পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু • * в 像 ইংরাজী হইতে তাহারা দুই বন্ধু छूहे छtन उांशी उद, কেহ কাহাকে ছাড়িয়া থাকিতে পারে না, * বেড়ানো, খাওয়া, পর, সমস্ত কাজ দুইজনে একসঙ্গে করে। কিছু পাইলে দুইজনে ভাগ করিয়া লয়, একজনকার কিছু হারাইয় গেলে দুইজনে একসঙ্গে তাহার খোজ করে । একজন হাসিলে আপরে হাসে, একজন কঁদিলে অপরে কাদে। দুটা শরীর হইলেও তাহাদের প্রাণ যেন একটি। 酸 তাহা হইলে কি হয়, একদিন হঠাৎ মৃত্যু আসিয়া একজনকে লইয়া গেল। অপরজন তাহাকে বাচাইতে অনেক চেষ্টা করিল, কিন্তু • পারিল না। তাহার মৃত্যুর পর অনেকদিন অবধি সে শোকচিহ্ন ধারণ করিল, অনেক কাদিল । শেষে ক্রমে ক্রমে বন্ধুর স্মৃতি তাহার কাছে অস্পষ্ট হইয়া আসিল । সে আবার হাসিল, আবার সংসারের কাজে নুতন করিয়া যোগ দিল । ё в কয়েক বছর কাটিয়া গিস্কাছে ; আজ . তাহার বিবাহ ; এক কলওয়ালার মেয়েকে সে বিৰাহ করিবে। উৎসবের মধ্যেও, বুে বন্ধুকে ভুলে নাই। তাড়াতাড়ি বন্ধুব সমাধির নিকট ছুটিয়া গিয়া সে ডাকিল,

  • বন্ধু, বন্ধু !” 總 繆 কোনো সাড়া নাই। দুরে ঝোপের আড়ালে চাদ উঠিল।

“বন্ধু, ও বন্ধু, বন্ধু” বলিয়া সে গুই তিনবার সমাধির উপর হাত চাপড়াইল । তবু উত্তর নাই। “বন্ধু—” @ এতক্ষণে বন্ধু সাড়া "দিল। সে বিস্মিত . হইয়া দেখিল, তাহার বন্ধু পাশে দাড়াইয়া । বন্ধু কহিল, 撥 e “কিঙ্গে, খবর কি ; আজ যে হঠাৎ—” “হঠাৎ নয় ভাই, আজ আমার বিয়ে ।” “বিয়ে ! বল কি ! এঃ, এ খবরটা আগে দিতে হয়। * তা আমাকে কি করতে । হবে বল ?” “বাং, তুমি যে এরি মধ্যে সব ভুলে গেলে । তুমি নিতবর হবে বলেছিলে যে ?” "ওহে, হ্যাঁ, . হ্যা, হ্যাঁ, ঠিক কথা । আচ্ছ একটু দাড়াও ; আমি জামা কাপড়ট পরে আসি ৷” বলিয়া সে অন্তহিত হইল ; একটু পৰেই আবার আসিল। তখন তাহার আর আগেকার বেশ নাই—সি দিব্য-বাৰু সাজিয়াছে । 影 বিবাহ হইয়া গেল । ईब्र কনেকে লইয়া বাড়ী ফিবিল। • 彎 বন্ধু কহিল, “ভাই আমি চলি" “সে কি, এর মধ্যে? একটু কিছু মিষ্টিমুখ করে গেলেন ?” ٹھوس چa; &t“ “বেশ, চল ; দিইগে ।” আমি তোমাকে পৌছে,