পাতা:ভারতী ১৩১৮.djvu/১০৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ও ৩৪ তাই বোধ হয় দেখতে তার মা পাঠিয়েছিল।” বিশ্বেখর আব কিছু বলিল না। একটু অন্ত মন ভাবে আহার সমাধা করিয়া শয়ন কক্ষে । প্রবেশ করিল। - কি একটা সমস্তার মীমাংসায় মন চঞ্চলভাবে এদিক ওদিক করিতেছিল । । অন্নপূর্ণ ডাকিয়া বলিলেন “প্রদীপে তেল নেই হয় ত,—হাতে করে আনত বাবা, জেলে 预1” “আমি এখনি শোব, আলোর দরকার নেই।” বলিয়া বিশ্বেশ্বর শুইয়ু পড়িল। কুটিল তর্কটাকে "অসম্ভ৭’ বলিয়া দূরে সরাইয়া দিয়া পাশ বালিশট কাকড়াইয়া ধরিয়া নিদ্রার চেষ্টায় ব্যাপু ত হইল । প্রত্যুষে উঠিয়া মুখে চোথে জল দিয়া প্রথমে কি করিবে ভাবিয়া লইল । একবার তুমিত লোচনে ইদানিং তাছার হস্তস্পর্শশুষ্ঠ পুস্তক রাশির প্রতি দৃকপাত করিল। শয্যায় বসিয়া একবার অন্তমনস্ক ভাবে মস্তকের নিকটস্থ তাকের প্রথম পুস্তক থান টানিয়া লইয়tষ্ট বিস্মিত হইয়া দেখিল, এথান। ইংরাজী দর্শনশাস্ত্র, সংস্কৃত সাহিত্যের উপর কে অনিয়: রাখিয়াছে । এ কার্য্য কখনই তাহার কৃত নয়, মাণিমা ও এ ঘরে কখনও আসেন না । পুস্তকের উপরের মলাটখানা ও একটু উচু,–যেন তাঙ্গার ভিতরে কিছু লুক্কায়িত আছে । বিশ্বেশ্বর মলাট খান উল্টাইভেষ্ট দেখিল একথান। চিঠি। উপরে মেয়েলি অক্ষরে লেখা “প্রযুক্ত বিশ্বেখর মৈত্রের শ্রীচরণেষু।” একি ? এ পত্র কে লিখিলে ? ত্বরিত হস্তে পত্রের আবরণ থানা ছিড়িয়া ফেলিয়া পত্র খুলিয়৷ পাঠ করিতে লাগিল। কয়েক ছত্র পড়িয়াই অধিকতর লিম্মিত হষ্টয় পড়িল, হস্ত ও डांब्रडौ । ফাল্গুন, ১৩১৮ মস্তিষ্ক নানা ভাবনীয় চঞ্চল হই পড়িতে লাগিল, চেষ্টা দ্বারা ঈষৎ প্রকৃতি হই। আবার প্রথম হইতে পড়িতে আরম্ভ করিল *শভকোট প্রণামান্তর নিবেদন । আপনি এই পত্র খান পুড়িতে গিয় প্রথমেই বিস্ময়েব সহিত ভাবিবেন কে লিখি য়াছে, হয়ত নামও অনুসন্ধান করিতে ব্যস্ত হইয়া উঠিবেন । সেই জন্ত পত্রের প্রথমেষ্ট আপনাকে জানাইতেছি, আমি সতী। অনেক কথা লিখিব বলিয়া পত্র থান লিথিতে বসিয়াছি কিন্তু এখন ও স্থির করিয়৷ উঠতে পারিতেছি না কি লিখি ! লিখিবার অনেক আছে" বটে কিন্তু প্রথমে কি কথ বলিয়া আরম্ভ করি । প্রথমেই কি লিখিতে কি লিখিব বলিয়া ভয়ে প্রাণ অবসর ছষ্টয়া যাক্টভেছে, কিন্তু আমার আর এমন কিসেব লজ্জা ! যtষ্ঠ কলমে আসিবে তাছাই লিথিয়া যাই ; কোনটা গোড়ায় কোনটা শেষে বলিলে ভাল হয় তাহার বিচারেব চেষ্টা কেন করি! আপনাকে আমি এ পত্র লিখিতাম না, আমি যে কাৰ্য্য আজ করিব তাঙ্গাব সাফাই গাছিয়া রাখিবার আমার কোনই প্রয়োজন ছিল না । নিজের নির্দোষিত স প্রমাণের জষ্ঠ আমি কাঙ্গাকে ও •fকছু বলিয়া গেলাম না ; আপনিও আমার মুখ দুঃখের এমন কোন অংশী নন যে আপনাকে এ কথা না বলিলে চলিত না । সংসারের চক্ষে আমি দেধি, অপরাধীর বেশেই গেলাম, কিন্তু আপনার কাছে এ কথাগুলা না বলিয়া কেন যtউঠে পারিতেছি না তাছা বুঝিতে পারিতেছি না। পাঁচ দিন পূৰ্ব্বে ঝড়ের দিন বৈকালে আমাদের পিড়কীর পুকুর ঘাটের কথা আপ