পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ᏰᏠ করিবাৰু জঙ্গ প্রজাস্থতির কোনই ক্ষমতা নাই! ঐ পতঙ্গকে গুটীপোকার মাতৃস্থানীয় করিবার জন্ত প্রস্থতির উদ্বেগু ছিল না বলিয়৷ অণ্ডপ্রসব করিয়াই উহার মৃত্যু श्नं । o নিম্নশ্রেণীর জীবমধ্যে মাতৃস্নেহের অভাবের একটা বিশেষ কারণ আছে! এই" শ্রেণীস্থ জীবের একসঙ্গে বহুসংখ্যক সন্তানের উৎপাদন " করিয়া থাকে। সেই জু ঐ সকল সস্তানের রক্ষণাবেক্ষণের নিমিত্ত মাতৃস্নেহের প্রয়োজন হয় না অথবা এ ক্ষেত্রে মাতৃ-মেই সম্ভব' নহে। মোটামুটি দেখিতে গেলে এক একটা সন্তান উৎপন্ন করিয়া তাহার জন্ত বিশেষ যত্ন ও চেষ্টা করা অপেক্ষ এক সঙ্গে বহুসংখ্যকের স্বষ্টি করিয়া নিয়তির হস্তে তাহাদিগকে ছাড়িয়া দেওয়া, বোধ হয় প্রকৃতির পক্ষে উৎকৃষ্টতর এবং অপেক্ষাকৃত সহজসাধ্য ব্যাপার হইত। কিন্তু এরূপ বিধানের কিছুমাত্র নৈতিক ফল নাই। এই প্রকার সস্তান হইলে মাতৃভাবের বিকাশ হইবার সস্তাবনা অল্প। এরূপ অবস্থার ভাল বাসিবার, সময়, সুযোগ এবং পাঞ্জু কিছুই থাকে না .. নিৰ্ম শ্রেণীর জীবের এই ক্ষুদ্র,অসম্পূর্ণ সহজ সন্তানবাৎসল্য হইতে উচ্চতম মাতৃপ্রেমের বিকাশ সাধন করিবার পূৰ্ব্বে, প্রেমকে জগতের নিকট এধটা প্রয়োজনীয় সামগ্ৰী করিয়া, অণ্ডের সীমার বাহিরে অণ্ডপ্রস্থত সন্তানের উপর ইহার বিস্তার সাধন জন্ত প্রকৃতিকে তাহরে কতকগুলি নিয়মের পরিবর্তন করিতে হুইবে। প্রথমতঃ এক স্বদে অল্প সংখ্যক সূস্তানোৎপাদনের ভারতী আশ্বিন, ১৩২১ ব্যবস্থা করিতে হইবে। দ্বিতীয়তঃ জননীর সহিত প্রস্থত সন্তানের, এরূপ , সাদৃপ্ত থাকিবে, যেন জননী উহাদিগকে চিনিতে পারে। তৃতীয়তঃ জন্মের সময় সস্তানগণের দৈহিক অবস্থা এরূপ, অসম্পূর্ণ করিতে হইবে, যেন তাহার। তখন নিজেই জীবন 'যাত্র আরম্ভ করিতে অক্ষম হয় এবং জননীর সাহায্য প্রার্থনা করিতে বাধ্য হয় । চতুর্থত: “জননীকে বাৎসল্যের শৃঙ্খলে আবদ্ধ করিতে হইবে। প্রকৃতি বাস্তবিক এই সকল স্বন্দর নিয়মের ব্যবস্থা করিয়াছে। ঐ চতুৰ্ব্বিধ বর্ণের সাহায্যে প্রকৃতি মাতৃত্বের মুষ্টি অঙ্কিত করিয়াছে। আমরা দেখিতে পাই যে, অতি ক্ষুদ্র জীব এক সঙ্গে শত, সহস্র এমন " কি লক্ষ সন্তানও প্রসব করিয়া থাকে। এরূপ স্থলে মাতৃ-যত্ন অসম্ভব এবং মাতৃত্ব বিকাশের ঘোর ‘অমুবিধা । সেই জন্ত জীব যতই উন্নত স্তরে আরোহণ করিয়াছে তাহার সন্তান-সংখ্যা ততই কম্নিয়া আসি য়ছে।. মৎস এবং ভেক একসঙ্গে হাজার ডিম্ব প্রসব করে । উচ্চতর জীব সরীস্বপের উচ্চতর , সন্তান-সংখ্যা একশত। আর. একটু উচ্চে পক্ষিশ্রেণির মধ্যে সন্তানের উচ্চতম সংখ্যা দশ। উচ্চতম པཱུ།༢ মানবের সন্তানসংখ্যা এক। একটা বিস্তৃত যত্নকে একের উপর কেন্দ্রীভূত করিয়া প্রেমের পরিণতি সাধন এই সংখ্যাহ্রাসের উদ্দেশু। এইবার জননীর সহিত সন্তানের সাদৃষ্ঠেয় কথা। যেমন এক সঙ্গে হাজারকে ভালবাসা কঠিন, তেমনই জণুকেও ভালবাসা