পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@当8 o জন্তই জমিদারের অন্তঃপুরের উদেশে যাত্রা করিল। নবকিশোর, • অন্দরে গিয়া উপস্থিত হইতেই চারিদিকে একটা সাড়া পড়িয়া গেল। সকলেই এই বেহায়ার অতিসাহস দুেখিয়া মুখ চাওয়াচাওয়ি করিয়া বিদ্রুপের হাসি ও অব্যক্ত টিটকারি চালাচালি করিতে লাগিল । নবীনারা মুচকি হাসিয়া বলাবলি করিল— মাথায় যেন টনক নড়েছে। রূপসী বিয়েধরার ডাক ! হাওয়ার মুখে ছুটে চলে ! স্থির কি আঁর থাকা যায়। o নবকিশোরের তীক্ষ সচেতন দৃষ্টি হইতে এসকলের কিছুই এড়াইল না. তথাপি সে সমস্তই অগ্রাহ করিয়া সপ্রতিভ ভাবে বড় গলা করিয়া ডাকিল—ম !" নবকিশোরের বজ্ৰগম্ভীর আহবান সকল কোলাহল নিরস্ত কুরিয়া দিয়া কক্ষে কক্ষে ধ্বনিত হইল। আজ এত কাণ্ডের পর তাহার আহবানের উত্তরে গিরি তাহার অভ্যস্ত প্রসন্ন সরলতায় "কেন রে কিশোর ?” বলিয়া সাড়া দিতে পারিলেন না। তাহার আদেশে রোহিণী উপরের দালান হইতে উঠানুে দণ্ডায়মান নবকিশোরকে লিণদাদাঠাকুর, রাণীম৷ এই এ ঘরে আছেন। নবকিশোর প্রসন্ন স্মিতমুখে অসঙ্কোচ সহজ পদক্ষেপে উপরে উঠা,গিরির ঘরে গিয়া প্রবেশ করিল। গিরি তখন একখানি খয়ের রঙের শাল" গায়ে জড়াইয়া শাদা ধবধবে পুরু বিছানার উপর বড় একটা তাকিয়ায় ঠেস দিয়া বসিয়া ছিলেন; নবকিশোর গ্নিয় তাহার কোলের কাছে বসিয়া বলিল —বিপিন নেই বলে মা একবার আমার t ভারতী আশ্বিন, ১৩২১ খোজও কর না । মা স্থখন ডাকে না, তখন ছেলেই মাকে দেখতে এল। বিপিনের এগজামিনের আর বেশি দেরি নেই। নবকিশোর কথা বলিয়া বুঝিতে পারিল তাহার কথাগুলো ভারি খাপছাড়া রকমের হইল, সে কিছুতেই যেমন করিয়া বলিলে * ভালো হইত তেমন করিয়া কথা বলিত্তে পারিল না । সে তখন আনমনে গিল্লির পায়ের আঙুলের আংটি খুঁটিতে মনোনিবেশ করিল। ,গিরিও নবকিশোরের কথার উত্তরে কিছুই বলিতে পারিলেন না । তাহার কেবলি মনে হইতেছিল এ বাড়ীতে সেই দজাল মেয়েটা আছে যে এই কতক্ষণ আগে নিজে উপযাচিক হইয়৷ এই তরুণ যুবকে ডাকিতে

  • চাহিয়াছিল। এবং সেই জন্তই আজ নবুকিশোরের আগমনটা তাহার নিকট তেমন সাধারণ ধী সহজ ঘটনা বলিয়া

বোধ হইতেছিল না। নবকিশোর গিন্নির সহিত কেনোরূপ আলাপ জমাইতে না পারিয়া হঠাৎ যেন চেষ্টা কুরিয়া বলিয়া উঠিল—সন্ধ্যে হয়ে গেল, যাই একবার খুড়িমা আর মালতীর সঙ্গে দেখা করে আসি । , এ কথায় গিরির মন ভীত হইয়া উঠিল, কিন্তু তিনি নঘকিশোরকে নিষেধ করিতেও পরিলেন না। তাহার রকম দেখিয়া তিনি বুঝিয়াছিলেন ষে নবকিশোর বিদ্রোহীর ভাবে সকল বাধা অগ্রাহ, করিবার জন্ত উদ্ধত ও প্রস্তুত হইয়াই আসিয়াছে। নবকিশোর যখন দেখিল যে গিরি তাহাকে তিরস্কার বা নিষেধ কিছুই করিলেন না, তখন সে একটু