ্রোতার দল— র্তাহীদেরই বাড়ীর লোক, কখন কখনও দুই একজন বন্ধুবান্ধব ও নিমন্ত্রিত হইয়া আসিতেন। . . O বাড়ীর লোকে বরাবরই এ-সমস্ত ছেলেখেলা ভাবিতেন । কিন্তু এখন বেশ দেখা যাইতেছে যে এই ছেলেখেলার ভিতর দিয়া কেমন নীরবে বাঙ্গালা সাহিত্যের একটা দিক দৃঢ় ভিত্তিতে গড়িয়া উঠিয়াছিল। ইহার দেখিগেন বাঙ্গাল সাহিত্যে অভিনয়োপযোগী "নাটক মাত্র দুই তিনখানি। কিন্তু তাছাতে লোকশিক্ষার মত কোন জিনিষই নাই। আমোদের পরিসমাপ্তি আমোদে না হইয়৷