পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮। বর্ষ, প্রথম সংখ্যা “বিজয়ার দিন প্রাতে আমাদের বাড়িতে বিষ্ণু গায়কের বিজয়া গান হইত। আমরা সকলে বসিয়া শাস্তুির জল লইতাম তারপর,প্রতিম বাহির করা হইত। অপরাহ্নে আমরী অভিভাবকগণের সহিত ৬প্রসন্নকুমার ঠাকুরের ঘাটে বসিয়া প্রতিমা • ভাসান দেখিতাম । প্রতিমা-বিসর্জনের পর বাড়ী আসিয়া বড়ই ফাক ফাক ঠেকিত—মনটাও কেমন একটু খারাপ হইয়া যাইত । e “এই দুর্গোৎসবে – দেব,মানব ওঁ দানব এই তিন ভাবের দৃশুই দেখা যাইত। বিজুয়ার দিন, সকল শক্রতা ভুলিয়া বন্ধু বলিয়া আলিঙ্গন, উকজন বলিয়া প্রণাম ও পদধূলি গ্রহণ এবং কনিষ্ঠদিগকে প্রাণ ভরিয়া আশীৰ্ব্বাদেব যে ধুম পড়িয়া যাই ত—আমার মনে হয় এ একটা স্বৰ্গীয় ভারের প্রেরণা। মানব ভাব,-যেমন কোন আত্মীয়াব আগমনে, ও বিদায়কালে অশ্রুপতি । দেবীকে “মা, ম|” বলিয়া ডাকিয়া ভক্তিগদগদ চিত্তে সাষ্টাঙ্গে ভূমিষ্ঠ গুণাম করিয়া হৃদয়ে কি অপূৰ্ব্ব আনন্দ ও প্রতি জন্মিত তাহা কথায় বলা যায় না । এইরূপে হৃদয়ের কি এক অপূৰ্ব্ব কোমলতা ৰিকাশিত হইত ! অপর দিকে চালচিত্রঅঙ্কনে ও প্রতিমানিৰ্ম্মাণে চিত্রশিল্পের & ভাস্কৰ্য্য বিষ্কারও একটা উন্নতি পরিলক্ষিত হইয়া আসিতেgছ। কৃষ্ণনগরের কুমোর পটুয়াদের এ বিষয়ে" এত উৎকর্ষ লক্ষ্মভের ও ইহা একটা প্রধান কারণ বলিয়। আমার মনে হয় । এই উৎসবে, মানুষের হৃদয়ে দেবভাব ও মানব-ভাব যেমন উদ্বোধিত হয়, দানব: ভাবওঁ তেমনি আর-একদিকে দৃষ্ট হয়। পূজার আরম্ভ হইতে চতুৰ্দিবসব্যাপী মদ্যের ছড়াছড়ি। জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতি 酸 Wr@ টেকচাঁদ ঠাকুর ঠিকই লিখিয়া গিয়াছেন “সিদ্ধিরস্তু" শুধু নয়, “অ-আ” পৰ্য্যন্ত গড়াইত । দ্বিতীয়তঃ পশু বলিদান, সে এক বীভৎস ব্যাপার! বড় বড় মহিষ ছাগ খুভূতির রক্তে পূর্ণাঙ্গনে রক্ত বস্তু বহিয়া যাইত,—এই রক্তকমিক্ত স্থান, দেখিলে মনে এক অতি নিষ্ঠুর দানব ভাব জাগিয়া উঠিত সন্দুে_aছ। আমাদেব বাড়ীতে অবশু পশুবলি হইত ন}, কুম্ভ বলিতেই কায হইত। 拳 • “পূজার সময় আমার পিতৃদেল ক্লখনও বাড়ীতে থাকিতেন না। কোথাও ভ্রমণে বহির্গত হইতেন । কোথা ও না જૂછાસ ভার আমার দুই কাক স্বৰ্গীয় গিৰীন্দ্রনাথ ও নগেন্দ্রনাথ ঠাকুর মহাশয়দের উপরই.ইস্ত থাকিত । “মেজ’ কাকু ( ৮গিবীন্দ্রনাথ ) বিজ্ঞানে বিশেষ অনুরাগী ছিলেন। তাহার একটি । e পরীক্ষাগাব ( Laboratory ) ছিল, তাহাতে , Battery of alaifo is so তাহা দ্বারা-তিনি অনুেক বিষয়েব রাসায়নিক বিশ্লেষণ ও পরীক্ষা করিড়েন। তিনি খুব । ভাল গান রচনাও করিতে • পারিতেন। তাহার রচিত “বাবুবিলাস” নামে যাত্রা, আমাদের, বাড়ীতে অভিনীত হইয়াছিল। আমবা তখন খুধু ছেট উকি ঝুকি মারিয়া দেখিতাম মনে মুছে উদ্যানরচনাতেও তাহার খুব বৈাক ছিল। শেষোক্ত সর্থটি শেষে গুণদাদাতেও (তার 'পুত্র ঐযুক্ত গুণেন্দ্রনাথ ঠাকুর মহাশয় ) বুর্ভাইয়াছিল। তিনিও খুব সুন্টররূপে , বাগান গড়িতে পারিতেন । so “ছোট কাকামহাশয় e/নগেন্দ্রনাথ