পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏬᏱᏜ 尊 ভারতী দিন একটা উড়ে ভ}রী ঘর হইতে জলের . ঘড়াটা জোর করিয়া লইয়া চলিয়া গেল। এমনি কতদিকে, "যে কত উৎপাৎ তাৰ ঠিক নাই, নিরুপায় বলিয়া কেহ তাহাকে ক্ষমা করিত না । মুক্তি মুখটি বুজিয়া সমস্ত সহ করিত ! . শেষে আর উপায় না দেখিয়া বামার মা একদিন মুক্তিকে বলিল—“ম, এক ' কাজ করবি, আমার সঙ্গে পান ৰেচতে যাবি?” . সকলে আপিসের সময় বামার মার’ পানের দোকালে ভারি ভিড় হইত। সে একলা' সকলকে পান জোগাইয়া উঠিতে পরিত না । তাড়াতাড়ির সময়, বাবুরা যে দুদণ্ড দাড়াইয়া পান লইবে তা হইত না, অনেক খরিদার ফিরিয়া যাইত। সেই জন্ত আশ্বিন, ১৩২১ টান, তার সেই শুষ্ক করুণ মুখখানির উপরে টান-টানা দুইটি চোখ স্থির হইয় ভাসিতেছে—শুধু এইটুকু দেখা যাইতেছিল। মুক্তি স্তব্ধ হইয়া একদৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়া ছিলণ, তার মনটা চারি দিককার নূতন জিনিস দেখিবার জন্ত উৎম্বক হইয়া উঠিতেছিল, কিন্তু তার অনভ্যস্ত চোখ মনের সেই ঔৎসুক্য নিজের মধ্যে কিছুতেই জগাইয়৷ তুলিতে পারিতেছিল না ;–তার চোখ যেন স্বপ্ন দেখিতেছিল। এবং ... তার দৃষ্টির সেই করুণ নীরবতার উপরে তার বোবা-হৃদয়টির আভাস থাকিয়া থাকিয়া ভাসিন্ধু উঠিতেছিল। ' भूखि ७गन खस्रगङ्ग श्हेब्र प्रशङ्गे श्हेछ। বসিয়াছিল যে রাজ-পথের চারিদিকার বামার মার এনে হইতেছিল যদি এই চঞ্চলতা ও বিরাটত্তার মধ্যে তাহাকে খুজিয়া সময়ে মুক্তি আসিয়া, একটু সাহায্য করে ' t:স্তা অনেকটা সুসর হয় । . • নিমজ্জমান ব্যক্তি যেমন কুটাকে আশ্রয় করে মুক্তি পান-বেচিবার প্রস্তাবটা তেমনি করিয়া গ্রহণ করিল। 源 g @ 最 避 বড় রাস্তার ধারে প্রকাণ্ডু একখানা

  • াওয়া দায় । কিন্তু তবুও তার আবির্ভাবে আশেপাশে চারিদিকে একটা চঞ্চলতার ঢেউ বহিয়া গেল। অনেকের উৎসুক দৃষ্টি তার উপরে বারে বারে পড়িতে লাগিল । আপিসের - বাবুরা দোকানের ধারে এমন করিয়া ভিড় করিয়া দাড়াইল যে সেই ভিড় দেখিবর জন্তই লোকের ভিড় জমির

বাড়ির গায়ে ছোট্ট একটু রক-তারই গেল ।. মুক্তির -ছাত হইতে পান লইবার এক , কোণে ছিল . বামার মার• পানের জন্ত কাড়াকড়ি পড়িয়া, গেল । সে দিন দোকান। দোকানের সরঞ্জাম বিশেষ কিছু বাবুদের আপিস যাইবার তাড়াতেও একটু ছিল না ;- একটি ড়ি দিয়া বাধা ভাঙা শৈথিল দেখা গেল, পান না লইয়া কেহ টুনের বাক্স এবং তার ভিতর কয়েকটি নড়িল না, এবং পান হাতে লইয়াও বন্ধুর গোল গোল টিনের কৌটা। রামার মার জন্য অপেক্ষা করিতেছি এই অছিলায় পাশে একটুখানি জায়গা করিয়া মুক্তি অনেকে দাড়াইয়া রহিল। ७मन७ ੇ। ষে স্লেই দোকানে আসিয়া বসিল। মুক্তির অপেক্ষা করিতে করিতে তাহদের হাতের ছিন্ন মলিন বস্ত্র, কপাল অবধি ঘোমটাটুকু পান ফুরাই গেল, এবং আবার পান