পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৬২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t জবাব , । t - (জাপানি গল্প অবলম্বনে ) তার নাম কোয়াঞ্জি। সে ছিল নট ;–

  • নৃত্য করা তার ব্যবসা । রাজারাজড়ার সভা ছাড়া সে কোথাও নাচত না ; তার নাচ

দেখবার জন্তে লোকে যেন পাগল হয়ে থাকত, এমনি চমৎকার তার নাচ । t পুরাণের গল্প মিয়ে সে তার মৃত্য রচনা করত। সেই জন্ত দেবদেবীর মতো তাকে সাজসজ্জা, তরত্বে হত –তাদের মুখের মতে মুখস পরতে হত। & সেই সময় আর একজন লোক ছিল তার মাম জেঙ্গোর। মুখস তৈরি, কবা তার ব্যবসা। তার মতন এমন চমৎকার মুখস দেশের মধ্যে কেউ তৈরি করতে পারত না? কোয়াঞ্জির যখন য়ে মুখসের দরকার হত এই কারিগরের কাছ থেকে তৈরি করিয়ে নুিত। জেঙ্গোরার হাতের মুখস পরে সে যখন নৃত্য-সভায় এসে দাড়াত—তখন লোকে অবাক হয়ে তার পানে চেয়ে থাকৃত। ঠিক মনে হত যেন সেই পুরাণের গল্প থেকে মরা-লোক উঠে এসে সামনে দাড়িয়েছে। . জেঙ্গোবার মুখদের • বাহাদুরিতে’তার নাচ আরো জন্মে উঠত। sty ை. с» 4 . জেঙ্গোর কারিগর ভালো ছিল বর্টে কিন্তু .তার একটা দোষ ছিল—সে ভয়ঙ্কর মাতাল ! মদ পেলে সে আর কিছু চাইত না-হাতের কাজ তার মাটিতে গড়াগড়ি যেত্ব & কেউ কিছু কাজ দিতে এলে সে প্রায়ই ইনকয়ে দিত—কিন্তু কোয়াঞ্জির উপর অর একটু মনের টান ছিল। কোয়ামির মাচ সে .দেখেচে । সে মনে মনে বলত—ই কোয়াঞ্জি একটা লোকের মত লোক ;—কারিগর বটে ! সেই জন্ত কোৱাৰি কোনাে একটা মুখস তৈরি . (5) করতে দিলে সে কোনো রকমে মদের নেশা ঠেলে ঝেড়েবুড়ে উঠে বসত ;– কোয়াঞ্জির জষ্ঠ মুখস তৈরি করতে করতে মদের নেশার মতোই একটা মেীতাত তা লেগে যেত। কিন্তু একবার একটা উৎসবের সময় ভারি বাধল —মদের নেশা জেঙ্গোরাকে কিছুতেই ছড়িতে চায় না। উৎসবে একটা . নতুন রকম নীচ নাচবে বলে কোরাঞ্জি একটা মুখস তৈরি করতে দিয়েছিল, কিন্তু সেবার কি-যো হল জেঙ্গোরার কাজের প্রতি কোনো উৎসাহই দেথা শেল না। দিনে প্লর দিন যায়, উৎসব ক্রমেই ঘনিয়ে আসচে, তবুও জেঙ্গোর অচল । তার স্ত্রীপুত্র সবাই মিলে তাকে বলতে লাগল, কিন্তু সে ঘুেমন নেশায় ভোর হয়ে ছিল তেমনি ভোর হয়ে রইল। শেষে যখুন উৎসবের আর ছদিন মাত্র বার্কি তখন কোয়াঞ্জি নিজে এসে সাধ্য সাধন করতে লাগল। কোয়াঞ্জিকে দেখে জেঙ্গোর উঠে বসল বটে কিন্তু তার হাত তখনও নেশায় কঁপিচে । . সে ভালুে করে বাটালি ধরতেই পারলে না। যুই হোক, ছুদিনের ੇਖੋ কোনো-র কমে সে মুখসট ৈ pরি করে ফেরে। s' উৎসবের দিন সন্ধ্যাবেগ, জেঙ্গোর তার "ছেলেকে সঙ্গে নিয়ে, মুখসটা হাতে করে কোয়াঞ্জির ধাড়ি গেল। কোয়াঞ্জি তাড়াতাড়ি তার হাত থেকে মুখসটা নিয়ে নিজের মুখে একবার পরে দেখলে - .. • কিন্তু মুখসটা বড় হয়ে গেছে—এত বড় হয়ে গেছে নে মুখে থাকে না, ঢপঢ়ল করে খুলে পড়ে । g