পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 w মালতী শুনিতে পায় এমন ভাবে বলিল--রাগ নল্পক অনুরাগ ! মালতীকে তথাপি নিরুত্তর দেখিয়া ক্ষমার অক্ষমা ক্রোধে উদগ্র হইয়া উঠিতেছিল। কিন্তু আজ শীঘ্র মালতীর সহিত ঝগড়া করার ইচ্ছা তাহার ছিল না ; নবকিশেjরের সহিত মালতীর আলাপটা জানিয়া লইবার আগ্রহ তাছাকে সংযত করিয়া রাখিতেছিল । রারবার তিনবার চেষ্টা করিয়া দেখ শাস্ত্রসুন্নত ; এজন্য পুনরায় কপট হাসি হাসিয়া ক্ষম যাত্রার স্বরে বলিল—ওলো ধনী মানিনী রাই, তোমার মানের গোড়ায় ছাই, আমি মান ভিক্ষে চাই; পড়ি তোমার পায় !— বলিয়। মালতীর পা ধরিতে গেল । মালতী শ্লেষকটুম্বরে বলিল—ছি। ওকি ! তোমরা সব পুণ্যাত্মা মানুষ ! মেলেচ্ছ খৃষ্টানের পায়ে ছাত দিতে আছে! মালতীকে কথা বলিতে শুনিয়া সাশ্বস্ত হইয়া সকলে তাহার সম্মুখে কাছ ঘে সিয়া বসিল । ক্ষমা বলিল—নে ভাই, তোর ঠাট্ট রাখ। আমরা আবার ধৰ্ম্মিষ্টি কিসে ? তুই ভাই, অমন করে মুখ গোমড়া করে থাকিস কেন? তোর এখানকার কিছুই পছন্দই হয় নী f g . , পাচুর মা চুপি চুপি অথচ মালতী শুনিতে পায় এমন ভাবে বলিল— কেবল কিশোর ঠাকুরপো ছাড়া।'. g মালতী তাহার ডাগর আঁথি দুটি স্ত্রণ ভৎসনায় ভরিয়া পাচুর মার দিকে চাহিতেই সে মাথা নীচু করিল। " • ক্ষম এসব যেন লক্ষ্যও করে নাই এমনি নিরীহ ভাবে বল্লি—তুমি নাকি o ভারতী' ,জাখিন, ••့် চলে যেতে চাচ্ছ? তা কিশোরদাদা কি বললে ? • মালতী বিরক্তির স্বরে বলিল—তোমাদের কিশোরদাদা বললেন, তুমি যাবজীবন এই নরকযন্ত্রণ ভোগ কর । ক্ষমা অপ্রস্তুত হইয়া বলিল—তুই অত্ব 'রেগে রেগে কথা কইছিস কেন ভাই ? 爾 পাচুর মা বলিল—ত ভাট, রাগ ত হতেই পারে, হাজার ছোক মেয়েমানুষ, নিজে থেকে মুখ ফুটে একটা কথা বল্পে, অথচ কিশোর ঠাকুরপোর কি ষে আক্কেল, স্বীকার হল না । এতে না রাগ হয় কার ? আমরা ইলে "লজ্জায় ঘেন্নায় গলায় দড়ি দিতাম ! 輯 মালতী এই প্রচ্ছন্ন শ্লেষ সহ করিতে না পারিয়া বলিতে যাইতেছিল—তোমরা “আমার ঘর থেকে দূর হও।—কিন্তু পরক্ষণেই মনে হুইল এ ঘরে তাহার কিছুমাত্র অধিকার নাই। অগত্য সে-ই সেখান হইতে উঠিয় চলিয়া গেল। ইহাদের এই সব নিষ্ঠুর নিগুঢ় সরব নীরব ঘাতপ্রতিঘাত তাহার ধৈৰ্য্যের উপর অত্যন্ত বেশি অত্যাচার করিতেছিল । 龜 . মালতী চলিয়া গেলে ইছারা মুখ চাওয়াচাওয়ি করিয়া হাসিয়া উঠিল। পাচুর ম৷ হাব্লিয়া বলিল-ইস! দেমাক দেখে রাচিনে! উৰু যদি নিজের চালচুলে থাকত। পাচুর মা এমন ভাবে কথাটা বলিল যেন তাছাদের সকলেরই চালচুলে যথেষ্টই छोप्टक्नु । 發 龜 ক্ষম বুলিল—চ চ, দেখি ছড়ি কোথায় গেল । ওকে সহজে ছাড়া হবে না।