পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) বংশবৃদ্ধি এবং বংশরক্ষা করাই পিপীলিকা জীবনের একমাত্র লক্ষ্য দেখা যায়। এতদ্ভিন্ন উহাদের নিকট মহত্তর বা উচ্চতর আদর্শ “ আর কিছুই নাই। পিপীলিকা-শিশুকে জন্মগ্রহণের পর হইতেই এই লক্ষু্য ও উদ্দেশু অনুযায়ী শিক্ষা প্রদান করা হইয়া থাকে। জন্মগ্রহণের সঙ্গে সঙ্গেই যে পিপীলিকা-শিশু স্বজাতীয়দের প্রতি তাহার কি কি কৰ্ত্তব্য আছে সে জ্ঞান লাভ করে এরূপ" নহে, ইহুদিগকে ক্রমে ক্রমে এ সমস্ত শিক্ষা দেওয়া হয় । অতি প্রথমে ইহাব কেবলমাত্র ডিম্ব «›ïîì ( larva ) azis «šïò ( pupa ) efêî« তত্ত্বাবধান করিতে ও যত্ন লইতে শিক্ষা লাভ করে। ক্রমে বয়স ও শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহাদিগকে অপেক্ষাকৃত কঠিন কার্য্যে নিযুক্ত করা হয়। বিপক্ষকর্তৃক আক্রাস্ত হইলে পিপীলিকা-পরিবারের প্রত্যেকেই যুদ্ধার্থে সজ্জিত হইয়া থাকে কিন্তু অল্পবয়স্ক শিশুদিগকে সেই সমরস্রোতে ভাসিয়া বাইতে দেওয়া হয় না । কিন্তু তাই বলিয়৷ যে উহার যুদ্ধের সময় ভয়ে আড়ষ্ট হইয়া কৰ্ত্তব্য কর্ঘ্যে অবহেল করিবে. এরূপ নহে । যে সময় বাহিরে অবিশ্রাস্ত সংগ্রামে সৈনিক পিপীলিকার শত শত প্রাণ আহুতি প্রদান করে গৃহের ভিতরে তখন অতি স্নশ্বখলার সহিত, পিপীলিকা-শিশুরা নানা কার্ধ্যের তত্ত্বাবধান তৎপর হয়। প্রাথমিক শিক্ষা সমাপ্ত হওয়ার পর পিপীলিকা পিপীলিকা-শিশুকে শত্রু মিত্র চিনিবার কৌশল শিক্ষা দেওয়া হয় । পিপীলিকা-শি গুর যে জাতীয় শক্রকে স্বভাবতঃই চিনিতে পারে না নিম্নলিখিত বিবরণ হইতে তাহ। প্রতীয়মান হুইবে । 飘 একটা আয়নার বাক্সে মিষ্টার ফোরেল বিভিন্ন জাতীয় তিন প্রকার পিপীলিকা-শিশু আবদ্ধ করিয়া তাহদের নিকটে অন্ত ছয় জাতীয় পিপীলিকার গুটী- রক্ষা করিলেন । এই বিভিন্ন জাতীয় পিপীলিকা কিন্তু পরস্পরের জাতীয় শত্র । পিপীলিকা-শিশুর পরম্পর কলহ বিবাদ না করিয়া একসঙ্গে *গুটিগুলিকে পোষণ করিয়াছিল। শেষে গুটিগুলি ফুটিয়া উঠিলে শত্রুজাতীয় অনেক প্রকার পিপীলিকার একত্র সমাবেশ হইল । আশ্চর্য্যের বিষয় ইহাদের মনে কোনরূপ শত্রু তার কথা উদিত হয় নাই এবং ইহার একত্রে সুখী পরিবারের দ্যায় মিলিয়া মিশিয় দিন কাটাইয়াছিল। এক সঙ্গে এক স্থানে থাকিয়াৎ যে তাহদের চিরন্তনু শত্রুতার কথা বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গেও হৃদয় জগন্ধক इग्न नाई-हेशहे उशिज ॐमt१ ।। শক্ৰ-চেন, পিপীলিকাদের • শিক্ষার একটা অঙ্গ। শিক্ষা না পাইলে এই শক্ৰতা বিস্তু তাছাদের আয়ত্ত হয় না । e •পিপীলিকাদের পরিণয়-ব্যাপার অতি বিচিত্র পদ্ধতিতে সম্পাদিত হইয়া থাকে । নির্দিষ্ট কাল অতীত হইলে যুবক ও যুবতী পিপীলিকার একদিন আকাশে উড্ডীন হয়