পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ, পঞ্চম, সংখ্যা • যে অধিকার করিয়াছিলেন তাহা এট ঘূর্ঘটনা জনিত অসংখ্য সভাসমিতিতে এবং তাহার স্মৃতি • রক্ষার্থ ৯ নানা পকার আয়োজনে প্রতীয়মান হইতেছে। * তাহার মৃত্যুর পর বোম্বাইয়ের “টাইমস wn of sol” foifolizā--"Lady Hardinge was cssentially a womanly woman” —একথাটি যে কতদূৰ সত্য তাহ প্রত্যেক ভারতবাসী—বিশেষত ভারতীয় নারীরা— মৰ্ম্মে-মৰ্ম্মে অনুভব করিতেছেন। બાહ বিশেষ দুঃখের কায়ণ এই যে, নারীমঙ্গল যে সকল কার্য্যে তিনি হস্তাপণ কবিয়াছিলেন তাছার কিছুষ্ট শেষ করিয়া যাইতে পাবিলেন না। ১৮৬৮ খৃষ্টাব্দে, লেডি গর্ডিং জন্ম গ্রহণ কবেন এবং ১৮৯০ পুষ্টাব্দে লর্ড তা ডংএর সহিত বিবাহ হয় । বিবাহের পর তিনি স্বামীর সহিত পারস্ত, সেণ্টপিটাস বর্গ প্রভৃতি দেশে ভ্রমণ করেন। ভারতে আসিয়া তিনি কেবল মাত্র লেডি হার্ডিং sসাময়িক প্রসঙ্গ, e (tx সভাসমিতিতে যোগদান, বিদেশে ভ্রমণ, কিম্বা পরিতোধিক বিতরণ করিয়াই সময়ক্ষেপ করেন নাই। লর্ড হার্ডিং যেমন সৰ্ব্বদা রাজকাৰ্ষ্যে নিযুক্ত তিনিও সেইরূপ নারী ও শিশুদিগকে সুস্থ ও সবল করিবার নানা প্রকার উপায় উদ্ভাবনে সচেষ্ট ছিলেন। তিনি নিম্ন লিখিত সৎকার্যের জন্ত ভারতের সৰ্ব্বত্র সুপরিচিত এবং এই সংকীর্ষ্য গুলির জন্তই তিনি ভারতবাসীর হৃদয়ের এত খানি স্থান অধিকার করিতে সমর্থ श्हेब्रl८छ्न । 4 (১) অশিক্ষিত “নাই” ও “নাস" দিগকে সেগবার্ঘ্যে স্বশিক্ষিত করিবার জন্ত বিভিন্ন প্রদেশে বিদ্যালয় স্থাপন । (২) যে সকল নারীর সাধারণ , হাসপাতালে আশ্রয় গ্রহণ করিতে আপত্তি আছে তাহাদের জন্ত গৃহে গৃহে চিকিৎসা ও সেবার বন্দোবস্ত । ( ৩ ) বিভিন্ন প্রদেশে নারী চিকিৎসালয় স্থাপন । - ( 4 ) লেডি হার্ডিংএর প্রধান কীৰ্ত্তি, দিল্লীতে সমগ্র ভারতের জন্য "নারীচিকিৎসালয়”—স্থাপন। এই চিকিৎসালয়ের ভিত্তি তিনি নিজেই স্থাপন করিয়া যান এবং এই জন্ত ১৪ ক্ষ টাকাও সংগ্ৰহ করেন । e ( e ) দিল্লিতে প্রবেশ কালে যেদিন লর্ড হার্ডিং মৃত্যুর হাত হইতে রক্ষা পান সে দিন স্মরণীয় করিবার জন্ত লেডি হার্ডিং চণ্ড হার্ডিংএর জন্মদিনে “শিশুরদিন” (“children's day”) on অমুষ্ঠিত করেন। এই দিনে বিভিন্ন সহরে ও