পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, ধষ্ঠ সংখ্যা • ইতরপ্রাণীর দ্বন্দ্বযুদ্ধ εί, এই অভিপ্রায়ে যুদ্ধে প্রবৃত্ত হয়। যুদ্ধে যে : জয়ী হয়, সেই দলের নেতা বলিয়৷ স্বীকৃত হয়। মধ্যে মধ্যে শাস্তপ্রকৃতি গাভীরাও প্রভুদের অনুকুরণে শিঙ নত করিয়া অপর গভীকে আক্রমণ করে । লোকের প্রায়ই দ্বন্দ্বপ্রিয় প্রাণীদের"লইয়া আমোদ প্রমোদ করিতে ভালবাসে । মোরগদিগের মধ্যে যুদ্ধ যদিও এখন, লুপ্তপ্রায় হইয়াছে ; তখাপি এক সময় डैश हेश्ब्राखদিগের জাতীয় ক্রীড়াবে।তুক ছিল । আজকাল যেমন ঘোড়দৌড়ে লোক ইঞ্জি রাখে, সেই রকম পূৰ্ব্বে . মোরগদিগেব যুদ্ধের ফলাফল সম্বন্ধে তাছার বাজি রাথিত । এবং বোধ হয় ইহাও সম্ভব যে, যুদ্ধের সময় মানবদর্শকগণের ন্তায় মোরগরাও • সমান কৌতুক উপভোগ করিত। চীনদেশীয় লোকেরা, বহুদিন পূৰ্ব্বেই আবিষ্কার করিয়াছিল যে বিল্লী (crickat) পতঙ্গগণ অত্যন্ত যুযুৎস্থ । তাহাদিগকে যত্নসহকারে শিক্ষিত করিতে পারিলে, ভাল মোরগের যুদ্ধ দ্বন্ধপ্রিয় পতঙ্গের দল হুঃ হইতে পারে। এখুন চীনদেশের ছোট বড় সকল গ্রামেই “crickat-club” gifois হইয়াছে ৷ প্রতিদ্বন্দ্বী পতঙ্গগণকে পিঞ্জরাবদ্ধ করিয়া টেবিলের উপর রাখা হয় । তাহারা খাচীর ভিতর হইতে কিছুক্ষণের জন্ত পরস্পবের প্রতি নিরীক্ষণ করে । তাবু পর রক্ত যখন গরম চুইয়া উঠে, তখন তাহাদের ছাড়িয়া দেওয়া হয় ও যুদ্ধ আরম্ভ হয় । to হবিণদের মধ্যেও এইরূপ দ্বন্দ্বযুদ্ধ প্রায়ই ঘটিয়া থাকে। অরণ্য ভ্রমণকারীর প্রায় জঙ্গলের ভিতর দুটি হরিণের অস্থিচৰ্ম্ম দেখিতে পান। ছুরিণদের শিঙ গুলি পরস্পর ংলগ্ন থাকে । তখন বুঝিতে পারা যায় যে এই শোচনীয় পরিণামের উৎপত্তির কারণ হবিদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ } কখনকথন ছুটি হরিণ পরম্পরের প্রতি আক্রমণ করিলে, তাহদের শিঙ, সংলগ্ন ’ হইয়া যায় । তখন আর তাহার। আপনাদিগকে মুক্ত করিতে থারে না। এবং নিরুপায় হইয়া জীবনের শেষ - মুহূৰ্ত্ত পৰ্য্যন্ত যুদ্ধ করিতে বাধ্য হয় । অবশেষে অনাহার ও ক্লাস্তি- তাহদের সকল র্যন্ত্রণার অবসান করিয়া ८ग्न ! ময়ুরগণ সাধারণতঃ তাহাদের বিস্তৃত বিচিত্র в а • লেজের জষ্ঠই বিখ্যাত।