পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@b" • ডাক্তার আসন গ্রহণ করিয়া কহিলেন, “তুমি দেখচ, আমার ব্যবহার।. তুমি যে এই তোমার আত্মীয়দের ছেড়ে নিজের গে-ভরে এতদূরে এসে রাসা নিয়েছ, তবু দেখ, আমরা এখানেও তোমায় দেখতে আসছি। আমার এতে মাথা হেট হয়, তা জাৰ্মা ! মত বড় বড় ঘরে আমুর কাজ—আমায় এখানে নিত্য আসতে দেখুলে লোকে কি ভাববে,-কিন্তু কিনকরব ? না এলে তোমার মা ওদিকে কেঁদে ৰৈটে অনর্থ বাধিয়ে দেয় । তাই ন৷ এসেও পারি না।” . . g ক্তার জেষ্কিন্স ঘরের চারিদিকে একবার য়া দেখিলেন । বালি চূণ-খস দেওয়াল, রর• মধ্যে দুই-চারিখানা ,জীর্ণ চেয়ার, একটা ছোট টেবিল, একখানা খাট, নূতন , একটা ক্যামেরা, ইহাই গৃহের প্রধান আসবার পত্র । এক কূেণে ধূলি-মাখ ছোট একটা জৰ্ম্মান ষ্টেভু পড়িয়া আছে, তাহারই পার্থে লোহার একটা ছোট কেট্‌লি। পরে অঁদ্রের , পামে তিনি চাঙ্গিলেন । শীর্ণ দেহ, পাণ্ডু মুখ, দাড়ি কবে কামনে হইয়াছে, ঠিক নই, —খোচা খোচ কাটার মত সেঞ্চল আবার দেখা দিয়াছে। চোখে দারিদ্র্যের ছায়ার মধ্য হইতে একটা ‘উজ্জলত উকি দিতেছে। জেস্কিন্স বলিলেন,"শোন আমার কথা । যেদিন তোমার মাকে, আমি বিবাহ করেছি, সেই দিন থেকেই তোমাকে আমি নিজের ছেলের মত দেখে আসছি। আমার সঙ্গে থেকে তুমি কাজ কর, আমার এই ধরগুলো হাত করে নাও, ডাক্টারি করে ভদ্রলোকের : মত থাক, এই আমার ইচ্ছা ছিল । তোমার মারও সেই সাধ। কিন্তু তুমি,—কোন, কথা ভারতী , বৈশাখ, ১৩৭১ নেই, বার্তু নেই, কাকেও কিছু না বলে সটান আমার বাড়ী থেকে চলে এলে! লোকে এতে কি ভাবচে, বল দেখি । শুধু অীমায় অপদস্থ করা ! লেখাপড়া ছেড়ে দিলে, নিজের ভবিষ্যৎটা ঘাটি করলে— সব খোয়ালে। কেন ? না, যাতে পয়লা নেই, নাম নেই, ইজ্জৎ নেই, দুনিয়ার যত হতচ্ছাড়া বখা নিষ্কৰ্ম্মাগুলো যা করে দিন গুজরান করে, সেই হাভাতে পেশা নেবে, ঠিক করেছ ! ছিঃ !” இ. ' এ কাজে আমার আনন্দ হয়, করে মুখও পাই। আর এতে পয়স,নেই, তাই বা আপনাকে কে বললে! মান খুবই আছে।”.' জেস্কিন্স ভ্রাঁকুটি করিয়া কহিলেন, “ছাই আছে! আমায় আর তুমি বুঝিয়ে না— আমার কিছু জাৰ্মতে বাকী নেই।• সাহিত্যচর্চায় আবার ইত্বং I ও সব পাগলের কথা ! যাক, শোন, মামি কি বলতে এসেছি। ও-সব লক্ষ্মীছাড়া খেয়াল ছাড়,—আমার পরামর্শমত কাজ কর, মান, সন্ত্রম—সব হবে । একটা মস্ত সুযোগও উপস্থিত, হেলায় হারিয়ে না । আমি বেথলিহাম আতুবাশ্রম খুলেচি, জান ত! এত বড় সদনুষ্ঠান একশো বছরের মুধ্যে কারও মাথায় আসেনি, তাঃ জানো ! এ কথা আমার কথা নয়, খবরের কাগজে অবধি লিখেচে । এর জন্ত শর্তেরাষ্ট্রে বিস্তর জমি কেন হয়েছে, কাজও সেখানে মুরু হয়েছে। আমার ইচ্ছ, সেখানকার ভার তুমিই নৃাও, তুমি সেখানকার কৰ্ত্ত হবে। তোফ বাড়ী পাবে, লোকজন পাবে। একবার"শুধু তুমি রাজী হও—আমি গিয়ে নবাবকে এখনি বলচি—আমার কথা সে তখনই রাখবে।”